ETV Bharat / sitara

লকডাউনে ওয়ারড্রোব পরিষ্কার কৃতির - declutters wardrobe

সারা বছর ব্যস্ততার মধ্যে ঘরের কাজ করার সময় পান না । তাই লকডাউনের মধ্যে ঘরে বসে নিজের ওয়ারড্রোব পরিষ্কার করে নিলেন কৃতি ।

sdf
sdf
author img

By

Published : Apr 3, 2020, 9:38 AM IST

মুম্বই : বছর বেশিরভাগ সময়ই শুটিংয়ের জন্য বাড়ির বাইরে থাকতে হয় তারকাদের । বাড়িতে সময়ই দিতে পারেন না তাঁরা । কিন্তু, দেশজুড়ে 21 দিন লকডাউনের জেরে আপাতত বাড়িতেই রয়েছেন সবাই । এই সময় ঘরের কাজও করতে দেখা গিয়েছে তাঁদের । বাদ যাননি কৃতি শ্যাননও । এই সময় নিজের ওয়ারড্রোব পরিষ্কার করে নিলেন অভিনেত্রী ।

কাজের ফাঁকে ঘরের সবদিকে নজর দেওয়া কখনওই সম্ভব হয় না । কিন্তু, লকডাউনের জেরে বন্ধ শুটিং । তাই এখন বাড়িতেই রয়েছেন সবাই । এই সময়টা নিজেদের মতো করেই কাটাচ্ছেন তাঁরা । কখনও রান্না করে, বাসন মেজে । আবার কখনও ঘর পরিষ্কার করে । সবার মতো এবার কৃতিও পরিষ্কার করলেন নিজের ওয়ারড্রোব ।

বহুদিন ধরেই ওয়ারড্রোবে জমে ছিল একাধিক অপ্রয়োজনীয় জিনিস । এই লকডাউনের মধ্যে সেগুলিই পরিষ্কার করেন কৃতি । সম্প্রতি ওয়ারড্রোব পরিষ্কারের একটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি । সেখানে ওয়ারড্রোবের সামনে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর তাঁর কোলের উপর রাখা একাধিক পোশাক । যা নিয়ে খেলা করছে তাঁর পোষ্য ফোইবি । ছবি শেয়ারের সঙ্গে সঙ্গে তার লাইক সংখ্যা ছাড়া 1 মিলিয়ন ।

কাজের দিক থেকে 'মিমি'-র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন কৃতি । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় আপাতত স্থগিত শুটিং । পরিচালনায় লক্ষ্মণ উতেকর । ছবিতে একজন 'সারোগেট মাদার'-এর চরিত্রে দেখা যাবে কৃতিকে । এছাড়াও ছবিতে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, সুপ্রিয়া পাঠক, সাই তামহানকর সহ আরও অনেকে । সব ঠিক থাকলে চলতি বছরের জুলাইতে মুক্তি পাওয়ার কথা ছবিটি ।

মুম্বই : বছর বেশিরভাগ সময়ই শুটিংয়ের জন্য বাড়ির বাইরে থাকতে হয় তারকাদের । বাড়িতে সময়ই দিতে পারেন না তাঁরা । কিন্তু, দেশজুড়ে 21 দিন লকডাউনের জেরে আপাতত বাড়িতেই রয়েছেন সবাই । এই সময় ঘরের কাজও করতে দেখা গিয়েছে তাঁদের । বাদ যাননি কৃতি শ্যাননও । এই সময় নিজের ওয়ারড্রোব পরিষ্কার করে নিলেন অভিনেত্রী ।

কাজের ফাঁকে ঘরের সবদিকে নজর দেওয়া কখনওই সম্ভব হয় না । কিন্তু, লকডাউনের জেরে বন্ধ শুটিং । তাই এখন বাড়িতেই রয়েছেন সবাই । এই সময়টা নিজেদের মতো করেই কাটাচ্ছেন তাঁরা । কখনও রান্না করে, বাসন মেজে । আবার কখনও ঘর পরিষ্কার করে । সবার মতো এবার কৃতিও পরিষ্কার করলেন নিজের ওয়ারড্রোব ।

বহুদিন ধরেই ওয়ারড্রোবে জমে ছিল একাধিক অপ্রয়োজনীয় জিনিস । এই লকডাউনের মধ্যে সেগুলিই পরিষ্কার করেন কৃতি । সম্প্রতি ওয়ারড্রোব পরিষ্কারের একটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি । সেখানে ওয়ারড্রোবের সামনে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর তাঁর কোলের উপর রাখা একাধিক পোশাক । যা নিয়ে খেলা করছে তাঁর পোষ্য ফোইবি । ছবি শেয়ারের সঙ্গে সঙ্গে তার লাইক সংখ্যা ছাড়া 1 মিলিয়ন ।

কাজের দিক থেকে 'মিমি'-র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন কৃতি । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় আপাতত স্থগিত শুটিং । পরিচালনায় লক্ষ্মণ উতেকর । ছবিতে একজন 'সারোগেট মাদার'-এর চরিত্রে দেখা যাবে কৃতিকে । এছাড়াও ছবিতে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, সুপ্রিয়া পাঠক, সাই তামহানকর সহ আরও অনেকে । সব ঠিক থাকলে চলতি বছরের জুলাইতে মুক্তি পাওয়ার কথা ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.