ETV Bharat / sitara

উজ্জ্বল ভবিষ্যতের আশায় 'মুসকুরায়েগা ইন্ডিয়া', বললেন আয়ুষ্মান - muskurayega india hopes for brighter future

'মুসকুরায়েগা ইন্ডিয়া' নামে একটি ভিডিয়ো সং তৈরি করেছেন কয়েকজন বলিউড তারকা । সেই গানে রয়েছেন আয়ুষ্মান খুরানাও । এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য বলিউড তারকাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি ।

sdf
dfs
author img

By

Published : Apr 7, 2020, 3:01 PM IST

মুম্বই : এই সংকটের সময় একে অপরকে সাহায্য করলে দেশ আবার হাসবে । এই বার্তা দিয়ে 'মুসকুরায়েগা ইন্ডিয়া' নামে একটি ভিডিয়ো সং তৈরি করেছেন কয়েকজন বলিউড তারকা । সেই গানে রয়েছেন আয়ুষ্মান খুরানাও । আর এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য বলিউড তারকাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি ।

এই উদ্যোগ সম্পর্কে আয়ুষ্মান বলেন, "একজন দায়িত্ববান নাগরিক হিসেবে দেশের জন্য নিজেদের সাধ্য মতো সবারই কিছু করা উচিত । প্রতিটা সাহায্যই এই সময় খুবই গুরুত্বপূর্ণ । আর এই সাহায্যের ফলেই দেশ কোরোনা মোকাবিলা করতে পারবে ।"

তিনি আরও বলেন, "গানের কথা আমার খুব ভালো লাগে । আর দেশের বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে তৈরি গানটি । গানে দেশের উজ্জ্বল ভবিষ্যতের কথাও তুলে ধরা হয়েছে । এই সময় আমাদের সবাইকে ভালো চিন্তাভাবনা করতে হবে । ধৈর্য্য ধরতে হবে পরিস্থিতি ঠিক হওয়ার জন্য । ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে লড়াই করতে হবে ।"

এই গানের জন্য সব তারকাকে ধন্যবাদ জানিয়েছেন আয়ুষ্মান । লেখেন, "এই ধরনের প্রোজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমার খুবই ভালো লাগছে ।"

গতকাল অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ, তাপসী পান্নু, কিয়ারা আডবাণীরা এই ভিডিয়োটি লঞ্চ করেন । অক্ষয় কুমারের কেপ অফ গুড ফিল্মসের উদ্যোগে ভিডিয়োটি তৈরি হয়েছে । সেখানে ইন্ডাস্ট্রির অনেককেই দেখা গেছে । দেখা গেছে, আয়ুষ্মান খুরানা, ভূমি পেদনেকর, সিদ্ধার্থ মালহোত্রা, ভিকি কৌশল, রাজ কুমার রাও, অনন্যা পান্ডে, কৃতি শ্যানন, জ্যাকি ভাগনানি ও রকুল প্রীত সহ অনেককেই ।

গানটি গেয়েছেন বিশাল মিশ্র । লিখেছেন কৌশল কিশোর । এই ভিডিয়োটিতে বলিউড তারকারা ছাড়াও শিখর ধাওয়ান, রেডিয়ো জকি মালিশকাকেও দেখা গিয়েছে ।

মুম্বই : এই সংকটের সময় একে অপরকে সাহায্য করলে দেশ আবার হাসবে । এই বার্তা দিয়ে 'মুসকুরায়েগা ইন্ডিয়া' নামে একটি ভিডিয়ো সং তৈরি করেছেন কয়েকজন বলিউড তারকা । সেই গানে রয়েছেন আয়ুষ্মান খুরানাও । আর এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য বলিউড তারকাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি ।

এই উদ্যোগ সম্পর্কে আয়ুষ্মান বলেন, "একজন দায়িত্ববান নাগরিক হিসেবে দেশের জন্য নিজেদের সাধ্য মতো সবারই কিছু করা উচিত । প্রতিটা সাহায্যই এই সময় খুবই গুরুত্বপূর্ণ । আর এই সাহায্যের ফলেই দেশ কোরোনা মোকাবিলা করতে পারবে ।"

তিনি আরও বলেন, "গানের কথা আমার খুব ভালো লাগে । আর দেশের বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে তৈরি গানটি । গানে দেশের উজ্জ্বল ভবিষ্যতের কথাও তুলে ধরা হয়েছে । এই সময় আমাদের সবাইকে ভালো চিন্তাভাবনা করতে হবে । ধৈর্য্য ধরতে হবে পরিস্থিতি ঠিক হওয়ার জন্য । ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে লড়াই করতে হবে ।"

এই গানের জন্য সব তারকাকে ধন্যবাদ জানিয়েছেন আয়ুষ্মান । লেখেন, "এই ধরনের প্রোজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমার খুবই ভালো লাগছে ।"

গতকাল অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ, তাপসী পান্নু, কিয়ারা আডবাণীরা এই ভিডিয়োটি লঞ্চ করেন । অক্ষয় কুমারের কেপ অফ গুড ফিল্মসের উদ্যোগে ভিডিয়োটি তৈরি হয়েছে । সেখানে ইন্ডাস্ট্রির অনেককেই দেখা গেছে । দেখা গেছে, আয়ুষ্মান খুরানা, ভূমি পেদনেকর, সিদ্ধার্থ মালহোত্রা, ভিকি কৌশল, রাজ কুমার রাও, অনন্যা পান্ডে, কৃতি শ্যানন, জ্যাকি ভাগনানি ও রকুল প্রীত সহ অনেককেই ।

গানটি গেয়েছেন বিশাল মিশ্র । লিখেছেন কৌশল কিশোর । এই ভিডিয়োটিতে বলিউড তারকারা ছাড়াও শিখর ধাওয়ান, রেডিয়ো জকি মালিশকাকেও দেখা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.