ETV Bharat / sitara

"করণ জোহরের পদ্মশ্রী ফিরিয়ে নেওয়া হোক", কেন্দ্রের কাছে আবেদন কঙ্গনার - kangana slams karan

টুইটারে কঙ্গনা লেখেন, "ভারত সরকারের কাছে অনুরোধ করণ জোহরের পদ্মশ্রী ফিরিয়ে নেওয়া হোক । আমাকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন এমনকী ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যেতে বলেছিলেন । সুশান্তের ক্যারিয়ার শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন । উরি হামলার সময় পাকিস্তানকে সমর্থন করেছিলেন । আর এখন আমাদের বাহিনীর বিরুদ্ধে সিনেমা তৈরি করছেন ।"

োে্
োে্
author img

By

Published : Aug 18, 2020, 6:57 PM IST

মুম্বই : 'গুঞ্জন সাক্সেনা'-র জন্য আরও একবার করণ জোহরকে কটাক্ষ করলেন কঙ্গনা রানাওয়াত । করণের পদ্মশ্রী ফিরিয়ে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানান তিনি ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই করণকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কঙ্গনা । একাধিকবার করণের বিরুদ্ধে মন্তব্য করেছেন তিনি । এমনকী, সুশান্তের মৃত্যুর জন্য করণকেই দায়ি করেন । আর এবার 'গুঞ্জন সাক্সেনা'-র জন্য ফের কঙ্গনার কটাক্ষের মুখে পড়লেন পরিচালক ।

কয়েকদিন আগেই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'গুঞ্জন সাক্সেনা'। সেখানে একজন মহিলা পাইলটের চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর । প্রশংসিত হয়েছে তাঁর অভিনয় । তবে এই ছবিতে ভারতীয় বায়ুসেনাকে নেতিবাচক ভাবে দেখানো হয়েছে । এই দাবি তুলে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, নেটফ্লিক্স ও ধর্মা প্রোডাকশনসকে চিঠি পাঠানো হয়েছে বায়ুসেনার তরফে । তারপর ছবির স্ক্রিনিং বন্ধ করতে বলা হয় জাতীয় মহিলা কমিশনের তরফেও । ছবিটি প্রযোজনা করেছে করণের সংস্থা ধর্মা প্রোডাকশন । আর সেই কারণেই কঙ্গনার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে ।

টুইটারে কঙ্গনা লেখেন, "ভারত সরকারের কাছে আবেদন করণ জোহরের পদ্মশ্রী ফিরিয়ে নেওয়া হোক । আমাকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন এমনকী ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যেতে বলেছিলেন । সুশান্তের ক্যারিয়ার শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন । উরি হামলার সময় পাকিস্তানকে সমর্থন করেছিলেন । আর এখন আমাদের বাহিনীর বিরুদ্ধে সিনেমা তৈরি করছেন ।"

  • I request government of India to take KJO’s PadmaShri back,he openly intimidated me and asked me to leave the industry on an international platform,conspired to sabotage Sushanth’s career,he supported Pakistan during Uri battle and now antinational film against our Army. https://t.co/KEgVEDpMrF

    — Kangana Ranaut (@KanganaTeam) August 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে এটাই প্রথম নয় । এর আগেও এই ছবির জন্য কঙ্গনার কটাক্ষের মুখে পড়েছিলেন করণ । কয়েকদিন আগে করণকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন তিনি । লেখেন, "করণ জোহরের জন্য একটি কবিতা...আমাদের জাতীয়তাবোধের দোকান চালাতে হবে কিন্তু দেশভক্তি দেখানো যাবে না । পাকিস্তানের সঙ্গে যুদ্ধের ছবি অনেক টাকা কামায়, আমরাও বানাব কিন্তু সেখানে ভিলেনও একজন হিন্দুস্তানি । এখন সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গও চলে এসেছে , তুমি কখন বুঝবে করণ জোহর যে একজন সৈন্য একজন সৈন্যই হয় ।" তবে এখনও পর্যন্ত এনিয়ে কোনও পালটা মন্তব্য করেননি করণ ।

