ETV Bharat / sitara

প্রযোজকদের কাছে দিনমজুরদের বকেয়া মেটানোর অনুরোধ কৃতির

প্রযোজকদের কাছে এই কঠিন পরিস্থিতির মধ্যে ইন্ডাস্ট্রির দিনমজুরদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার অনুরোধ করেন কৃতি । এমনকী, এই বিষয়ে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনকেও (CINTAA) নজর দেওয়ার আবেদন জানান তিনি ।

sdf
sdf
author img

By

Published : May 19, 2020, 10:20 AM IST

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকাডাউন । বন্ধ করে দেওয়া হয় শুটিং । যার ফলে সমস্যায় পড়েছেন ইন্ডাস্ট্রির দিনমজুররা । আর এখন তাঁদের মধ্যে অনাহারে দিন কাটাচ্ছেন অনেকেই । এই কঠিন পরিস্থিতির মধ্যে তাঁদের বকেয়া টাকা মিটিয়ে দিতে প্রযোজকদের অনুরোধ করলেন কৃতি শ্যানন ।

সম্প্রতি ইনস্টাগ্রামে এক বৃদ্ধর একটি ভিডিয়ো শেয়ার করেন কৃতি । ভিডিয়োতে ওই বৃদ্ধ নিজেকে 'হামারি বহু সিল্ক' ধারাবাহিকের টেকনিশিয়ন বলে দাবি করেন । সিরিয়ালের শুটিং বন্ধ হওয়ার পর প্রযোজক তাঁদের বকেয়া টাকা মেটায়নি বলে অভিযোগ তাঁর ।

এই ভিডিয়ো শেয়ার করে প্রযোজকদের কাছে এই কঠিন পরিস্থিতির মধ্যে ইন্ডাস্ট্রির দিনমজুরদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার অনুরোধ করেন কৃতি । এমনকী, এই বিষয়ে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনকেও (CINTAA) নজর দেওয়ার আবেদন জানান তিনি ।

তবে 'হামারি বহু সিল্ক' ধারাবাহিকের একাধিক টেকনিশিয়ন কাজের পরও যে পারিশ্রমিক পাননি সেই বিষয়ে নিশ্চিত কৃতি । কারণ ওই ধারাবাহিকের সঙ্গে যুক্ত তাঁর এক বন্ধুও । তাঁর কাছ থেকেই বিষয়টি জানতে পারেন কৃতি । ভিডিয়োর ক্যাপশনে এই কথাও উল্লেখ করেন অভিনেত্রী ।

কৃতি লেখেন, "ওই ধারাবাহিকে আমার এক বন্ধু কাজ করে । তার থেকেই এই ঘটনার কথা জানতে পারি । এই কঠিন পরিস্থিতির মধ্যেও যে ধারাবাহিকের অনেকেই তাঁদের পারশ্রমিক পাননি সেটা দেখে খুবই খারাপ লাগছে । এই সময় ইন্ডাস্ট্রির দিনমজুরদের টাকার খুবই প্রয়োজন । আর সেই কারণেই আমি প্রযোজকদের কাছে অনুরোধ করছি যেন তাঁরা এই সব মানুষের বকেয়া টাকা যতটা তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দেন । প্রাপ্য টাকা পাওয়ার অধিকার তাঁদের রয়েছে । দয়া করে তাঁদের সাহায্য করুন । আমাদের সবাইকেই এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে ।"

দেখুন কৃতির পোস্ট...

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকাডাউন । বন্ধ করে দেওয়া হয় শুটিং । যার ফলে সমস্যায় পড়েছেন ইন্ডাস্ট্রির দিনমজুররা । আর এখন তাঁদের মধ্যে অনাহারে দিন কাটাচ্ছেন অনেকেই । এই কঠিন পরিস্থিতির মধ্যে তাঁদের বকেয়া টাকা মিটিয়ে দিতে প্রযোজকদের অনুরোধ করলেন কৃতি শ্যানন ।

সম্প্রতি ইনস্টাগ্রামে এক বৃদ্ধর একটি ভিডিয়ো শেয়ার করেন কৃতি । ভিডিয়োতে ওই বৃদ্ধ নিজেকে 'হামারি বহু সিল্ক' ধারাবাহিকের টেকনিশিয়ন বলে দাবি করেন । সিরিয়ালের শুটিং বন্ধ হওয়ার পর প্রযোজক তাঁদের বকেয়া টাকা মেটায়নি বলে অভিযোগ তাঁর ।

এই ভিডিয়ো শেয়ার করে প্রযোজকদের কাছে এই কঠিন পরিস্থিতির মধ্যে ইন্ডাস্ট্রির দিনমজুরদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার অনুরোধ করেন কৃতি । এমনকী, এই বিষয়ে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনকেও (CINTAA) নজর দেওয়ার আবেদন জানান তিনি ।

তবে 'হামারি বহু সিল্ক' ধারাবাহিকের একাধিক টেকনিশিয়ন কাজের পরও যে পারিশ্রমিক পাননি সেই বিষয়ে নিশ্চিত কৃতি । কারণ ওই ধারাবাহিকের সঙ্গে যুক্ত তাঁর এক বন্ধুও । তাঁর কাছ থেকেই বিষয়টি জানতে পারেন কৃতি । ভিডিয়োর ক্যাপশনে এই কথাও উল্লেখ করেন অভিনেত্রী ।

কৃতি লেখেন, "ওই ধারাবাহিকে আমার এক বন্ধু কাজ করে । তার থেকেই এই ঘটনার কথা জানতে পারি । এই কঠিন পরিস্থিতির মধ্যেও যে ধারাবাহিকের অনেকেই তাঁদের পারশ্রমিক পাননি সেটা দেখে খুবই খারাপ লাগছে । এই সময় ইন্ডাস্ট্রির দিনমজুরদের টাকার খুবই প্রয়োজন । আর সেই কারণেই আমি প্রযোজকদের কাছে অনুরোধ করছি যেন তাঁরা এই সব মানুষের বকেয়া টাকা যতটা তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দেন । প্রাপ্য টাকা পাওয়ার অধিকার তাঁদের রয়েছে । দয়া করে তাঁদের সাহায্য করুন । আমাদের সবাইকেই এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে ।"

দেখুন কৃতির পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.