মুম্বই : সুশান্ত মামলায় এবার নতুন অ্যাঙ্গল । সুশান্ত আর রিয়া নাকি মাদকাসক্ত ছিলেন । শুধু তাই নয়, রিয়া নাকি নিয়মিত ড্রাগ ডিলারদের সঙ্গে যোগাযোগ রাখতেন । এমন বহু তথ্য সামনে আসছে । এখন ANI সূত্রে জানা যাচ্ছে যে, NCB থেকে রিয়ার বিরুদ্ধে কেস ফাইল করা হয়েছে ।
তবে একা রিয়া নয়, সুশান্তের মামলার সঙ্গে সম্পর্কিত আরও কয়েকজনের গলাতেও ঝুলেছে কেসের ফাঁস । নারকোটিক ড্রাগস এবং সাইকোট্রপিক সাবট্যান্সেস অ্যাক্টের 20 (B), 28 এবং 29 ধারায় মামলা করা হয়েছে । ED-র থেকে টিপ নিয়ে NCB-র এই পদক্ষেপ, জানা যাচ্ছে PTI সূত্রে ।
-
Narcotics Control Bureau registers a case against Rhea Chakraborty and others in #SushantSinghRajput's death https://t.co/oNs6L0KEnE
— ANI (@ANI) August 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Narcotics Control Bureau registers a case against Rhea Chakraborty and others in #SushantSinghRajput's death https://t.co/oNs6L0KEnE
— ANI (@ANI) August 26, 2020Narcotics Control Bureau registers a case against Rhea Chakraborty and others in #SushantSinghRajput's death https://t.co/oNs6L0KEnE
— ANI (@ANI) August 26, 2020
14 জুন সুশান্তের মৃত্যুর পর থেকে একের পর এক কারণে নাম জড়াচ্ছে রিয়া চক্রবর্তীর । কখনও শোনা যাচ্ছে, রিয়া সুশান্তের খ্যাতিকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন । কখনও শোনা যাচ্ছে, রিয়া সুশান্তের টাকা আত্মসাৎ করেছেন । আর এবার সন্দেহ করা হচ্ছে যে, সুশান্তকে মাদকের দিকে ঠেলে দিয়েছিলেন অভিনেত্রী ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে রিয়ার হোয়াটস্যাপ চ্যাট । সেখানে রিয়াকে বিভিন্ন ধরনের ড্রাগ নিয়ে আলোচনা করতে দেখা গেছে ।
গৌরব আর্য নামে এক ব্যক্তির সঙ্গে কথোপকথনে রিয়া বলেন, "আমি খুব বেশি হার্ড ড্রাগ ব্যবহার করিনি । তবে একবার MDMA ট্রাই করেছি । তোমার কাছে MD আছে ?"
আবার জয়া সাহা নামে একজনের সঙ্গে আলোচনায় রিয়াকে জয়া বলেন, "কফি, চা বা জলে মাত্র চার ফোঁটা দিয়ে দাও । ওকে সিপ করাও…30-40 মিনিট পর ওর নেশা হতে বাধ্য ।" এখানে "ওর" বলতে সুশান্তকেই বোঝানো হচ্ছে বলে ধারণা তদন্তকারী অফিসারদের । চ্যাটের সময় 2019 সালের 25 নভেম্বর ।
খুব তাড়াতাড়ি রিয়াকে জিজ্ঞাসাবাদ করতে ডাকা হবে NCB-র তরফ থেকে, জানালেন NCB চিফ রাকেশ আস্থানা ।