ETV Bharat / sitara

স্বাস্থ্য সচেতন বাবাকে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার উপদেশ রুহির, বিস্মিত করণ - করণ জোহরের সন্তান

স্বাস্থ্য সচেতন করণ জোহরকে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার উপদেশ দিল মেয়ে রুহি । বিস্মিত করণ ।

karan johar dinner
karan johar dinner
author img

By

Published : Apr 10, 2020, 7:00 PM IST

মুম্বই : লকডাউনের মরশুমে বাচ্চাদের সঙ্গে একটু মজা, একটু খুনসুঁটি সবসময় কাজে দেয় । এক ঝলকা টাটকা বাতাস যেন । করণ জোহরও প্রতিদিন এমনটাই করছেন নিজের ব্যস্ত জীবনে এই আকস্মিক অচলতাকে মানিয়ে নিতে । ছেলে যশ আর মেয়ে রুহির সঙ্গে সময় কাটাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছেন, খুনসুঁটি করছেন । আর প্রতিবারই তাঁকে খুব অস্বস্তির মধ্যে ফেলে দিচ্ছে ছেলে আর মেয়ে ।

কখনও তাঁর পোশাক নিয়ে খোঁটা তো কখনও তাঁর গান নিয়ে খোঁটা, ফ্যাশনিস্তা করণকে সোশাল মিডিয়ায় একেবারে নাস্তানাবুদ করে ছাড়ছে যশ আর রুহি । করণের শেয়ার করা সাম্প্রতিক ভিডিয়োতেও দেখা গেল যে, স্বাস্থ্যসচেতন বাবাকে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার উপদেশ দিচ্ছে রুহি ।

ছেলেমেয়ে আর মা-কে নিয়ে ব্রেকফাস্টে বসেছিলেন করণ । কথা হচ্ছিল টুকটাক । যশ আর রুহি পোট্য়াটো চিপস খাচ্ছিল আর করণের মা সালামি স্যান্ডউইচ । রাতে ডিনার কী খাওয়া হবে সেই নিয়েও পরিকল্পনা চলছিল ।

সেই সময় করণ রুহিকে জিজ্ঞাসা করেন যে, "তোমার কী মনে হয়, আমার রাতে কী খাওয়া উচিত ?" উত্তরে মেয়ে হাসতে হাসতে বলে, "ফ্রেঞ্চ ফ্রাই"। চমকে ওঠেন করণ । সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো । দেখে নিন..

মুম্বই : লকডাউনের মরশুমে বাচ্চাদের সঙ্গে একটু মজা, একটু খুনসুঁটি সবসময় কাজে দেয় । এক ঝলকা টাটকা বাতাস যেন । করণ জোহরও প্রতিদিন এমনটাই করছেন নিজের ব্যস্ত জীবনে এই আকস্মিক অচলতাকে মানিয়ে নিতে । ছেলে যশ আর মেয়ে রুহির সঙ্গে সময় কাটাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছেন, খুনসুঁটি করছেন । আর প্রতিবারই তাঁকে খুব অস্বস্তির মধ্যে ফেলে দিচ্ছে ছেলে আর মেয়ে ।

কখনও তাঁর পোশাক নিয়ে খোঁটা তো কখনও তাঁর গান নিয়ে খোঁটা, ফ্যাশনিস্তা করণকে সোশাল মিডিয়ায় একেবারে নাস্তানাবুদ করে ছাড়ছে যশ আর রুহি । করণের শেয়ার করা সাম্প্রতিক ভিডিয়োতেও দেখা গেল যে, স্বাস্থ্যসচেতন বাবাকে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার উপদেশ দিচ্ছে রুহি ।

ছেলেমেয়ে আর মা-কে নিয়ে ব্রেকফাস্টে বসেছিলেন করণ । কথা হচ্ছিল টুকটাক । যশ আর রুহি পোট্য়াটো চিপস খাচ্ছিল আর করণের মা সালামি স্যান্ডউইচ । রাতে ডিনার কী খাওয়া হবে সেই নিয়েও পরিকল্পনা চলছিল ।

সেই সময় করণ রুহিকে জিজ্ঞাসা করেন যে, "তোমার কী মনে হয়, আমার রাতে কী খাওয়া উচিত ?" উত্তরে মেয়ে হাসতে হাসতে বলে, "ফ্রেঞ্চ ফ্রাই"। চমকে ওঠেন করণ । সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো । দেখে নিন..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.