ETV Bharat / sitara

করণকে সাধারণ পোশাক পরার পরামর্শ তাঁর সন্তানদের - karan kids suggest him on dress

করণের স্টাইল স্টেটমেন্ট অনেকের ভালো লাগলেও, তা একেবারেই নাপসন্দ তাঁর সন্তানদের । তার পরিবর্তে বাবাকে সাধারণ পোশাক পরতে বলে তারা । সম্প্রতি করণের পোস্ট করা একটি ভিডিয়োতে একথা বলতে দেখা গিয়েছে তাদের ।

f
f
author img

By

Published : Apr 2, 2020, 8:07 AM IST

মুম্বই : পরিচালক করণ জোহরের স্টাইল স্টেটমেন্ট পছন্দ অনেকেরই । তাঁর স্টাইল স্টেটমেন্টের প্রশংসা করেছেন শাহরুখ খানও । কিন্তু তা নাপসন্দ তাঁর সন্তানদেরই । বাবাকে সাধারণ পোশাক পরতে বলল তারা ।

বুধবার ইনস্টাগ্রামে করণ একটি ভিডিয়ো শেয়ার করেন । যেখানে তাঁর সঙ্গে দুই সন্তান যশ ও রুহিকেও দেখা যায় । সেখানে করণকে বলতে শোনা যায়, "রুহি বাবার পোশাক কি তোমার পছন্দ ?" উত্তর আসে "না" । তা শুনে যশকে করণ জিজ্ঞাসা করেন, "তাহলে বাবার কি ধরনের পোশাক পরা উচিত ?" উত্তরে সে বলে, "সাধারণ পোশাক"।

কাজের চাপে সন্তানদের সময় দিতে পারেন না করণ । কিন্তু, লকডাউনের জেরে সব কাজ বন্ধ থাকায় তাদেরই সবথেকে বেশি সময় দিচ্ছেন তিনি । সন্তানদের ঘিরেই কাটছে তাঁর দিন । আর সেটাই ভিডিয়োর ক্যাপশনে তুলে ধরেছেন তিনি ।

তবে শুধুমাত্র করণের সন্তানরাই নয় । তাঁর স্টাইল স্টেটমেন্ট পছন্দ নয় অর্জুন কাপুরেরও । যশের উত্তরকে সমর্থন জানিয়ে তিনি বলেন, "আমি যশকে সমর্থন করি । কখনও সাধারণ পোশাক পরতে পারো"। অমিতাভ বচ্চন হেসে বলেন, "এটা সেরা ছিল"।

এখানেই শেষ নয় । কোরোনা আতঙ্কের মধ্যে সন্তানদের সঙ্গে জমিয়ে সময় কাটাচ্ছেন করণ । মাঝে মধ্যেই শেয়ার করছেন তাদের বিভিন্ন মুহূর্তের ভিডিয়ো । সম্প্রতি আরও একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি । সেখানে যশকে পিঙ্ক কালারের একজোড়া জুতো নিয়ে খেলা করতে দেখা যায় । তখনই করণ তাকে প্রশ্ন করেন, "বাবার জুতো তোমার পছন্দ ?" উত্তর আসে, "না ! এটা রুহির জুতো"। তখন অবশ্য রুহি সাফ জানিয়ে দেয় ওটা তার নয় । বাবার জুতো । করণকেও বলতে শোনা যায়, "ওটা আমারই জুতো । কিন্তু, যশ ভেবেছিল ওটা রুহির জুতো । ঠিক আছে !" আর এভাবেই সন্তানদের ঘিরে কেটে যাচ্ছে করণের কোয়ারেন্টাইনের দিনগুলি...

মুম্বই : পরিচালক করণ জোহরের স্টাইল স্টেটমেন্ট পছন্দ অনেকেরই । তাঁর স্টাইল স্টেটমেন্টের প্রশংসা করেছেন শাহরুখ খানও । কিন্তু তা নাপসন্দ তাঁর সন্তানদেরই । বাবাকে সাধারণ পোশাক পরতে বলল তারা ।

বুধবার ইনস্টাগ্রামে করণ একটি ভিডিয়ো শেয়ার করেন । যেখানে তাঁর সঙ্গে দুই সন্তান যশ ও রুহিকেও দেখা যায় । সেখানে করণকে বলতে শোনা যায়, "রুহি বাবার পোশাক কি তোমার পছন্দ ?" উত্তর আসে "না" । তা শুনে যশকে করণ জিজ্ঞাসা করেন, "তাহলে বাবার কি ধরনের পোশাক পরা উচিত ?" উত্তরে সে বলে, "সাধারণ পোশাক"।

কাজের চাপে সন্তানদের সময় দিতে পারেন না করণ । কিন্তু, লকডাউনের জেরে সব কাজ বন্ধ থাকায় তাদেরই সবথেকে বেশি সময় দিচ্ছেন তিনি । সন্তানদের ঘিরেই কাটছে তাঁর দিন । আর সেটাই ভিডিয়োর ক্যাপশনে তুলে ধরেছেন তিনি ।

তবে শুধুমাত্র করণের সন্তানরাই নয় । তাঁর স্টাইল স্টেটমেন্ট পছন্দ নয় অর্জুন কাপুরেরও । যশের উত্তরকে সমর্থন জানিয়ে তিনি বলেন, "আমি যশকে সমর্থন করি । কখনও সাধারণ পোশাক পরতে পারো"। অমিতাভ বচ্চন হেসে বলেন, "এটা সেরা ছিল"।

এখানেই শেষ নয় । কোরোনা আতঙ্কের মধ্যে সন্তানদের সঙ্গে জমিয়ে সময় কাটাচ্ছেন করণ । মাঝে মধ্যেই শেয়ার করছেন তাদের বিভিন্ন মুহূর্তের ভিডিয়ো । সম্প্রতি আরও একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি । সেখানে যশকে পিঙ্ক কালারের একজোড়া জুতো নিয়ে খেলা করতে দেখা যায় । তখনই করণ তাকে প্রশ্ন করেন, "বাবার জুতো তোমার পছন্দ ?" উত্তর আসে, "না ! এটা রুহির জুতো"। তখন অবশ্য রুহি সাফ জানিয়ে দেয় ওটা তার নয় । বাবার জুতো । করণকেও বলতে শোনা যায়, "ওটা আমারই জুতো । কিন্তু, যশ ভেবেছিল ওটা রুহির জুতো । ঠিক আছে !" আর এভাবেই সন্তানদের ঘিরে কেটে যাচ্ছে করণের কোয়ারেন্টাইনের দিনগুলি...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.