ETV Bharat / sitara

পিএম কেয়ার্স ফান্ডে 1 কোটি অনুদান কার্তিকের

কোরোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পিএম কেয়ার্স ফান্ড তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই ফান্ডে নিজেদের সাধ্য মতো ইতিমধ্যেই সাহায্য করেছেন বলিউডের একাধিক তারকা । আর এবার সেই ফান্ডে 1 কোটি টাকা দিলেন কার্তিক আরিয়ান ।

sdf
xdsfs
author img

By

Published : Mar 30, 2020, 4:09 PM IST

মুম্বই : কোরোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে বিশেষ ত্রাণ তহবিল তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পিএম কেয়ার্স ফান্ড নামে ওই তহবিলে সমাজের সব স্তরের মানুষকে দান করার আবেদন জানিয়েছিলেন তিনি । তাঁর সেই আবেদনে সাড়া দিয়েছেন বলিউডের একাধিক তারকা । সেই তালিকায় রয়েছেন কার্তিক আরিয়ানও । ওই তহবিলে 1 কোটি টাকা দিয়ে সাহায্য করেছেন তিনি ।

ইনস্টাগ্রাম পোস্টে কার্তিক লেখেন, "এই সময় এক জোট হয়ে সবার পাশে দাঁড়ানো প্রয়োজন । এখন আমার যেটুকু পরিচিতি ও পয়সা রয়েছে সেটা শুধুমাত্রই দেশেবাসীর জন্য সম্ভব হয়েছে । আর আমাদের সবার জন্য পিএম কেয়ার্স ফান্ডে 1 কোটি টাকা দান করলাম । বাকি দেশবাসীকেও অনুরোধ করব সেই ফান্ডে নিজেদের সাধ্য মতো আপনারাও দান করুন ।"

শনিবার ওই বিশেষ ত্রাণ তহবিল তৈরি করেন প্রধানমন্ত্রী । সেখানে সমাজের সব স্তরের মানুষকে দান করার আবেদন জানিয়েছিলেন তিনি । তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে বলিউড তারকাদের মধ্যে অক্ষয় কুমারই সবার প্রথমে ওই তহবিলে অনুদান দেন । 25 কোটি টাকা দান করেন তিনি । এরপর একে একে এগিয়ে আসেন একাধিক তারকা । বরুণ ধাওয়ান থেকে শুরু করে অনুষ্কা শর্মা, কৃতি শ্যানন, শিল্পা শেট্টি, রাজকুমার রাও, গায়ক গুরু রণধাওয়া সহ আরও অনেকে সাহায্য করেন । তবে শুধু বলিউড তারকারাই নন । দেশের এই কঠিন সময় সাহায্যের জন্য এগিয়ে এসেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকাও ।

যদিও এই তালিকায় নেই সলমান খান । কারণ কোরোনা আতঙ্কের জেরে দেশে জারি লকডাউন । বন্ধ শুটিং । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । আর এই পরিস্থিতির মধ্যে কাজ না থাকায় সমস্যায় পড়েছেন ইন্ডাস্ট্রির জুনিয়র টেকনিশিয়নরা । যখন বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী পিএম কেয়ার্স ফান্ডে অনুদান দিচ্ছেন তখন এই জুনিয়র টেকনিশিয়নদেরই পাশে দাঁড়ান সলমান ।

মুম্বই : কোরোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে বিশেষ ত্রাণ তহবিল তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পিএম কেয়ার্স ফান্ড নামে ওই তহবিলে সমাজের সব স্তরের মানুষকে দান করার আবেদন জানিয়েছিলেন তিনি । তাঁর সেই আবেদনে সাড়া দিয়েছেন বলিউডের একাধিক তারকা । সেই তালিকায় রয়েছেন কার্তিক আরিয়ানও । ওই তহবিলে 1 কোটি টাকা দিয়ে সাহায্য করেছেন তিনি ।

ইনস্টাগ্রাম পোস্টে কার্তিক লেখেন, "এই সময় এক জোট হয়ে সবার পাশে দাঁড়ানো প্রয়োজন । এখন আমার যেটুকু পরিচিতি ও পয়সা রয়েছে সেটা শুধুমাত্রই দেশেবাসীর জন্য সম্ভব হয়েছে । আর আমাদের সবার জন্য পিএম কেয়ার্স ফান্ডে 1 কোটি টাকা দান করলাম । বাকি দেশবাসীকেও অনুরোধ করব সেই ফান্ডে নিজেদের সাধ্য মতো আপনারাও দান করুন ।"

শনিবার ওই বিশেষ ত্রাণ তহবিল তৈরি করেন প্রধানমন্ত্রী । সেখানে সমাজের সব স্তরের মানুষকে দান করার আবেদন জানিয়েছিলেন তিনি । তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে বলিউড তারকাদের মধ্যে অক্ষয় কুমারই সবার প্রথমে ওই তহবিলে অনুদান দেন । 25 কোটি টাকা দান করেন তিনি । এরপর একে একে এগিয়ে আসেন একাধিক তারকা । বরুণ ধাওয়ান থেকে শুরু করে অনুষ্কা শর্মা, কৃতি শ্যানন, শিল্পা শেট্টি, রাজকুমার রাও, গায়ক গুরু রণধাওয়া সহ আরও অনেকে সাহায্য করেন । তবে শুধু বলিউড তারকারাই নন । দেশের এই কঠিন সময় সাহায্যের জন্য এগিয়ে এসেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকাও ।

যদিও এই তালিকায় নেই সলমান খান । কারণ কোরোনা আতঙ্কের জেরে দেশে জারি লকডাউন । বন্ধ শুটিং । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । আর এই পরিস্থিতির মধ্যে কাজ না থাকায় সমস্যায় পড়েছেন ইন্ডাস্ট্রির জুনিয়র টেকনিশিয়নরা । যখন বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী পিএম কেয়ার্স ফান্ডে অনুদান দিচ্ছেন তখন এই জুনিয়র টেকনিশিয়নদেরই পাশে দাঁড়ান সলমান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.