ETV Bharat / sitara

পিছিয়ে গেল 'মেন্টাল হ্যায় কেয়া'-র ট্রেলার মুক্তির দিন - kangna ranaout

একতা কাপুর প্রযোজিত 'মেন্টাল হ্যায় কেয়া'-র ট্রেলার মুক্তির কথা ছিল আজ। তবে সেটি পিছিয়ে দেওয়া হল।

মেন্টাল হ্যায় কেয়া
author img

By

Published : Jun 19, 2019, 11:57 AM IST

মুম্বই:আগামীকালই মুক্তি পেয়েছিল কঙ্গনা রানাওয়াত ও রাজকুমার রাও অভিনীত 'মেন্টাল হ্যায় কেয়া'-র মোশন পোস্টার। অথচ আজ পিছিয়ে দেওয়া হল ছবিটির ট্রেলার মুক্তির তারিখ। আপত্তি রয়েছে ছবিটির নামকরণে।

পরিচালক প্রকাশ কোভেলামুদির এই ছবিটির ট্রেলার মুক্তির তারিখ ছিল জুন 19। সাইকায়াট্রিস্ট স্যোসাইটি ও দীপিকা পাডুকোনের NGO সিনেমাটির নামকরণ নিয়ে আপত্তি জানায়। তাঁদের বক্তব্য সিনেমাটির নাম মানসিক ভারসাম্যহীন লোকজনকে ব্যঙ্গ করছে। তবে সিনেমার পরিচালক তাঁদের কাছে আবেদন করেছেন যে প্রথমে তাঁরা ছবিটি দেখুক ও তারপরই কোনও সিধান্ত গ্রহন করুক।

তবে একতা কাপুর প্রোযোজিত 'মেন্টাল হ্যায় কেয়া'-র ট্রেলার মুক্তি পিছনোর মূল কারণ সেন্সর বোর্ড। বোর্ডের তরফ থেকে এখনও ট্রেলার মুক্তির 'ক্লিনচিট ' দেওয়া হয়নি। তবে,26 জুলাই ছবিটির ট্রেলার মুক্তির সম্ভবনা রয়েছে।

মুম্বই:আগামীকালই মুক্তি পেয়েছিল কঙ্গনা রানাওয়াত ও রাজকুমার রাও অভিনীত 'মেন্টাল হ্যায় কেয়া'-র মোশন পোস্টার। অথচ আজ পিছিয়ে দেওয়া হল ছবিটির ট্রেলার মুক্তির তারিখ। আপত্তি রয়েছে ছবিটির নামকরণে।

পরিচালক প্রকাশ কোভেলামুদির এই ছবিটির ট্রেলার মুক্তির তারিখ ছিল জুন 19। সাইকায়াট্রিস্ট স্যোসাইটি ও দীপিকা পাডুকোনের NGO সিনেমাটির নামকরণ নিয়ে আপত্তি জানায়। তাঁদের বক্তব্য সিনেমাটির নাম মানসিক ভারসাম্যহীন লোকজনকে ব্যঙ্গ করছে। তবে সিনেমার পরিচালক তাঁদের কাছে আবেদন করেছেন যে প্রথমে তাঁরা ছবিটি দেখুক ও তারপরই কোনও সিধান্ত গ্রহন করুক।

তবে একতা কাপুর প্রোযোজিত 'মেন্টাল হ্যায় কেয়া'-র ট্রেলার মুক্তি পিছনোর মূল কারণ সেন্সর বোর্ড। বোর্ডের তরফ থেকে এখনও ট্রেলার মুক্তির 'ক্লিনচিট ' দেওয়া হয়নি। তবে,26 জুলাই ছবিটির ট্রেলার মুক্তির সম্ভবনা রয়েছে।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.