ETV Bharat / sitara

'ড্রাগ পার্টি' নিয়ে বলিউডকে খোলা চিঠি বিধায়কের - karan johar

করণ জোহারের পার্টিতে বলিউডের তারকাদের ড্রাগ নেওয়া নিয়ে বলিউডকে খোলা চিঠি দিলেন শিরমণি অকালি দলের বিধায়ক মনজিন্দর এস সিরসা ।

ড্রাগ পার্টি
author img

By

Published : Aug 2, 2019, 8:13 PM IST

মুম্বই : দীপিকা পাদুকোন, রণবীর কাপুর, ভিকি কৌশল, অর্জুন কাপুর, মলাইকা অরোরা, শাহিদ কাপুরের মতো তারকাদের কয়েকদিন আগেই করণ জোহরের পার্টিতে দেখা গিয়েছিল । সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার হতেই অনেকে মনে করেছিলেন পার্টিতে ড্রাগ সেবন করেছেন তারকারা । সেই ঘটনায় বলিউডকে খোলা চিঠি লিখে সোশাল মিডিয়ায় শেয়ার করলেন শিরোমণি অকালি দলের বিধায়ক মনজিন্দর এস সিরসা ।

মনজিন্দর তাঁর অফিসিয়াল টুইট অ্যাকাউন্টে লেখেন, বলিউডের তারকাদের জবাবদিহি থেকে বাঁচা ন্যায়সঙ্গত নয়, কারণ দেশের এক বড় অংশ তাঁদের পুজো করেন ।

বলিউডের এ-লিস্টার্সদের রেফার করে সিরসা টুইটে লেখেন, "আপনাদের রাষ্ট্রীয় যেকোনও অনুষ্ঠানে সবচেয়ে সামনের রো দেওয়া হয় । বিদেশে আপনাদের সঙ্গে ভারতের বেসরকারী রাষ্ট্রদূতের মতো ব্যবহার করা হয় । মানুষের ট্রেন্ডসেটার, হেয়ারকাট, হেমলাইন এমন কী, বাচ্চাদের নামকরণেও আপনারা রয়েছেন । এটা কি ঠিক যখন আপনারা নিজেদের ব্যক্তিগত জীবনের অজুহাত দিয়ে দায়িত্ব এড়িয়ে যান এবং ইনস্টাগ্রামে নিজেদের ড্রাগ পার্টিকে দেখাতে থাকেন ?"

করণ জোহারের শেয়ার করা ভিডিয়োর কথা তুলে তিনি লেখেন, "যদি এটা ড্রাগ পার্টি নয়, তাহলে এখানে কোনও খাবার বা পানীয় নেই কেন ?"

'উড়তা পঞ্জাব'-র রেফার টেনে তিনি লেখেন, "ড্রাগ বা মাদকদ্রব্যের প্রতি আপনাদের অপছন্দটা কি শুধু অন-স্ক্রিনেই সীমাবদ্ধ এবং শুধু কিছু সস্তা প্রচারের জন্য (মোটা টাকার জন্য) রাষ্ট্রকে অপমান করা ?"

তারকাদের থেকে তিনি জানতে চান, "আপনাদের মধ্যে কোনও প্যাশন আছে না এসব ক্যাম্পেন শুধু আপনাদের ড্রামার অংশ কয়েকটি গ্রুপ বা অ্য়াজেন্ডা-সেটারদের দেখানোর জন্য ?"

"আমি করণ জোহারকে জিজ্ঞাসা করছি, যদি হার্দিক পান্ডিয়াকে সেক্সিস্ট বক্তব্যের জন্য শাস্তি পেতে হয় (আপনার শো'তে); যদি কোনও রাজনীতিবিদকে নৈতিক কারণে ইস্তফা দিতে বলা যেতে পারে ? তাহলে বলিউডের তারকাদের নৈতিকতার মধ্যে আনতে কে বাধা দিচ্ছে ? যদি আমদের, নির্বাচিত প্রতিনিধিদের, জনগণের কাছে জবাবদিহি করতে হয়; আমাদের তারকাদের এবং আইডলদেরও অফ-স্ক্রিনে করা কাজের জন্য জবাবদিহি করতে হবে !"

