ETV Bharat / sitara

25 হাজার PPE কিট দেওয়ায় শাহরুখকে ধন্যবাদ মহারাষ্ট্রের মন্ত্রীর - shah rukh donate 25 thousand ppe kits

টুইটে শাহরুখ লেখেন, "আপনাদের সাহায্যের জন্যই এই কিট দেওয়া । মানবতা ও সবাইকে সাহায্য করার জন্য আমরা জোটবদ্ধ । এই সাহায্য করতে পারায় আমি খুবই খুশি । আপনার পরিবার ও টিম যেন নিরাপদে ও সুস্থ থাকে এই কামনা করি ।"

োে্
ো্
author img

By

Published : Apr 14, 2020, 12:50 PM IST

মুম্বই : কোরোনা মোকাবিলায় বিভিন্ন তহবিলে অনুদানের জন্য এগিয়ে এসেছিলেন একাধিক তারকা । এদিকে শাহরুখ খান কেন কোথাও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন না তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন নেটিজ়েনরা । তারপরই দেশজুড়ে একাধিক সংস্থায় অনুদানের কথা ঘোষণা করেন শাহরুখ । মুখ বন্ধ হয়ে যায় সমালোচকদের । তবে শুধু অনুদানই নয়, মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের হাতে 25 হাজার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (PPE) কিট তুলে দেন তিনি । এর জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন মহারাষ্ট্রের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী রাজেশ তোপে ।

একজোট হয়ে কোরোনার বিরুদ্ধে লড়াই করছেন দেশবাসী । সংক্রমণ ঠেকাতে দেশেজুড়ে জারি লকডাউন । বন্ধ সব কিছুই । ফলে কোনও কাজ না থাকায় সমস্যায় পড়েছেন অনেকেই । ঠিক মতো খাবারও পাচ্ছেন না তাঁরা । আর তাঁদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে একাধিক সংস্থা । এমনকী, সরকারের তরফে গঠন করা হয়েছে ত্রাণ তহবিল । সেখানেও সাহায্যের জন্য এগিয়ে এসেছেন একাধিক তারকা । একাধিক তহবিলে অনুদান দিয়েছেন শাহরুখও । আর এবার মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের হাতে 25 হাজার PPE কিট তুলে দেন তিনি ।

  • Many thanks Mr. Shah Rukh Khan for your kind contribution of 25,000 PPE kits. This will go a long way in supporting our fight against COVID19 & protecting our frontline medical care team @iamsrk @MeerFoundation @CMOMaharashtra

    — Rajesh Tope (@rajeshtope11) April 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সাহায্যের জন্য শাহরুখকে টুইটারে ধন্যবাদ জানিয়েছেন রাজেশ তোপে । লেখেন, "25 হাজার PPE কিট দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শাহরুখ । আপনি কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে আপনি আমাদের যে সমর্থন করলেন তা অনেকদিন কাজে লাগবে ।"

এর পালটা টুইট করে রাজেশ তোপেকে ধন্যবাদ জানান শাহরুখও । লেখেন, "আপনাদের সাহায্যের জন্যই এই কিট দেওয়া । মানবতা ও সবাইকে সাহায্য করার জন্য আমরা জোটবদ্ধ । এই সাহায্য করতে পারায় আমি খুবই খুশি । আপনার পরিবার ও টিম যেন নিরাপদে ও সুস্থ থাকে এই কামনা করি ।"

  • Thank you sir for all your help to source the kits. We are all together in this endeavour to protect ourselves and humanity. Glad to be of service. May your family & team be safe and healthy. https://t.co/DPAc7ROh7i

    — Shah Rukh Khan (@iamsrk) April 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে শুধু শাহরুখই নন । কোরোনা মোকাবিলায় এগিয়ে এসেছে তাঁর ফ্যান ক্লাবও । পিএম কেয়ার্স ফান্ডে এক লাখ টাকা অনুদান দেয় 'SRK ইউনিভার্স ফ্যান ক্লাব'।

মুম্বই : কোরোনা মোকাবিলায় বিভিন্ন তহবিলে অনুদানের জন্য এগিয়ে এসেছিলেন একাধিক তারকা । এদিকে শাহরুখ খান কেন কোথাও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন না তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন নেটিজ়েনরা । তারপরই দেশজুড়ে একাধিক সংস্থায় অনুদানের কথা ঘোষণা করেন শাহরুখ । মুখ বন্ধ হয়ে যায় সমালোচকদের । তবে শুধু অনুদানই নয়, মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের হাতে 25 হাজার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (PPE) কিট তুলে দেন তিনি । এর জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন মহারাষ্ট্রের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী রাজেশ তোপে ।

একজোট হয়ে কোরোনার বিরুদ্ধে লড়াই করছেন দেশবাসী । সংক্রমণ ঠেকাতে দেশেজুড়ে জারি লকডাউন । বন্ধ সব কিছুই । ফলে কোনও কাজ না থাকায় সমস্যায় পড়েছেন অনেকেই । ঠিক মতো খাবারও পাচ্ছেন না তাঁরা । আর তাঁদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে একাধিক সংস্থা । এমনকী, সরকারের তরফে গঠন করা হয়েছে ত্রাণ তহবিল । সেখানেও সাহায্যের জন্য এগিয়ে এসেছেন একাধিক তারকা । একাধিক তহবিলে অনুদান দিয়েছেন শাহরুখও । আর এবার মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের হাতে 25 হাজার PPE কিট তুলে দেন তিনি ।

  • Many thanks Mr. Shah Rukh Khan for your kind contribution of 25,000 PPE kits. This will go a long way in supporting our fight against COVID19 & protecting our frontline medical care team @iamsrk @MeerFoundation @CMOMaharashtra

    — Rajesh Tope (@rajeshtope11) April 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সাহায্যের জন্য শাহরুখকে টুইটারে ধন্যবাদ জানিয়েছেন রাজেশ তোপে । লেখেন, "25 হাজার PPE কিট দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শাহরুখ । আপনি কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে আপনি আমাদের যে সমর্থন করলেন তা অনেকদিন কাজে লাগবে ।"

এর পালটা টুইট করে রাজেশ তোপেকে ধন্যবাদ জানান শাহরুখও । লেখেন, "আপনাদের সাহায্যের জন্যই এই কিট দেওয়া । মানবতা ও সবাইকে সাহায্য করার জন্য আমরা জোটবদ্ধ । এই সাহায্য করতে পারায় আমি খুবই খুশি । আপনার পরিবার ও টিম যেন নিরাপদে ও সুস্থ থাকে এই কামনা করি ।"

  • Thank you sir for all your help to source the kits. We are all together in this endeavour to protect ourselves and humanity. Glad to be of service. May your family & team be safe and healthy. https://t.co/DPAc7ROh7i

    — Shah Rukh Khan (@iamsrk) April 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে শুধু শাহরুখই নন । কোরোনা মোকাবিলায় এগিয়ে এসেছে তাঁর ফ্যান ক্লাবও । পিএম কেয়ার্স ফান্ডে এক লাখ টাকা অনুদান দেয় 'SRK ইউনিভার্স ফ্যান ক্লাব'।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.