মুম্বই : 'সেক্রেড গেমস'-এর গণেশ গাইতোণ্ডে চরিত্রটা রীতিমতো এপিক হয়ে গেছে। নওয়াজ়ু্দ্দিন অভিনীত এই চরিত্রের বলা সংলাপ ব্যবহার হচ্ছে একাধিক ধারাবাহিক, সিনেমা, সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া মিম এমনকি রেস্তোরাঁর দেওয়ালে পর্যন্ত। সেই বিখ্যাত ওয়েব সিরিজ়ের জন্যই সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে সম্মানিত নওয়াজ়।
SIFF-এ 'লেজ়লি হো এশিয়ান ট্যালেন্ট অ্যাওয়ার্ড' পাচ্ছেন অভিনেতা। ফেস্টিভালটি শুরু হবে 21 নভেম্বর ও শেষ হবে 8 ডিসেম্বর। এটি এই ফেস্টিভালের 30 বছর। তবে শুধুমাত্র পুরস্কারই নেবেন না নওয়াজ়, ফেস্টিভালের একটি আলোচনা সভাতেও দেখা যাবে তাঁকে।
কয়েকদিন আগেই কার্ডিফ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে 'গোল্ডেন ড্রাগন' অ্যাওয়ার্ড পেয়েছেন নওয়াজ়। আন্তর্জাতিক সিনেমার বাজারে তাঁর অবদানের জন্য ছিল সেই অ্যাওয়ার্ড। আর সিঙ্গাপুরে পুরস্কৃত হলেন 'সেক্রেড গেমস'-এর জন্য। পরিশ্রম করলে তার ফল যে পাওয়া যায়, তার প্রমাণ নওয়াজ়। এক সময়ে যাঁকে 2-3 মিনিটের জন্য দেখা যেত স্ক্রিনে, আজ তাঁকে নিয়েই হচ্ছে সিনেমা, সিরিজ়।
আপাতত নওয়াজ় ব্যস্ত 'মোতিচুর চাকনাচুর'-এর পোস্ট প্রোডাকশনে। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন আথিয়া শেট্টি।