ETV Bharat / sitara

'জোকার' বলে ডাকল ছেলে, কী বললেন করণ ? - করণ জোহর

বাড়িতে নাকি করণ জোহরকে 'করণ জোকার' বলে ডাকে ছেলে যশ । সোশাল মিডিয়ায় এই তথ্য শেয়ার করলেন করণ নিজেই । তবে এই প্রসঙ্গে তাঁর উত্তর ছিল একেবারে এপিক ।

Karan Johar is called Karan Joker
Karan Johar is called Karan Joker
author img

By

Published : Jan 17, 2020, 9:25 AM IST

মুম্বই : রসিক মানুষ হিসেবে বেশ পরিচিতি রয়েছে করণ জোহরের । তাঁর এই স্বভাব বৈশিষ্ট্য ধরা পড়ে তাঁর লেখা ফিল্মের স্ক্রিপ্টেও । চ্যাট শো হোক বা অ্যাওয়ার্ড সেরিমনি, করণের কথা শুনে হেসে কুটোপাটি খায় শ্রোতারা । আবারও একটি সিক্সার মারলেন এই পরিচালক-প্রযোজক ।

বাড়িতে নাকি ছোট্ট ছেলে যশ করণকে জোহরের পরিবর্তে 'করণ জোকার' বলে সম্বোধন করছে । এই মজার কথাটি শেয়ার করে করণ বললেন, "মনে হয় ও আমায় ইনস্টাগ্রামে ফলো করে ।"

  • My son just called me Karan JOKER! I think he follows me on Instagram! 😉

    — Karan Johar (@karanjohar) January 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

করণ ইনস্টাগ্রামে খুবই অ্যাক্টিভ । তার কার্যকলাপ দেখে ছেলের মনে হতেই পারে যে, তিনি একজন জোকার । করণের এই সরল স্বীকারোক্তি মন জিতে নিয়েছে নেটিজেনদের ।

2017 সালে সারোগেসির মাধ্যমে দুই সন্তানের বাবা হন করণ জোহর । যশ আর রুহিকে নিয়ে সিঙ্গল ফাদার করণ খুবই সুখী । IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে পরিচালক বলেন যে, কখনই 'হাইপার পেরেন্ট' হতে চান না তিনি । তার নমুনা ভালোই দিচ্ছেন করণ ।

Karan Johar is called Karan Joker
কুল..

সম্প্রতি করণের প্রোডাকশন হাউজ় 'ধর্মা প্রোডাকশন' প্রযোজিত 'গুড নিউজ়' বক্স অফিসে 186 কোটি টাকা উপার্জন করেছে । এটা নিঃসন্দেহে খুব ভালো খবর প্রযোজকের জন্য ।

মুম্বই : রসিক মানুষ হিসেবে বেশ পরিচিতি রয়েছে করণ জোহরের । তাঁর এই স্বভাব বৈশিষ্ট্য ধরা পড়ে তাঁর লেখা ফিল্মের স্ক্রিপ্টেও । চ্যাট শো হোক বা অ্যাওয়ার্ড সেরিমনি, করণের কথা শুনে হেসে কুটোপাটি খায় শ্রোতারা । আবারও একটি সিক্সার মারলেন এই পরিচালক-প্রযোজক ।

বাড়িতে নাকি ছোট্ট ছেলে যশ করণকে জোহরের পরিবর্তে 'করণ জোকার' বলে সম্বোধন করছে । এই মজার কথাটি শেয়ার করে করণ বললেন, "মনে হয় ও আমায় ইনস্টাগ্রামে ফলো করে ।"

  • My son just called me Karan JOKER! I think he follows me on Instagram! 😉

    — Karan Johar (@karanjohar) January 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

করণ ইনস্টাগ্রামে খুবই অ্যাক্টিভ । তার কার্যকলাপ দেখে ছেলের মনে হতেই পারে যে, তিনি একজন জোকার । করণের এই সরল স্বীকারোক্তি মন জিতে নিয়েছে নেটিজেনদের ।

2017 সালে সারোগেসির মাধ্যমে দুই সন্তানের বাবা হন করণ জোহর । যশ আর রুহিকে নিয়ে সিঙ্গল ফাদার করণ খুবই সুখী । IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে পরিচালক বলেন যে, কখনই 'হাইপার পেরেন্ট' হতে চান না তিনি । তার নমুনা ভালোই দিচ্ছেন করণ ।

Karan Johar is called Karan Joker
কুল..

সম্প্রতি করণের প্রোডাকশন হাউজ় 'ধর্মা প্রোডাকশন' প্রযোজিত 'গুড নিউজ়' বক্স অফিসে 186 কোটি টাকা উপার্জন করেছে । এটা নিঃসন্দেহে খুব ভালো খবর প্রযোজকের জন্য ।

Intro:Body:

'জোকার' বলে ডাকল ছেলে, কী বললেন করণ ?



বাড়িতে নাকি করণ জোহরকে 'করণ জোকার' বলে ডাকে ছেলে যশ । সোশাল মিডিয়ায় এই তথ্য শেয়ার করলেন করণ নিজেই । তবে এই প্রসঙ্গে তাঁর উত্তর ছিল একেবারে এপিক ।



মুম্বই : রসিক মানুষ হিসেবে বেশ পরিচিতি রয়েছে করণ জোহরের । তাঁর এই স্বভাব বৈশিষ্ট্য ধরা পড়ে তাঁর লেখা ফিল্মের স্ক্রিপ্টেও । চ্যাট শো হোক বা অ্যাওয়ার্ড সেরিমনি, করণের কথা শুনে হেসে কুটোপাটি খায় শ্রোতারা । আবারও একটি সিক্সার মারলেন এই পরিচালক-প্রযোজক ।



বাড়িতে নাকি ছোট্ট ছেলে যশ করণ জোহরের পরিবর্তে 'করণ জোকার' বলে সম্বোধন করছে । এই মজার কথাটি শেয়ার করে করণ বললেন, "মনে হয় ও আমায় ইনস্টাগ্রামে ফলো করে ।"



করণ ইনস্টাগ্রামে খুবই অ্যাক্টিভ । তার কার্যকলাপ দেখে ছেলের মনে হতেই পারে যে, তিনি একজন জোকার । করণের এই সরল স্বীকারোক্তি মন জিতে নিয়েছে নেটিজেনদের ।



2017 সালে সারোগেসির মাধ্যমে দুই সন্তানের বাবা হন করণ জোহর । যশ আর রুহিকে নিয়ে সিঙ্গল ফাদার করণ খুবই সুখী । IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে পরিচালক বলেন যে, কখনই 'হাইপার পেরেন্ট' হতে চান না তিনি । তার নমুনা ভালোই দিচ্ছেন করণ ।   




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.