নৈনিতাল : লকডাউনে নৈনিতালে আটকে মনোজ বাজপেয়ি ও তাঁর পরিবার । স্ত্রী নেহা আর মেয়ে আভার সঙ্গে তিনি রয়েছেন সেখানে । দু'দিন আগে কোরোনা পরীক্ষা করা তাঁদের । তবে চিন্তার কোনও কারণ নেই, পুরো পরিবারের রিপোর্ট নেগেটিভ ।
সেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মনোজ । তিনি জানিয়েছেন, "এটা শুধুমাত্র সতর্কতামূলক একটা টেস্ট ছিল আর রিপোর্ট নেগেটিভ এসেছে । আমি আর আমার পরিবার সম্পূর্ণ সুস্থ আছি ।"
নৈনিতাল থেকে চার ঘণ্টার দূরত্বে মুক্তেশ্বরে রয়েছেন মনোজরা । সেখানে তাঁদের বাড়ি রয়েছে । কিন্তু মুম্বই থেকে এত দূরে কী করছিলেন মনোজ ? উত্তরে অভিনেতা বলেন, "আসলে আমি রাম রেড্ডির পরিচালনায় একটি ছবির শুটিংয়ে এখানে এসেছিলাম । ভেবেছিলাম একটা ছোটো ছুটি কাটানো হয়ে যাবে । আর হঠাৎ করেই লকডাউন হয়ে যায় ।"
ছুটি কাটাতে বিদেশ যাওয়ার কথা ছিল মনোজদের । তবে এখন নিজের দেশেরই সৌন্দর্য এক্সপ্লোর করছেন তাঁরা, খুশি মনোজ । বললেন, "আমার মেয়ে সবথেকে বেশি আনন্দ করছে । সারাদিন গরু, ছাগল, কুকুরদের সঙ্গে খেলা করেই সময় কাটছে ওর ।"
ফিল্মের কয়েকজন ইউনিট মেম্বার আর পরিচালকও সেখানে আটকে পড়েছেন । সবাই মিলে বেশ ভালো সময় কাটাচ্ছেন তাঁরা ।