মুম্বই, 27 সেপ্টেম্বর : সুশান্ত মৃত্যু মামলায় মাদক যোগের তদন্তে নেমে দীপিকা পাডুকোন, তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশ, ফ্যাশন ডিজ়াইনার সিমোন খাম্বাট্টা, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর ও রকুল প্রীত সিং-কে জিজ্ঞাসাবাদ করেছে নারকোটিক্স কন্ট্রোল বিওরো (NCB) । এর পাশাপাশি তাঁদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন এক NCB আধিকারিক ।
গতকাল প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে দীপিকা পাডুকোনকে জেরা করেন NCB আধিকারিকরা । একই মামলায় অভিনেত্রী সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকেও জিজ্ঞাসাবাদ করা হয় । এর আগে শুক্রবার চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রকুল প্রীত সিংকে । শুক্র ও শনিবার পরপর দু'দিন করিশ্মাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ।
NCB-র সূত্রে জানা গিয়েছে, এই ফোনগুলি থেকেই মাদক সংক্রান্ত হোয়াটস অ্যাপ চ্যাটগুলি করায় তা বাজেয়াপ্ত করা হয়েছে । সুশান্তের প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে ।
ইতিমধ্যেই মাদক যোগের তদন্তে রিয়া চক্রবর্তী সহ 18 জনকে গ্রেপ্তার করেছে NCB ।