ETV Bharat / sitara

জীবনের প্রতি করিনার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন সইফ - saif ali khan

সইফ জীবনে আসার পর অনেকটাই বদলে গিয়েছে করিনার জীবন । স্বামীর থেকে অনেক কিছুই শিখেছেন তিনি । পরিপক্কও হয়েছেন । সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে একথা জানান করিনা নিজেই ।

sdf
sdf
author img

By

Published : May 28, 2020, 2:39 PM IST

মুম্বই : সেই 2000 সালে অভিনয় জগতে পা রেখেছিলেন করিনা কাপুর খান । দেখতে দেখতে 20টা বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন তিনি । ইন্ডাস্ট্রিতে 20 বছর পূরণ হওয়া নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন বেবো । তাঁর জীবনে সইফ আলি খানের কী অবদান রয়েছে তাও উঠে আসে সাক্ষাৎকারে ।

2012 সালে মুক্তি পায় করিনার 'তলাশ' ছবিটি । সেখানে আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি । কিন্তু, ওই চরিত্রর জন্য প্রথমে বলা হয়েছিল সইফকে । যদিও তা নাকচ করে দেন সইফ । এ প্রসঙ্গে করিনা বলেন, "আমার মনে হয় ওই সময় সইফ আরও বেশি কমার্শিয়াল ছবি করতে চেয়েছিল । আর আমির খান এই এর মুখ্য চরিত্রে ছিলেন বলেই আমি ছবিটি করার ইচ্ছে প্রকাশ করেছিলাম । ওটা আমার অন্যতম সেরা কাজ ছিল ।" 2012-র 16 অক্টোবর সইফের সঙ্গে বিয়ে হয় করিনার ।

সইফ জীবনে আসার পর অনেকটাই বদলে গিয়েছে করিনার জীবন । স্বামীর থেকে অনেক কিছুই শিখেছেন তিনি । পরিপক্কও হয়েছেন । এ প্রসঙ্গে ওই সাক্ষাৎকারে তিনি বলেন, "যে জিনিসটা আমি সইফের থেকে শিখেছি তা হল সারাক্ষণ টাকা, সাফল্য, খ্যাতির পিছনে না দৌড়ে নিজেকে নিয়ে খুশি থাকা । টাকা, সাফল্য, খ্যাতি ছাড়াও জীবনের অন্য দিকগুলোকে ভালোবাসতে শিখিয়েছে ও আমায় । যেগুলো আমি হয়তো জানতামই না । যেমন, পরিবার, ভালোবাসা, মাথা ঠান্ডা রাখা, বই পড়া, কারও সঙ্গে গল্প করা ।"

তবে 20 বছর বলিউডে কাটানোর পর হলিউডে যাওয়া নিয়ে একেবারেই চিন্তা করছেন না করিনা । যেখানে তাঁর সমসাময়িক প্রিয়াঙ্কা চোপড়া হলিউডে গিয়ে এতটা সাফল্য পেলেন সেখানে বলিউডেই থাকতে চান বলে জানিয়েছেন তিনি । বলেন, "আমি পরিবারের থেকে দূরে থাকতে চাই না এই সময় । কিন্তু, আমি হিন্দি ছবির একজন ভালো অভিনেত্রী হয়ে উঠতে পারি ।" তবে ভবিষ্যতে লন্ডনে গিয়ে থাকতে চান বলে সাক্ষাৎকারে জানিয়েছেন করিনা । কারণ ওই শহর তাঁর খুবই পছন্দের ।

মুম্বই : সেই 2000 সালে অভিনয় জগতে পা রেখেছিলেন করিনা কাপুর খান । দেখতে দেখতে 20টা বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন তিনি । ইন্ডাস্ট্রিতে 20 বছর পূরণ হওয়া নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন বেবো । তাঁর জীবনে সইফ আলি খানের কী অবদান রয়েছে তাও উঠে আসে সাক্ষাৎকারে ।

2012 সালে মুক্তি পায় করিনার 'তলাশ' ছবিটি । সেখানে আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি । কিন্তু, ওই চরিত্রর জন্য প্রথমে বলা হয়েছিল সইফকে । যদিও তা নাকচ করে দেন সইফ । এ প্রসঙ্গে করিনা বলেন, "আমার মনে হয় ওই সময় সইফ আরও বেশি কমার্শিয়াল ছবি করতে চেয়েছিল । আর আমির খান এই এর মুখ্য চরিত্রে ছিলেন বলেই আমি ছবিটি করার ইচ্ছে প্রকাশ করেছিলাম । ওটা আমার অন্যতম সেরা কাজ ছিল ।" 2012-র 16 অক্টোবর সইফের সঙ্গে বিয়ে হয় করিনার ।

সইফ জীবনে আসার পর অনেকটাই বদলে গিয়েছে করিনার জীবন । স্বামীর থেকে অনেক কিছুই শিখেছেন তিনি । পরিপক্কও হয়েছেন । এ প্রসঙ্গে ওই সাক্ষাৎকারে তিনি বলেন, "যে জিনিসটা আমি সইফের থেকে শিখেছি তা হল সারাক্ষণ টাকা, সাফল্য, খ্যাতির পিছনে না দৌড়ে নিজেকে নিয়ে খুশি থাকা । টাকা, সাফল্য, খ্যাতি ছাড়াও জীবনের অন্য দিকগুলোকে ভালোবাসতে শিখিয়েছে ও আমায় । যেগুলো আমি হয়তো জানতামই না । যেমন, পরিবার, ভালোবাসা, মাথা ঠান্ডা রাখা, বই পড়া, কারও সঙ্গে গল্প করা ।"

তবে 20 বছর বলিউডে কাটানোর পর হলিউডে যাওয়া নিয়ে একেবারেই চিন্তা করছেন না করিনা । যেখানে তাঁর সমসাময়িক প্রিয়াঙ্কা চোপড়া হলিউডে গিয়ে এতটা সাফল্য পেলেন সেখানে বলিউডেই থাকতে চান বলে জানিয়েছেন তিনি । বলেন, "আমি পরিবারের থেকে দূরে থাকতে চাই না এই সময় । কিন্তু, আমি হিন্দি ছবির একজন ভালো অভিনেত্রী হয়ে উঠতে পারি ।" তবে ভবিষ্যতে লন্ডনে গিয়ে থাকতে চান বলে সাক্ষাৎকারে জানিয়েছেন করিনা । কারণ ওই শহর তাঁর খুবই পছন্দের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.