ETV Bharat / sitara

ফের সৌভিককে জিজ্ঞাসাবাদ করবে NCB - showik chakraborty

গ্রেপ্তারের পর NDPS বিশেষ আদালতের নির্দেশ মতো এখন বিচারবিভাগীয় হেপাজতে রয়েছেন অভিযুক্তরা । তালোজা সেন্ট্রাল জেলে রাখা হয়েছে সৌভিক ও দীপেশকে । 6 অক্টোবর পর্যন্ত সেখানেই থাকবেন তাঁরা ।

AS
as
author img

By

Published : Sep 24, 2020, 5:58 PM IST

মুম্বই : ফের সৌভিক চক্রবর্তী ও দীপেশ সাওয়ান্তকে জিজ্ঞাসাবাদ করবে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। গ্রেপ্তারের পর এখন আপাতত রায়গড়ের তালোজা সেন্ট্রাল জেলে রয়েছেন তাঁরা । সেখানেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পায় NCB । এরপরই শুরু হয় তদন্ত । মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক, সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডা ও পরিচারক দীপেশ সাওয়ান্তকে । এছাড়াও বেশ কয়েকজন মাদক পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে ।

গ্রেপ্তারের পর NDPS বিশেষ আদালতের নির্দেশ মতো এখন বিচারবিভাগীয় হেপাজতে রয়েছেন অভিযুক্তরা । তালোজা সেন্ট্রাল জেলে রাখা হয়েছে সৌভিক ও দীপেশকে । 6 অক্টোবর পর্যন্ত সেখানেই থাকবেন তাঁরা ।

এদিকে মাদক যোগে সৌভিক ও দীপেশকে আরও কিছু বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান NCB আধিকারিকরা । আর সেই অনুমতির জন্য NDPS বিশেষ আদালতে যান তাঁরা । সেইমতো তালোজা জেলে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলে আজ নির্দেশ দেয় আদালত । খুব শীঘ্রই NCB তাঁদের ফের জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে ।

মুম্বই : ফের সৌভিক চক্রবর্তী ও দীপেশ সাওয়ান্তকে জিজ্ঞাসাবাদ করবে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। গ্রেপ্তারের পর এখন আপাতত রায়গড়ের তালোজা সেন্ট্রাল জেলে রয়েছেন তাঁরা । সেখানেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পায় NCB । এরপরই শুরু হয় তদন্ত । মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক, সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডা ও পরিচারক দীপেশ সাওয়ান্তকে । এছাড়াও বেশ কয়েকজন মাদক পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে ।

গ্রেপ্তারের পর NDPS বিশেষ আদালতের নির্দেশ মতো এখন বিচারবিভাগীয় হেপাজতে রয়েছেন অভিযুক্তরা । তালোজা সেন্ট্রাল জেলে রাখা হয়েছে সৌভিক ও দীপেশকে । 6 অক্টোবর পর্যন্ত সেখানেই থাকবেন তাঁরা ।

এদিকে মাদক যোগে সৌভিক ও দীপেশকে আরও কিছু বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান NCB আধিকারিকরা । আর সেই অনুমতির জন্য NDPS বিশেষ আদালতে যান তাঁরা । সেইমতো তালোজা জেলে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলে আজ নির্দেশ দেয় আদালত । খুব শীঘ্রই NCB তাঁদের ফের জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.