ETV Bharat / sitara

NCB নোটিশ পাওয়ায় ট্রোলড করণ - করণ জোহরের খবর

NCB নোটিশ পাওয়ার পর সোশাল মিডিয়ায় করণ ঝড় বইছে । এমনিতেই নেপোটিজ়ম বিতর্কে করণ জোহরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছিল নেটিজেনরা, এবার তার সঙ্গে জুড়ল ড্রাগ মামলা । ট্রোল করতে ছাড়লেন না কেউই ।

Karan Johar drug case
Karan Johar drug case
author img

By

Published : Dec 18, 2020, 4:11 PM IST

মুম্বই : বিপাকে করণ জোহর । আর কেউ বিপাকে পড়লে সবাই তার দুরবস্থার সুযোগ নিতে চায় । করণ জোহরেরও একই অবস্থা । NCB নোটিশ পাঠানোর পর সোশাল মিডিয়ায় তাঁকে রীতিমতো ট্রোল করা হচ্ছে ।

একজন টুইটার ইউজ়ার লিখেছেন, "কফি উইথ NCB । এটা নিশ্চয়ই ওই অসহ্য টেলিভিশন শোয়ের থেকে অনেক বেশি আকর্ষণীয় হবে ।"

একজন লিখেছেন, "আরও ওয়াহ...তোমার অনেক ক্ষমতা আছে নিশ্চয়ই । তবে যত ক্ষমতাই থাকুক না কেন, একদিন পাপের শাস্তি হবেই ।"

কেউ কেউ আবার ভাবছেন যে, করণকে নোটিশ পাঠানোর মধ্যে দিয়েই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জাস্টিস পাওয়া যাবে । তাদের মধ্যে একজন লিখেছেন, "ফাদার অফ নেপোটিজ়ম-কে সমন পাঠাল NCB ।"

যদিও করণকে সুশান্তের মৃত্যু মামলার সমাধান করতে ডাকা হয়নি । 2019 সালে তাঁর বাড়িতে হওয়া একটি পার্টি নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই নোটিশ পাঠানো হয়েছে এই পরিচালক-প্রযোজককে । বলিউডের এ-লিস্টারদের নিয়ে আয়োজিত সেই পার্টিতে মাদক সেবনের অভিযোগ উঠেছিল গত বছর ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.