ETV Bharat / sitara

প্রয়াত কথক ডান্সার বীরু কৃষ্ণন, বি-টাউনের শ্রদ্ধা নিবেদন

গতকাল মুম্বইতে মারা গেলেন প্রবীণ কথক ডান্সার বীরু কৃষ্ণন । তিনি 'হাম হ্যায় রাহি প্যায়ার কে' ও 'রাজা হিন্দুস্তানি'-তে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন । কৃষ্ণনের আকস্মিক মৃত্যুতে হতবাক ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি ।

বীরু কৃষ্ণন
author img

By

Published : Sep 8, 2019, 1:59 PM IST


মুম্বই : মারা গেলেন প্রবীণ কথক ডান্সার বীরু কৃষ্ণন । তিনি 'হাম হ্যায় রাহি প্যায়ার কে' ও 'রাজা হিন্দুস্তানি'-তে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন ।

গতকাল কৃষ্ণনের আকস্মিক মৃত্যুতে হতবাক ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি ।

তাঁর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, তিস্কা চোপড়া ও করণবীর বোহরা । তাঁরা তাঁর কাছ থেকে কথকের প্রশিক্ষণ নিয়েছিলেন ।

প্রিয়াঙ্কা টুইট করেন, "আমি যখন মাত্র দু'ফটের ছিলাম তখন আপনি আমাকে নাচতে শিখিয়েছিলেন । আপনার ধৈর্য ও নাচের প্রতি অনুরাগ এতটাই সংক্রামক ছিল যে, আমরা প্রত্যেকে আপনার থেকে শুধু কথক নয়, আরও অনেক কিছু শিখেছি ।"

  • You taught me to dance when I was two left feet. Your patience and passion for dance was so infectious that each one of us not only learned Kathak, but so much more from you. You will always be remembered Guruji. 🙏 #panditveerukrishnan https://t.co/pfQerVQgby

    — PRIYANKA (@priyankachopra) September 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিস্কা একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে নাচ শেখাচ্ছেন কৃষ্ণন । সঙ্গে তিনি ক্যাপশনে লেখেন, "একটি দুঃখের দিন.. আমার গুরুজি.. পন্ডিত বীরু কৃষ্ণন আমাদের ছেড়ে চলে গেছেন । তিনি আমাকে কথক ছাড়াও অনেক কিছু শিখিয়েছেন । টাকার মূল্য, শ্রেষ্ঠত্বের সন্ধানে ক্লান্তিকে ছাড়িয়ে যাওয়ার জন্য, একজন অভিনেতা হিসেবে অলরাউন্ডার হতে ও নিজের সেরা কাজ করার জন্য... গুরুজি আমি আপনাকে খুব মিস করব । আপনি একরকম ছিলেন । আশা করি আপনি স্বর্গেও নাচবেন ও স্বর্গও আপনার সঙ্গে নাচবে ।"

  • A sad sad day, my Guruji #PanditVeeruKrishnan left us.He taught me so much besides #Kathak Most important of all was to have a laugh while doing one’s best. Guruji I will miss you deeply. You were one of a kind.. may you dance into heaven and may the heavens dance with you.. #RIP pic.twitter.com/SLXCNm7X9s

    — Tisca Chopra (@tiscatime) September 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেত্রী লারা দত্ত ভূপতি কৃষ্ণনকে "প্রতিষ্ঠান" বলে অভিহিত করেছেন । তিনি লেখেন, "এটি সত্যিই অত্যন্ত দুঃখজনক খবর । গুরুজির পরিবারের প্রতি সমবেদনা । তিনি সত্যিই একটি প্রতিষ্ঠান ছিলেন । তাঁর কথকের প্রতি প্যাশন ও ধৈর্যের সঙ্গে ছাত্রদের কথক শেখানো তাঁকে একজন পূর্ণ শিক্ষক হিসেবে তৈরি করেছেন ।"

  • This is very sad news indeed. Prayers and heartfelt condolences to Guruji’s family. He really was an institution & his passion for kathak and patience with his students made him an exemplary teacher. #RIP #panditveerukrishnan https://t.co/LDoSh3Ok6G

    — Lara Dutta Bhupathi (@LaraDutta) September 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কৃষ্ণনের মৃত্যুকে "বড় ক্ষতি" হিসেবে বিবেচনা করলেন করণবীর । তিনি বলেন, "আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে, আমার প্রিয় গুরুজি আর নেই... আমি শিক্ষক দিবস উপলক্ষে তাঁকে ও অন্যান্য শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে পোস্ট লিখেছিলাম । আমি জানতাম না যে এই দেবদূত তাঁর শরীর ছেড়ে চলে যাবে ও আমি তাঁকে কখনও দেখতে পাব না । আমরা তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি । তাঁর মতো শিক্ষক খুব কম হয় । এটা আমাদের সবার জন্য বড় ক্ষতি । আমি জানি তিনি ভালো জায়গায় আছেন ।"