সিরসা লেখেন, ভিডিয়োটি দেখার পর তাঁর "অব্যক্ত রাগ হচ্ছিল, যেন মনে হচ্ছিল এমন একজন বিশ্বাস ভেঙেছে যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি... প্রিয় বলিউড, আপনাদের কি অনুভূতি হয় যে মানুষ আপনাদের সঙ্গে কতটা জড়িত ? আমাকে ক্ষমা চাইতে না বলে আমি চাই বলিউড তারকারা রাষ্ট্রের কাছে ক্ষমা চাক বিশ্বাস ভাঙার জন্য ।"

মুম্বই : দীপিকা পাদুকোন, রণবীর কাপুর, ভিকি কৌশল, অর্জুন কাপুর, মলাইকা অরোরা, শাহিদ কাপুরের মতো তারকাদের কয়েকদিন আগেই করণ জোহরের পার্টিতে দেখা গিয়েছিল । সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার হতেই অনেকে মনে করেছিলেন পার্টিতে ড্রাগ সেবন করেছেন তারকারা । সেই ঘটনায় বলিউডকে খোলা চিঠি লিখে সোশাল মিডিয়ায় শেয়ার করলেন শিরোমণি অকালি দলের বিধায়ক মনজিন্দর এস সিরসা ।

মনজিন্দর তাঁর অফিসিয়াল টুইট অ্যাকাউন্টে লেখেন, বলিউডের তারকাদের জবাবদিহি থেকে বাঁচা ন্যায়সঙ্গত নয়, কারণ দেশের এক বড় অংশ তাঁদের পুজো করেন ।

বলিউডের এ-লিস্টার্সদের রেফার করে সিরসা টুইটে লেখেন, "আপনাদের রাষ্ট্রীয় যেকোনও অনুষ্ঠানে সবচেয়ে সামনের রো দেওয়া হয় । বিদেশে আপনাদের সঙ্গে ভারতের বেসরকারী রাষ্ট্রদূতের মতো ব্যবহার করা হয় । মানুষের ট্রেন্ডসেটার, হেয়ারকাট, হেমলাইন এমন কী, বাচ্চাদের নামকরণেও আপনারা রয়েছেন । এটা কি ঠিক যখন আপনারা নিজেদের ব্যক্তিগত জীবনের অজুহাত দিয়ে দায়িত্ব এড়িয়ে যান এবং ইনস্টাগ্রামে নিজেদের ড্রাগ পার্টিকে দেখাতে থাকেন ?"

করণ জোহারের শেয়ার করা ভিডিয়োর কথা তুলে তিনি লেখেন, "যদি এটা ড্রাগ পার্টি নয়, তাহলে এখানে কোনও খাবার বা পানীয় নেই কেন ?"

'উড়তা পঞ্জাব'-র রেফার টেনে তিনি লেখেন, "ড্রাগ বা মাদকদ্রব্যের প্রতি আপনাদের অপছন্দটা কি শুধু অন-স্ক্রিনেই সীমাবদ্ধ এবং শুধু কিছু সস্তা প্রচারের জন্য (মোটা টাকার জন্য) রাষ্ট্রকে অপমান করা ?"

তারকাদের থেকে তিনি জানতে চান, "আপনাদের মধ্যে কোনও প্যাশন আছে না এসব ক্যাম্পেন শুধু আপনাদের ড্রামার অংশ কয়েকটি গ্রুপ বা অ্য়াজেন্ডা-সেটারদের দেখানোর জন্য ?"

"আমি করণ জোহারকে জিজ্ঞাসা করছি, যদি হার্দিক পান্ডিয়াকে সেক্সিস্ট বক্তব্যের জন্য শাস্তি পেতে হয় (আপনার শো'তে); যদি কোনও রাজনীতিবিদকে নৈতিক কারণে ইস্তফা দিতে বলা যেতে পারে ? তাহলে বলিউডের তারকাদের নৈতিকতার মধ্যে আনতে কে বাধা দিচ্ছে ? যদি আমদের, নির্বাচিত প্রতিনিধিদের, জনগণের কাছে জবাবদিহি করতে হয়; আমাদের তারকাদের এবং আইডলদেরও অফ-স্ক্রিনে করা কাজের জন্য জবাবদিহি করতে হবে !"

সিরসা লেখেন, ভিডিয়োটি দেখার পর তাঁর "অব্যক্ত রাগ হচ্ছিল, যেন মনে হচ্ছিল এমন একজন বিশ্বাস ভেঙেছে যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি... প্রিয় বলিউড, আপনাদের কি অনুভূতি হয় যে মানুষ আপনাদের সঙ্গে কতটা জড়িত ? আমাকে ক্ষমা চাইতে না বলে আমি চাই বলিউড তারকারা রাষ্ট্রের কাছে ক্ষমা চাক বিশ্বাস ভাঙার জন্য ।"

Intro:Body:

mla pens open letter to bollywood


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.