ETV Bharat / sitara

'ইনস্পেক্টর বিজয়'-কে স্যালুট মুম্বই পুলিশের - মুম্বই পুলিশের স্যালুট অমিতাভ বচ্চনকে

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অমিতাভ বচ্চন। তাঁকে শুভেচ্ছা মুম্বই পুলিশের।

Amitabh Bachchan Dadasaheb Phalke
author img

By

Published : Sep 25, 2019, 5:44 PM IST

মুম্বই : 'জ়ঞ্জির'-এর ইনস্পেক্টর বিজয়কে মনে আছে? সেটা অমিতাভের ক্যারিয়ারে একটি আইকনিক চরিত্র ছিল। সেই চরিত্রের উল্লেখ করে বিগ বি-কে শুভেচ্ছা মুম্বই পুলিশের।

মুম্বই পুলিশের অফিশিয়ার টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, "দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ায় কনগ্র্যাচুলেশন 'ইনস্পেক্টর বিজয়'-কে। আপনি প্রতি প্রজন্মের কাছে চিরযুবক, এনারজেটিক ও ইনস্পিরেশনাল আইকন, আপনাকে স্যালুট।"

দেখে নিন সেই পোস্ট...

মুম্বই : 'জ়ঞ্জির'-এর ইনস্পেক্টর বিজয়কে মনে আছে? সেটা অমিতাভের ক্যারিয়ারে একটি আইকনিক চরিত্র ছিল। সেই চরিত্রের উল্লেখ করে বিগ বি-কে শুভেচ্ছা মুম্বই পুলিশের।

মুম্বই পুলিশের অফিশিয়ার টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, "দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ায় কনগ্র্যাচুলেশন 'ইনস্পেক্টর বিজয়'-কে। আপনি প্রতি প্রজন্মের কাছে চিরযুবক, এনারজেটিক ও ইনস্পিরেশনাল আইকন, আপনাকে স্যালুট।"

দেখে নিন সেই পোস্ট...

Intro:Body:

'ইনস্পেক্টর বিজয়'-কে স্যালুট মুম্বই পুলিশের



দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অমিতাভ বচ্চন। তাঁকে শুভেচ্ছা মুম্বই পুলিশের।



মুম্বই : 'জ়ঞ্জির'-এর ইনস্পেক্টর বিজয়কে মনে আছে? সেটা অমিতাভের ক্যারিয়ারে একটি আইকনিক চরিত্র ছিল। সেই চরিত্রের উল্লেখ করে বিগ বি-কে শুভেচ্ছা মুম্বই পুলিশের।



মুম্বই পুলিশের অফিশিয়ার টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, "দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ায় কনগ্র্যাচুলেশন ইনস্পেক্টর বিজয়কে। আপনি চিরযুবক, এনারজেটিক ও ইনস্পিরেশনাল আইকন, আপনাকে স্যালুট।"



দেখে নিন সেই পোস্ট...




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.