ETV Bharat / sitara

ওজন বাড়ানো কৃতির কাছে একটা চ্যালেঞ্জের বিষয় - kriti challenges of gaining weight

'মিমি'-র চরিত্রর জন্য 15 কেজি ওজন বাড়াতে হয়েছে কৃতিকে । আর তার জন্য এখনও শরীরচর্চা করা বন্ধ রাখেন অভিনেত্রী । শুধু ক্যালোরি যুক্ত খাবার খান তিনি । ইচ্ছে না করলেও মাঝে মধ্যে খানিক জোর করেই খেতে হয় তাঁকে । আর সেই ওজন বাড়ানোর এই প্রস্তুতিটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়ে নিয়েছিলেন তিনি ।

sdf
sdf
author img

By

Published : May 19, 2020, 12:02 PM IST

মুম্বই : কৃতি শ্যাননের আপকামিং ছবি 'মিমি'। সেখানে একজন সারোগেট মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে । আর চরিত্রর জন্য তাঁকে অনেক কসরতও করতে হয়েছে । তবে সেটা শরীরচর্চা করে নয় । খেয়ে ওজন বাড়িয়ে চরিত্রর জন্য নিজেকে তৈরি করা তাঁর কাছে ছিল একটা বড় চ্যালেঞ্জ । আর তাই লকডাউনের মধ্যে প্রচুর খেয়ে নিজেকে প্রস্তুত করছেন কৃতি ।

এই চরিত্রর জন্য 15 কেজি ওজন বাড়াতে হয়েছে কৃতিকে । আর তার জন্য এখনও শরীরচর্চা করা বন্ধ রাখেন অভিনেত্রী । শুধু ক্যালোরি যুক্ত খাবার খান তিনি । ইচ্ছে না করলেও মাঝে মধ্যে খানিক জোর করেই খেতে হয় তাঁকে । আর সেই ওজন বাড়ানোর এই প্রস্তুতিটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়ে নিয়েছিলেন তিনি ।

চরিত্র প্রসঙ্গে কৃতি বলেন, "আমাদের প্রেগন্যান্সির শুটিং করতে হত । আর লক্ষ্মণ স্যার আমাকে সাফ জানিয়ে দেন যে তার জন্য ওজন বাড়ানো খুবই প্রয়োজন । কারণ কোনও সরু মুখের মহিলাকে ওই চরিত্রর জন্য একেবারেই মানাবে না ।"

এটা জানার পর থেকেই ওজন বাড়াতে ব্যস্ত হয়ে পড়েন কৃতি । এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি জানতাম যে এটা আমার জন্য একটা টাস্ক হতে চলেছে । এমনকী, আমাকে খাওয়ার পরিমাণও বাড়াতে হবে । বেশি করে ক্যালোরি যুক্ত খাবার খেতে হবে । আর সেই কারণেই ওয়ার্কআউট করা পুরোপুরি বন্ধ করে দিই । ব্রেকফাস্টে পুরি, হালুয়া ও চানা খাই । আর সব খাবার শেষে মিষ্টি । প্রথম প্রথম খেতে বেশ ভালোই লাগত । কিন্তু, পরে যখন জোর করে খেতে হত তখন খাওয়ার ইচ্ছেটাই চলে গেল । এমনকী, যখন আমার খিদে পায় না তখনও আমাকে চিজ় খেতে হয় ।"

'মিমি'-র শুরুর দিকে একজন অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে কৃতিকে । পরে কীভাবে সে সারোগেট মা হয়ে যায় সেটাই তুলে ধরা হবে ছবিতে । ছবিটি পরিচালনা করছেন লক্ষ্মণ উতেকর । ছবির শুটিং প্রায় শেষ । তবে কয়েকটা দৃশ্য বাকি রয়েছে । কিন্তু, লকডাউনের জেরে এখন সবই বন্ধ । তাই এর কারণে পিছিয়ে যেতে পারে ছবির মুক্তি ।

মুম্বই : কৃতি শ্যাননের আপকামিং ছবি 'মিমি'। সেখানে একজন সারোগেট মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে । আর চরিত্রর জন্য তাঁকে অনেক কসরতও করতে হয়েছে । তবে সেটা শরীরচর্চা করে নয় । খেয়ে ওজন বাড়িয়ে চরিত্রর জন্য নিজেকে তৈরি করা তাঁর কাছে ছিল একটা বড় চ্যালেঞ্জ । আর তাই লকডাউনের মধ্যে প্রচুর খেয়ে নিজেকে প্রস্তুত করছেন কৃতি ।

এই চরিত্রর জন্য 15 কেজি ওজন বাড়াতে হয়েছে কৃতিকে । আর তার জন্য এখনও শরীরচর্চা করা বন্ধ রাখেন অভিনেত্রী । শুধু ক্যালোরি যুক্ত খাবার খান তিনি । ইচ্ছে না করলেও মাঝে মধ্যে খানিক জোর করেই খেতে হয় তাঁকে । আর সেই ওজন বাড়ানোর এই প্রস্তুতিটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়ে নিয়েছিলেন তিনি ।

চরিত্র প্রসঙ্গে কৃতি বলেন, "আমাদের প্রেগন্যান্সির শুটিং করতে হত । আর লক্ষ্মণ স্যার আমাকে সাফ জানিয়ে দেন যে তার জন্য ওজন বাড়ানো খুবই প্রয়োজন । কারণ কোনও সরু মুখের মহিলাকে ওই চরিত্রর জন্য একেবারেই মানাবে না ।"

এটা জানার পর থেকেই ওজন বাড়াতে ব্যস্ত হয়ে পড়েন কৃতি । এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি জানতাম যে এটা আমার জন্য একটা টাস্ক হতে চলেছে । এমনকী, আমাকে খাওয়ার পরিমাণও বাড়াতে হবে । বেশি করে ক্যালোরি যুক্ত খাবার খেতে হবে । আর সেই কারণেই ওয়ার্কআউট করা পুরোপুরি বন্ধ করে দিই । ব্রেকফাস্টে পুরি, হালুয়া ও চানা খাই । আর সব খাবার শেষে মিষ্টি । প্রথম প্রথম খেতে বেশ ভালোই লাগত । কিন্তু, পরে যখন জোর করে খেতে হত তখন খাওয়ার ইচ্ছেটাই চলে গেল । এমনকী, যখন আমার খিদে পায় না তখনও আমাকে চিজ় খেতে হয় ।"

'মিমি'-র শুরুর দিকে একজন অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে কৃতিকে । পরে কীভাবে সে সারোগেট মা হয়ে যায় সেটাই তুলে ধরা হবে ছবিতে । ছবিটি পরিচালনা করছেন লক্ষ্মণ উতেকর । ছবির শুটিং প্রায় শেষ । তবে কয়েকটা দৃশ্য বাকি রয়েছে । কিন্তু, লকডাউনের জেরে এখন সবই বন্ধ । তাই এর কারণে পিছিয়ে যেতে পারে ছবির মুক্তি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.