ETV Bharat / sitara

2019 সালের সর্বাধিক টুইট করা হিন্দি ফিল্ম 'গালি বয়'

2019 সালের সর্বাধিক টুইট করা হিন্দি ফিল্ম জ়োয়া আখতার পরিচালিত 'গালি বয়'।

Ranveer Singh latest news
Ranveer Singh latest news
author img

By

Published : Dec 21, 2019, 1:40 PM IST

মুম্বই : এই বছরটা যেন 'গালি বয়'-এরই । জ়োয়া আখতার পরিচালিত এই ছবি বক্স অফিস কাঁপানোর সঙ্গে সঙ্গে সমালোচকদের থেকেও তুমুল প্রশংসা পেয়েছে এই ছবি । বছর শেষে আরও এক পরিসংখ্যা সামনে এল । জানা গেল যে, সর্বাধিক টুইট করা হিন্দি ছবি হয়ে উঠল 'গালি বয়'।

#ThisHappened 2019 টুইটার রিপোর্ট অনুযায়ী এই বছরের সর্বাধিক টুইট করা হিন্দি ছবি 'গালি বয়'। মুম্বইয়ের দুই ব়্যাপার, নভেদ শেখ যিনি নেইজ়ি নামে বেশি পরিচিত ও ভিভিয়ার ফার্নান্ডেজ় যিনি ডিভাইন নামে বেশি পরিচিত, তাঁদের গল্প নিয়েই তৈরি হয়েছে 'গালি বয়'।

Ranveer Singh latest news
ডিভাইন ও নেইজ়ি

অস্কারের দৌড়েও নাম লিখিয়েছিল 'গালি বয়'। কিন্তু হলিউড ফিল্ম 'স্ট্রেট আউট্টা কম্পটন'-এর সঙ্গে মিল থাকায় এই ছবি বাদ পড়ে যায় প্রতিযোগিতা থেকে । কিন্তু, ভারতবর্ষে ব়্যাপ মিউজ়িকে যেন এক তরঙ্গ তৈরি করেছে এই ছবি, কমার্শিয়াল ছবির সঙ্গে মননশীল ছবির ব্যবধান ভেঙেছে ।

Ranveer Singh latest news
ড্যাশিং শাহিদ

টুইটার প্রকাশিত এই রিপোর্টে 'গালি বয়'-এর পরই জায়গা করে নিয়েছে 'কবীর সিং'। তারপর যথাক্রমে 'মিশন মঙ্গল', 'কেশরী', 'হাউজ়ফুল 4', 'উরি', 'কলঙ্ক', 'সুপার 30', 'দ্য তাসকেন্ত ফাইলস', 'আর্টিকল 15' ।

মুম্বই : এই বছরটা যেন 'গালি বয়'-এরই । জ়োয়া আখতার পরিচালিত এই ছবি বক্স অফিস কাঁপানোর সঙ্গে সঙ্গে সমালোচকদের থেকেও তুমুল প্রশংসা পেয়েছে এই ছবি । বছর শেষে আরও এক পরিসংখ্যা সামনে এল । জানা গেল যে, সর্বাধিক টুইট করা হিন্দি ছবি হয়ে উঠল 'গালি বয়'।

#ThisHappened 2019 টুইটার রিপোর্ট অনুযায়ী এই বছরের সর্বাধিক টুইট করা হিন্দি ছবি 'গালি বয়'। মুম্বইয়ের দুই ব়্যাপার, নভেদ শেখ যিনি নেইজ়ি নামে বেশি পরিচিত ও ভিভিয়ার ফার্নান্ডেজ় যিনি ডিভাইন নামে বেশি পরিচিত, তাঁদের গল্প নিয়েই তৈরি হয়েছে 'গালি বয়'।

Ranveer Singh latest news
ডিভাইন ও নেইজ়ি

অস্কারের দৌড়েও নাম লিখিয়েছিল 'গালি বয়'। কিন্তু হলিউড ফিল্ম 'স্ট্রেট আউট্টা কম্পটন'-এর সঙ্গে মিল থাকায় এই ছবি বাদ পড়ে যায় প্রতিযোগিতা থেকে । কিন্তু, ভারতবর্ষে ব়্যাপ মিউজ়িকে যেন এক তরঙ্গ তৈরি করেছে এই ছবি, কমার্শিয়াল ছবির সঙ্গে মননশীল ছবির ব্যবধান ভেঙেছে ।

Ranveer Singh latest news
ড্যাশিং শাহিদ

টুইটার প্রকাশিত এই রিপোর্টে 'গালি বয়'-এর পরই জায়গা করে নিয়েছে 'কবীর সিং'। তারপর যথাক্রমে 'মিশন মঙ্গল', 'কেশরী', 'হাউজ়ফুল 4', 'উরি', 'কলঙ্ক', 'সুপার 30', 'দ্য তাসকেন্ত ফাইলস', 'আর্টিকল 15' ।

Intro:Body:

2019 সালের সর্বাধিক টুইট করা হিন্দি ফিল্ম কোনটি জানেন ?



2019 সালের সর্বাধিক টুইট করা হিন্দি ফিল্ম জ়োয়া আখতার পরিচালিত 'গালি বয়'।



মুম্বই : এই বছরটা যেন 'গালি বয়'-এরই । জ়োয়া আখতার পরিচালিত এই ছবি বক্স অফিস কাঁপানোর সঙ্গে সঙ্গে সমালোচকদের থেকেও তুমুল প্রশংসা পেয়েছে এই ছবি ।  বছর শেষে আরও এক পরিসংখ্যা সামনে এল । জানা গেল যে, সর্বাধিক টুইট করা হিন্দি ছবি হয়ে উঠল 'গালি বয়'।



#ThisHappened 2019 টুইটার রিপোর্ট অনুযায়ী এই বছরের সর্বাধিক টুইট করা হিন্দি ছবি 'গালি বয়'। মুম্বইয়ের দুই ব়্যাপার, নভেদ শেখ যিনি নেইজ়ি নামে বেশি পরিচিত ও ভিভিয়ার ফার্নান্ডেজ় যিনি ডিভাইন নামে বেশি পরিচিত, তাঁদের গল্প নিয়েই তৈরি হয়েছে 'গালি বয়'।



অস্কারের দৌড়েও নাম লিখিয়েছিল 'গালি বয়'। কিন্তু হলিউড ফিল্ম 'স্ট্রেট আউট্টা কম্পটন'-এর সঙ্গে মিল থাকায় এই ছবি বাদ পড়ে যায় প্রতিযোগিতা থেকে । কিন্তু, ভারতবর্ষে ব়্যাপ মিউজ়িকে যেন এক তরঙ্গ তৈরি করেছে এই ছবি, কমার্শিয়াল ছবির সঙ্গে মননশীল ছবির ব্যবধান ভেঙেছে ।



টুইটার প্রকাশিত এই রিপোর্টে 'গালি বয়'-এর পরই জায়গা করে নিয়েছে 'কবীর সিং'। তারপর যথাক্রমে 'মিশন মঙ্গল', 'কেশরী', 'হাউজ়ফুল 4', 'উরি', 'কলঙ্ক', 'সুপার 30', 'দ্য তাসকেন্ত ফাইলস', 'আর্টিকল 15' ।






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.