ETV Bharat / sitara

2019 সালের সর্বাধিক টুইট করা হিন্দি ফিল্ম 'গালি বয়' - রণবীর সিং

2019 সালের সর্বাধিক টুইট করা হিন্দি ফিল্ম জ়োয়া আখতার পরিচালিত 'গালি বয়'।

Ranveer Singh latest news
Ranveer Singh latest news
author img

By

Published : Dec 21, 2019, 1:40 PM IST

মুম্বই : এই বছরটা যেন 'গালি বয়'-এরই । জ়োয়া আখতার পরিচালিত এই ছবি বক্স অফিস কাঁপানোর সঙ্গে সঙ্গে সমালোচকদের থেকেও তুমুল প্রশংসা পেয়েছে এই ছবি । বছর শেষে আরও এক পরিসংখ্যা সামনে এল । জানা গেল যে, সর্বাধিক টুইট করা হিন্দি ছবি হয়ে উঠল 'গালি বয়'।

#ThisHappened 2019 টুইটার রিপোর্ট অনুযায়ী এই বছরের সর্বাধিক টুইট করা হিন্দি ছবি 'গালি বয়'। মুম্বইয়ের দুই ব়্যাপার, নভেদ শেখ যিনি নেইজ়ি নামে বেশি পরিচিত ও ভিভিয়ার ফার্নান্ডেজ় যিনি ডিভাইন নামে বেশি পরিচিত, তাঁদের গল্প নিয়েই তৈরি হয়েছে 'গালি বয়'।

Ranveer Singh latest news
ডিভাইন ও নেইজ়ি

অস্কারের দৌড়েও নাম লিখিয়েছিল 'গালি বয়'। কিন্তু হলিউড ফিল্ম 'স্ট্রেট আউট্টা কম্পটন'-এর সঙ্গে মিল থাকায় এই ছবি বাদ পড়ে যায় প্রতিযোগিতা থেকে । কিন্তু, ভারতবর্ষে ব়্যাপ মিউজ়িকে যেন এক তরঙ্গ তৈরি করেছে এই ছবি, কমার্শিয়াল ছবির সঙ্গে মননশীল ছবির ব্যবধান ভেঙেছে ।

Ranveer Singh latest news
ড্যাশিং শাহিদ

টুইটার প্রকাশিত এই রিপোর্টে 'গালি বয়'-এর পরই জায়গা করে নিয়েছে 'কবীর সিং'। তারপর যথাক্রমে 'মিশন মঙ্গল', 'কেশরী', 'হাউজ়ফুল 4', 'উরি', 'কলঙ্ক', 'সুপার 30', 'দ্য তাসকেন্ত ফাইলস', 'আর্টিকল 15' ।

মুম্বই : এই বছরটা যেন 'গালি বয়'-এরই । জ়োয়া আখতার পরিচালিত এই ছবি বক্স অফিস কাঁপানোর সঙ্গে সঙ্গে সমালোচকদের থেকেও তুমুল প্রশংসা পেয়েছে এই ছবি । বছর শেষে আরও এক পরিসংখ্যা সামনে এল । জানা গেল যে, সর্বাধিক টুইট করা হিন্দি ছবি হয়ে উঠল 'গালি বয়'।

#ThisHappened 2019 টুইটার রিপোর্ট অনুযায়ী এই বছরের সর্বাধিক টুইট করা হিন্দি ছবি 'গালি বয়'। মুম্বইয়ের দুই ব়্যাপার, নভেদ শেখ যিনি নেইজ়ি নামে বেশি পরিচিত ও ভিভিয়ার ফার্নান্ডেজ় যিনি ডিভাইন নামে বেশি পরিচিত, তাঁদের গল্প নিয়েই তৈরি হয়েছে 'গালি বয়'।

Ranveer Singh latest news
ডিভাইন ও নেইজ়ি

অস্কারের দৌড়েও নাম লিখিয়েছিল 'গালি বয়'। কিন্তু হলিউড ফিল্ম 'স্ট্রেট আউট্টা কম্পটন'-এর সঙ্গে মিল থাকায় এই ছবি বাদ পড়ে যায় প্রতিযোগিতা থেকে । কিন্তু, ভারতবর্ষে ব়্যাপ মিউজ়িকে যেন এক তরঙ্গ তৈরি করেছে এই ছবি, কমার্শিয়াল ছবির সঙ্গে মননশীল ছবির ব্যবধান ভেঙেছে ।

Ranveer Singh latest news
ড্যাশিং শাহিদ

টুইটার প্রকাশিত এই রিপোর্টে 'গালি বয়'-এর পরই জায়গা করে নিয়েছে 'কবীর সিং'। তারপর যথাক্রমে 'মিশন মঙ্গল', 'কেশরী', 'হাউজ়ফুল 4', 'উরি', 'কলঙ্ক', 'সুপার 30', 'দ্য তাসকেন্ত ফাইলস', 'আর্টিকল 15' ।

Intro:Body:

2019 সালের সর্বাধিক টুইট করা হিন্দি ফিল্ম কোনটি জানেন ?



2019 সালের সর্বাধিক টুইট করা হিন্দি ফিল্ম জ়োয়া আখতার পরিচালিত 'গালি বয়'।



মুম্বই : এই বছরটা যেন 'গালি বয়'-এরই । জ়োয়া আখতার পরিচালিত এই ছবি বক্স অফিস কাঁপানোর সঙ্গে সঙ্গে সমালোচকদের থেকেও তুমুল প্রশংসা পেয়েছে এই ছবি ।  বছর শেষে আরও এক পরিসংখ্যা সামনে এল । জানা গেল যে, সর্বাধিক টুইট করা হিন্দি ছবি হয়ে উঠল 'গালি বয়'।



#ThisHappened 2019 টুইটার রিপোর্ট অনুযায়ী এই বছরের সর্বাধিক টুইট করা হিন্দি ছবি 'গালি বয়'। মুম্বইয়ের দুই ব়্যাপার, নভেদ শেখ যিনি নেইজ়ি নামে বেশি পরিচিত ও ভিভিয়ার ফার্নান্ডেজ় যিনি ডিভাইন নামে বেশি পরিচিত, তাঁদের গল্প নিয়েই তৈরি হয়েছে 'গালি বয়'।



অস্কারের দৌড়েও নাম লিখিয়েছিল 'গালি বয়'। কিন্তু হলিউড ফিল্ম 'স্ট্রেট আউট্টা কম্পটন'-এর সঙ্গে মিল থাকায় এই ছবি বাদ পড়ে যায় প্রতিযোগিতা থেকে । কিন্তু, ভারতবর্ষে ব়্যাপ মিউজ়িকে যেন এক তরঙ্গ তৈরি করেছে এই ছবি, কমার্শিয়াল ছবির সঙ্গে মননশীল ছবির ব্যবধান ভেঙেছে ।



টুইটার প্রকাশিত এই রিপোর্টে 'গালি বয়'-এর পরই জায়গা করে নিয়েছে 'কবীর সিং'। তারপর যথাক্রমে 'মিশন মঙ্গল', 'কেশরী', 'হাউজ়ফুল 4', 'উরি', 'কলঙ্ক', 'সুপার 30', 'দ্য তাসকেন্ত ফাইলস', 'আর্টিকল 15' ।






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.