  • I'm really sad to state that my darling Guruji #panditvirukrishnan has left for his heavenly abode...I was going to put up a post on teachers day thanking him and other teachers, little did I know that this angel will leave his body and I will never get to see him. pic.twitter.com/GpKm43UhHu

    — Karanvir Bohra (@KVBohra) September 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বীরু কৃষ্ণনের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি ।


মুম্বই : মারা গেলেন প্রবীণ কথক ডান্সার বীরু কৃষ্ণন । তিনি 'হাম হ্যায় রাহি প্যায়ার কে' ও 'রাজা হিন্দুস্তানি'-তে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন ।

গতকাল কৃষ্ণনের আকস্মিক মৃত্যুতে হতবাক ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি ।

তাঁর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, তিস্কা চোপড়া ও করণবীর বোহরা । তাঁরা তাঁর কাছ থেকে কথকের প্রশিক্ষণ নিয়েছিলেন ।

প্রিয়াঙ্কা টুইট করেন, "আমি যখন মাত্র দু'ফটের ছিলাম তখন আপনি আমাকে নাচতে শিখিয়েছিলেন । আপনার ধৈর্য ও নাচের প্রতি অনুরাগ এতটাই সংক্রামক ছিল যে, আমরা প্রত্যেকে আপনার থেকে শুধু কথক নয়, আরও অনেক কিছু শিখেছি ।"

  • You taught me to dance when I was two left feet. Your patience and passion for dance was so infectious that each one of us not only learned Kathak, but so much more from you. You will always be remembered Guruji. 🙏 #panditveerukrishnan https://t.co/pfQerVQgby

    — PRIYANKA (@priyankachopra) September 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিস্কা একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে নাচ শেখাচ্ছেন কৃষ্ণন । সঙ্গে তিনি ক্যাপশনে লেখেন, "একটি দুঃখের দিন.. আমার গুরুজি.. পন্ডিত বীরু কৃষ্ণন আমাদের ছেড়ে চলে গেছেন । তিনি আমাকে কথক ছাড়াও অনেক কিছু শিখিয়েছেন । টাকার মূল্য, শ্রেষ্ঠত্বের সন্ধানে ক্লান্তিকে ছাড়িয়ে যাওয়ার জন্য, একজন অভিনেতা হিসেবে অলরাউন্ডার হতে ও নিজের সেরা কাজ করার জন্য... গুরুজি আমি আপনাকে খুব মিস করব । আপনি একরকম ছিলেন । আশা করি আপনি স্বর্গেও নাচবেন ও স্বর্গও আপনার সঙ্গে নাচবে ।"

  • A sad sad day, my Guruji #PanditVeeruKrishnan left us.He taught me so much besides #Kathak Most important of all was to have a laugh while doing one’s best. Guruji I will miss you deeply. You were one of a kind.. may you dance into heaven and may the heavens dance with you.. #RIP pic.twitter.com/SLXCNm7X9s

    — Tisca Chopra (@tiscatime) September 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেত্রী লারা দত্ত ভূপতি কৃষ্ণনকে "প্রতিষ্ঠান" বলে অভিহিত করেছেন । তিনি লেখেন, "এটি সত্যিই অত্যন্ত দুঃখজনক খবর । গুরুজির পরিবারের প্রতি সমবেদনা । তিনি সত্যিই একটি প্রতিষ্ঠান ছিলেন । তাঁর কথকের প্রতি প্যাশন ও ধৈর্যের সঙ্গে ছাত্রদের কথক শেখানো তাঁকে একজন পূর্ণ শিক্ষক হিসেবে তৈরি করেছেন ।"

  • This is very sad news indeed. Prayers and heartfelt condolences to Guruji’s family. He really was an institution & his passion for kathak and patience with his students made him an exemplary teacher. #RIP #panditveerukrishnan https://t.co/LDoSh3Ok6G

    — Lara Dutta Bhupathi (@LaraDutta) September 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কৃষ্ণনের মৃত্যুকে "বড় ক্ষতি" হিসেবে বিবেচনা করলেন করণবীর । তিনি বলেন, "আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে, আমার প্রিয় গুরুজি আর নেই... আমি শিক্ষক দিবস উপলক্ষে তাঁকে ও অন্যান্য শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে পোস্ট লিখেছিলাম । আমি জানতাম না যে এই দেবদূত তাঁর শরীর ছেড়ে চলে যাবে ও আমি তাঁকে কখনও দেখতে পাব না । আমরা তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি । তাঁর মতো শিক্ষক খুব কম হয় । এটা আমাদের সবার জন্য বড় ক্ষতি । আমি জানি তিনি ভালো জায়গায় আছেন ।"

  • I'm really sad to state that my darling Guruji #panditvirukrishnan has left for his heavenly abode...I was going to put up a post on teachers day thanking him and other teachers, little did I know that this angel will leave his body and I will never get to see him. pic.twitter.com/GpKm43UhHu

    — Karanvir Bohra (@KVBohra) September 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বীরু কৃষ্ণনের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি ।

Intro:Body:

Veeru Krishnan


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.