ETV Bharat / sitara

অভিনয় জগতে 36 বছর, নস্টালজিক অনুপম

author img

By

Published : May 25, 2020, 11:26 AM IST

'সারাংশ' ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে 36 বছর পূরণ করলেন অনুপম খের । 1984 সালের আজকের দিনেই মুক্তি পেয়েছিল এই ছবি । আর সেই কথা স্মরণ করে এই 36 বছরের ফিল্মি ক্যারিয়ারের ঝলক একটি ভিডিয়োর মাধ্যমে টুইটারে শেয়ার করেন অনুপম ।

sdf
sdf

মুম্বই : 1984 সাল । তখন অনুপম খেরের বয়স মাত্র 28 বছর । চোখে রঙিন স্বপ্ন নিয়ে অভিনয় জগতে পা রাখেন যুবক অনুপম । আর প্রথম ছবিতে হিরো তো দূর, 65 বছরের এক প্রাক্তন স্কুল শিক্ষকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । ব্যাপক প্রসংশা কুড়িয়ে নেয় এই ছবিতে তাঁর অভিনয় । প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি । ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার খেতাবও জিতে নেন ।

এভাবেই দেখতে দেখতে কেটে গিয়েছে 36টা বছর । এরপর একাধিক ছবিতে অভিনয় করেছেন অনুপম । জিতে নিয়েছেন দর্শকদের মন । তবে এখন বাস্তবেই তাঁর বয়স 65 বছর । এখনও ডেবিউ ছবি নিয়ে যথেষ্ট নস্টালজিক তিনি । প্রতি বছরই দিনটিকে স্মরণ করে সোশাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করেন অভিনেতা ।

ঠিক সেভাবে আজও সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন অনুপম । সেখানে 'সারাংশ' থেকে শুরু করে একাধিক ছবিতে তাঁর চরিত্রগুলিকে তুলে ধরা হয়েছে । আর এভাবেই ইন্ডাস্ট্রিতেও তাঁর 36 বছরের যাত্রাকে স্মরণ করলেন তিনি ।

ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "1984 সালের 25 মে মুক্তি পেয়েছিল আমার প্রথম ছবি 'সারাংশ'। চলচ্চিত্র জগতে 36 বছর পূরণ করলাম । এটা একটা অসাধারণ যাত্রা । দর্শকরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন । সবাইকে ধন্যবাদ !!"

'সারাংশ' ছবিটি পরিচালনা করেছিলেন মহেশ ভাট । ওই ছবিতে অনুপমের অভিনয়ের প্রশংসা করেন তিনিও । আজ সকালে একটি টুইটে তিনি লেখেন, "সারাংশের 36 বছর ! মাত্র 28 বছর বয়সে প্রথম ছবিতে একজন প্রাক্তন স্কুল শিক্ষকের চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম । যে একটি হিংসার ঘটনায় হারিয়ে ফেলেছিল নিজের ছেলেকে । এই ধরনের একটা সৃ্ষ্টিতে আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ অনুপম ।"

  • 36 years of SAARANSH! He was just 28 years old when he made his debut in this iconic role of a school teacher who has lost his son in an act of senseless violence. Thank you, Anupam for helping me birth this heartbreaking inspired creation. ⁦@AnupamPKher#Saaransh pic.twitter.com/LA91wmuL6R

    — Mahesh Bhatt (@MaheshNBhatt) May 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : 1984 সাল । তখন অনুপম খেরের বয়স মাত্র 28 বছর । চোখে রঙিন স্বপ্ন নিয়ে অভিনয় জগতে পা রাখেন যুবক অনুপম । আর প্রথম ছবিতে হিরো তো দূর, 65 বছরের এক প্রাক্তন স্কুল শিক্ষকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । ব্যাপক প্রসংশা কুড়িয়ে নেয় এই ছবিতে তাঁর অভিনয় । প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি । ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার খেতাবও জিতে নেন ।

এভাবেই দেখতে দেখতে কেটে গিয়েছে 36টা বছর । এরপর একাধিক ছবিতে অভিনয় করেছেন অনুপম । জিতে নিয়েছেন দর্শকদের মন । তবে এখন বাস্তবেই তাঁর বয়স 65 বছর । এখনও ডেবিউ ছবি নিয়ে যথেষ্ট নস্টালজিক তিনি । প্রতি বছরই দিনটিকে স্মরণ করে সোশাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করেন অভিনেতা ।

ঠিক সেভাবে আজও সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন অনুপম । সেখানে 'সারাংশ' থেকে শুরু করে একাধিক ছবিতে তাঁর চরিত্রগুলিকে তুলে ধরা হয়েছে । আর এভাবেই ইন্ডাস্ট্রিতেও তাঁর 36 বছরের যাত্রাকে স্মরণ করলেন তিনি ।

ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "1984 সালের 25 মে মুক্তি পেয়েছিল আমার প্রথম ছবি 'সারাংশ'। চলচ্চিত্র জগতে 36 বছর পূরণ করলাম । এটা একটা অসাধারণ যাত্রা । দর্শকরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন । সবাইকে ধন্যবাদ !!"

'সারাংশ' ছবিটি পরিচালনা করেছিলেন মহেশ ভাট । ওই ছবিতে অনুপমের অভিনয়ের প্রশংসা করেন তিনিও । আজ সকালে একটি টুইটে তিনি লেখেন, "সারাংশের 36 বছর ! মাত্র 28 বছর বয়সে প্রথম ছবিতে একজন প্রাক্তন স্কুল শিক্ষকের চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম । যে একটি হিংসার ঘটনায় হারিয়ে ফেলেছিল নিজের ছেলেকে । এই ধরনের একটা সৃ্ষ্টিতে আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ অনুপম ।"

  • 36 years of SAARANSH! He was just 28 years old when he made his debut in this iconic role of a school teacher who has lost his son in an act of senseless violence. Thank you, Anupam for helping me birth this heartbreaking inspired creation. ⁦@AnupamPKher#Saaransh pic.twitter.com/LA91wmuL6R

    — Mahesh Bhatt (@MaheshNBhatt) May 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.