মুম্বই : কৃতি ও নূপুর শ্যাননের পরিবারের এল নতুন সদস্য । তবে সেই সদস্য আসলে এক সারমেয় । দুই বোন তাকে স্বাগত জানিয়েছেন । তার ছবি তুলে সোশাল মিডিয়ায় শেয়ার করেন তাঁরা । নাম রেখেছেন 'ফোইবি শ্যানন'।
ইতিমধ্যেই কৃতির বাড়িতে একটি কুকুর রয়েছে । যার নাম 'ডিস্কো'। আর এবার নতুন সদস্যর ছবি ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে কৃতি লেখেন, "ফোইবি !! আমাদের পরিবারের নতুন সদস্য । ডিস্কো বাড়িতে এক নতুন বন্ধুকে পেল । তবে গার্লফ্রেন্ড না বোন সেটা পরে ভেবে দেখা যাবে !!"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ফোইবির সঙ্গে ছবি তুলে তা শেয়ার করেছে দুই বোন । ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন নূপুর শ্যানন । যেখানে ফোইবিকে একটি হেয়ার ব্যান্ড নিয়ে খেলা করতে দেখা গেছে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ডিস্কোর সঙ্গেও দুই বোনের সম্পর্ক খুবই ভালো । ইনস্টাগ্রামে প্রায়ই তার সঙ্গে তোলা ছবি পোস্ট করতেন তাঁরা । এমনকী পরিবারের সব সদস্যর সঙ্গেও ডিস্কোর ছবি তোলা হয় । সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন নূপুর ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কাজের দিক থেকে এখন আপাতত আপকামিং ছবি 'মিমি' নিয়ে খুবই ব্যস্ত কৃতি । পরিচালনায় লক্ষণ উতেকর । এছাড়া মাত্র কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর 'পানিপথ' ছবিটি । সেখানে সঞ্জয় দত্ত ও অর্জুন কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি ।
- View this post on Instagram
Day1 of 2020! 🥰 Here’s to cuddles and a lot of pure genuine Love! ❤️❤️ #Disco #bestfeeling
">
পাশাপাশি 'ফিলহাল' মিউজ়িক ভিডিয়োর মাধ্যমে ডেবিউ করেন নূপুর । ওই গানের ভিডিয়োতে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । গত বছর মুক্তি পায় সেটি ।