মুম্বই : একটা সময়ে রান্না করতে একদম পছন্দ করতেন না পত্রলেখা । বোর্ডিং স্কুলে মানুষ হয়েছেন, বাড়িতেও খুব আদরের ছিলেন । ফলে সবসময় মুখের কাছে খাবার পৌঁছে গেছে তাঁর, রান্না করতে হয়নি । তবে এই লকডাউনে পাকা শেফ হয়ে উঠেছেন পত্রলেখা ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে অভিনেত্রী বললেন, " লকডাউন হল যখন, আমার খুব অসহায় লেগেছিল । তবে ইউটিউব আমায় খুব সাহায্য় করেছে । এখন তো আমি সবসময় রান্না করছি । আর এটা আমার মাথাকেও ব্যস্ত রাখে । রান্না করাটাকে আমি একটু একটু করে উপভোগ করা শুরু করেছি ।"
তবে রান্নার ছবি পোস্ট করার পক্ষপাতী নন পত্রলেখা । বললেন, "প্রথম প্রথম আমি রান্নার ছবি পোস্ট করছিলাম সোশাল মিডিয়ায় । তারপর মনে হল এটা একেবারেই ঠিক নয় । সারা পৃথিবী জুড়ে যা হচ্ছে, সেটা খুবই খারাপ । এসব দেখে আমি খাবারের ছবি পোস্ট করা বন্ধ করে দিই ।"
তবে পুরোটাই পত্রলেখার ব্যক্তিগত মত । কেউ যদি রান্নার ছবি পোস্ট করে তাঁর ফ্যানেদের আনন্দ দেন, তাহলে সেখানে আপত্তি জানানোর কোনও প্রশ্নই ওঠে না, বললেন অভিনেত্রী ।