  • करण जोहर पे शायरी अर्ज़ है।
    हमें नैशनलिज़म की दुकान चलानी है मगर देश भक्ति नहीं दिखानी है।पाकिस्तान से वार वाली फ़िल्म बहुत पैसा कमाती है, हम भी बनायेंगे मगर उसका विलेन भी हिंदुस्तानी है।अब थर्ड जेंडर भी आर्मी में आ गया है मगर करण जोहर तू कब समझेगा एक सेनानी सिर्फ़ सेनानी है😁🙏

    — Kangana Ranaut (@KanganaTeam) August 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : 'গুঞ্জন সাক্সেনা'-র জন্য আরও একবার করণ জোহরকে কটাক্ষ করলেন কঙ্গনা রানাওয়াত । করণের পদ্মশ্রী ফিরিয়ে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানান তিনি ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই করণকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কঙ্গনা । একাধিকবার করণের বিরুদ্ধে মন্তব্য করেছেন তিনি । এমনকী, সুশান্তের মৃত্যুর জন্য করণকেই দায়ি করেন । আর এবার 'গুঞ্জন সাক্সেনা'-র জন্য ফের কঙ্গনার কটাক্ষের মুখে পড়লেন পরিচালক ।

কয়েকদিন আগেই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'গুঞ্জন সাক্সেনা'। সেখানে একজন মহিলা পাইলটের চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর । প্রশংসিত হয়েছে তাঁর অভিনয় । তবে এই ছবিতে ভারতীয় বায়ুসেনাকে নেতিবাচক ভাবে দেখানো হয়েছে । এই দাবি তুলে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, নেটফ্লিক্স ও ধর্মা প্রোডাকশনসকে চিঠি পাঠানো হয়েছে বায়ুসেনার তরফে । তারপর ছবির স্ক্রিনিং বন্ধ করতে বলা হয় জাতীয় মহিলা কমিশনের তরফেও । ছবিটি প্রযোজনা করেছে করণের সংস্থা ধর্মা প্রোডাকশন । আর সেই কারণেই কঙ্গনার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে ।

টুইটারে কঙ্গনা লেখেন, "ভারত সরকারের কাছে আবেদন করণ জোহরের পদ্মশ্রী ফিরিয়ে নেওয়া হোক । আমাকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন এমনকী ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যেতে বলেছিলেন । সুশান্তের ক্যারিয়ার শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন । উরি হামলার সময় পাকিস্তানকে সমর্থন করেছিলেন । আর এখন আমাদের বাহিনীর বিরুদ্ধে সিনেমা তৈরি করছেন ।"

  • I request government of India to take KJO’s PadmaShri back,he openly intimidated me and asked me to leave the industry on an international platform,conspired to sabotage Sushanth’s career,he supported Pakistan during Uri battle and now antinational film against our Army. https://t.co/KEgVEDpMrF

    — Kangana Ranaut (@KanganaTeam) August 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে এটাই প্রথম নয় । এর আগেও এই ছবির জন্য কঙ্গনার কটাক্ষের মুখে পড়েছিলেন করণ । কয়েকদিন আগে করণকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন তিনি । লেখেন, "করণ জোহরের জন্য একটি কবিতা...আমাদের জাতীয়তাবোধের দোকান চালাতে হবে কিন্তু দেশভক্তি দেখানো যাবে না । পাকিস্তানের সঙ্গে যুদ্ধের ছবি অনেক টাকা কামায়, আমরাও বানাব কিন্তু সেখানে ভিলেনও একজন হিন্দুস্তানি । এখন সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গও চলে এসেছে , তুমি কখন বুঝবে করণ জোহর যে একজন সৈন্য একজন সৈন্যই হয় ।" তবে এখনও পর্যন্ত এনিয়ে কোনও পালটা মন্তব্য করেননি করণ ।

  • करण जोहर पे शायरी अर्ज़ है।
    हमें नैशनलिज़म की दुकान चलानी है मगर देश भक्ति नहीं दिखानी है।पाकिस्तान से वार वाली फ़िल्म बहुत पैसा कमाती है, हम भी बनायेंगे मगर उसका विलेन भी हिंदुस्तानी है।अब थर्ड जेंडर भी आर्मी में आ गया है मगर करण जोहर तू कब समझेगा एक सेनानी सिर्फ़ सेनानी है😁🙏

    — Kangana Ranaut (@KanganaTeam) August 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.