ETV Bharat / sitara

গিটার হাতে গান গাইতে ব্যস্ত যশ-রুহি, কানে চাপা করণের - karan johar kids

গিটার হাতে গান গাইতে ব্যস্ত যশ আর রুহি । তবে সেই গান খুব একটা শ্রুতিমধুর লাগল না করণ জোহরের । বাধ্য হয়ে ভিডিয়ো বন্ধ করলেন তিনি ।

karan johar latest news
karan johar latest news
author img

By

Published : Apr 22, 2020, 11:37 PM IST

মুম্বই : ছেলে যশ, মেয়ে রুহি আর মা-কে নিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন করণ জোহর । প্রতিদিনই কোনও না কোনও মজার ভিডিয়ো শেয়ার করছেন তিনি । তবে প্রতিদিনের ভিডিয়োতেই রয়েছে ছোটো কোনও টুইস্ট, যা আপনাকে হাসতে বাধ্য় করবে ।

করণের সাম্প্রতিক শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে গিটার হাতে গান গাওয়ায় মজেছেন যশ আর রুহি । তাদের 'ট্যালেন্ডেড মিউজ়িশিয়ান' বলে পরিচয় করালেও সেই গানে কান পাতা দেয় ।

করণ নিজেও তাঁর কানের উপর সেই অত্যাচার বেশিক্ষণ নিতে পারলেন না । প্রশ্ন করলেন, "তোমরা কি এর থেকে মেলোডিয়াস কিছু গাইতে পার ?" কিন্তু কে শোনে কার কথা ! গিটার বাজিয়ে চিৎকার করেই চলেছে দুই খুদে ।

ক্য়াপশনে করণ লিখেছেন, "বোঝাই যাচ্ছে. গান গাওয়াটা আমাদের জিনে নেই.." করণ নিজেও গান গাইতে পারেন না একেবারেই ।

দেখে নিন সেই মজার ভিডিয়ো...

মুম্বই : ছেলে যশ, মেয়ে রুহি আর মা-কে নিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন করণ জোহর । প্রতিদিনই কোনও না কোনও মজার ভিডিয়ো শেয়ার করছেন তিনি । তবে প্রতিদিনের ভিডিয়োতেই রয়েছে ছোটো কোনও টুইস্ট, যা আপনাকে হাসতে বাধ্য় করবে ।

করণের সাম্প্রতিক শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে গিটার হাতে গান গাওয়ায় মজেছেন যশ আর রুহি । তাদের 'ট্যালেন্ডেড মিউজ়িশিয়ান' বলে পরিচয় করালেও সেই গানে কান পাতা দেয় ।

করণ নিজেও তাঁর কানের উপর সেই অত্যাচার বেশিক্ষণ নিতে পারলেন না । প্রশ্ন করলেন, "তোমরা কি এর থেকে মেলোডিয়াস কিছু গাইতে পার ?" কিন্তু কে শোনে কার কথা ! গিটার বাজিয়ে চিৎকার করেই চলেছে দুই খুদে ।

ক্য়াপশনে করণ লিখেছেন, "বোঝাই যাচ্ছে. গান গাওয়াটা আমাদের জিনে নেই.." করণ নিজেও গান গাইতে পারেন না একেবারেই ।

দেখে নিন সেই মজার ভিডিয়ো...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.