ETV Bharat / sitara

এবার পিএম কেয়ার্স ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের ঘোষণা নবাব দম্পতির - saif ali khan

আজ পিএম কেয়ার্স ফান্ড ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার কথা জানালেন সইফ ও করিনা । ইনস্টাগ্রামে পোস্ট করে একথা জানান করিনা ।

sdf
sdf
author img

By

Published : Apr 2, 2020, 2:54 PM IST

মুম্বই : কোরোনা মোকাবিলায় আগেই UNICEF-এর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছিলেন । কিন্তু, পিএম কেয়ার্স ফান্ডকে এড়িয়ে আন্তর্জাতিক সংস্থার তহবিলে অনুদান দেওয়ার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল করিনা ও সইফকে । আর এর মধ্যেই আজ পিএম কেয়ার্স ফান্ড ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার কথা জানালেন তাঁরা ।

ইনস্টাগ্রামে পোস্ট করে একথা জানান করিনা । শুধু তাই নয়, ফ্যানেদেরও অনুদান দেওয়ার জন্য আবেদন জানান তিনি । সাধ্যমতো সাহায্য করার কথা বলেন ।

তিনি লেখেন, "পিএম কেয়ার্স ফান্ড ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করছি আমরা । এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং প্রতিটি টাকা গুরুত্বপূর্ণ । যতটা সম্ভব সাহায্য করুন ।"

তবে কত টাকা অনুদান দেবেন তার উল্লেখ পোস্টে করেননি তিনি ।

এর আগে আন্তর্জাতিক সংস্থায় অনুদান দেওয়ার জন্য সমালোচনার মুখে পড়তে হয় নবাব দম্পতিকে ।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলকে এড়িয়ে আন্তর্জাতিক সংস্থায় তাঁদের অনুদান দেওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি নেটিজেনদের একাংশ । অনেকেই এর সমালোচনা করেছেন । একজন সরাসরি প্রশ্ন করেন, "কেন পিএম কেয়ার্স নয়?"করিনার সমালোচনা করে একজন লেখেন, "বেবো পিএম কেয়ার্সকে কেয়ার করে না ।"

মুম্বই : কোরোনা মোকাবিলায় আগেই UNICEF-এর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছিলেন । কিন্তু, পিএম কেয়ার্স ফান্ডকে এড়িয়ে আন্তর্জাতিক সংস্থার তহবিলে অনুদান দেওয়ার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল করিনা ও সইফকে । আর এর মধ্যেই আজ পিএম কেয়ার্স ফান্ড ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার কথা জানালেন তাঁরা ।

ইনস্টাগ্রামে পোস্ট করে একথা জানান করিনা । শুধু তাই নয়, ফ্যানেদেরও অনুদান দেওয়ার জন্য আবেদন জানান তিনি । সাধ্যমতো সাহায্য করার কথা বলেন ।

তিনি লেখেন, "পিএম কেয়ার্স ফান্ড ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করছি আমরা । এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং প্রতিটি টাকা গুরুত্বপূর্ণ । যতটা সম্ভব সাহায্য করুন ।"

তবে কত টাকা অনুদান দেবেন তার উল্লেখ পোস্টে করেননি তিনি ।

এর আগে আন্তর্জাতিক সংস্থায় অনুদান দেওয়ার জন্য সমালোচনার মুখে পড়তে হয় নবাব দম্পতিকে ।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলকে এড়িয়ে আন্তর্জাতিক সংস্থায় তাঁদের অনুদান দেওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি নেটিজেনদের একাংশ । অনেকেই এর সমালোচনা করেছেন । একজন সরাসরি প্রশ্ন করেন, "কেন পিএম কেয়ার্স নয়?"করিনার সমালোচনা করে একজন লেখেন, "বেবো পিএম কেয়ার্সকে কেয়ার করে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.