মুম্বই : এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে কঙ্গনা রানাওয়াত । তাঁর পালি হিলসের অফিস ভাঙা হয়েছে সম্প্রতি । ভগ্নস্তূপ সেই বাড়ি এবং অফিস ঘুরে দেখেছেন অভিনেত্রী, ভেঙে পড়েছেন । কিন্তু, কঙ্গনার দাবি যে, সেই বাংলো তাঁর বেআইনি সম্পত্তি নয় । বরং কঙ্গনার নিবাস যে আবাসনে, সেই 'DB ব্রিজ়'-কে 2018 সালে একটি নোটিশ পাঠায় BMC । সেই বাড়িটি নাকি শরদ পাওয়ারের থেকে কিনেছিলেন অভিনেত্রী ।
হ্যাঁ, এমনই দাবি করেছেন কঙ্গনা । টুইট করেছেন, "আমি যে বাড়িতে থাকি সেটি শরদ পাওয়ারের । আমি ওঁর পার্টনারের থেকে কিনেছিলাম এই আবাসনের একটি ফ্ল্যাট । তাই এই বাড়ি সংক্রান্ত জটিলতার ব্যাপারে উনি উত্তর দেবেন, আমি নয় ।"
কঙ্গনা এটাও জানিয়েছেন যে, তাঁর পালি হিলসের বাংলোটি কোনও বেআইনি সম্পত্তি নয় । সেই বাংলোর বিরুদ্ধে আজ অবধি কোনও নোটিশ পাঠায়নি BMC । বরং 'DB ব্রিজ়'-কে 2018 সালে নোটিশ পাঠানো হয়, অভিযোগ ছিল বহুতলটি নাকি অবৈধভাবে তৈরি করা হয়েছে ।
শরদ পাওয়ার বলতে কঙ্গনা কংগ্রেস নেতাকেই বোঝাতে চেয়েছেন, মনে করছেন নেটিজেনরা । তাহলে 'অবৈধভাবে নির্মিত' বাড়ির নেপথ্যে পাওয়ার ? প্রশ্ন তাদের । অভিযোগ উড়িয়েছেন শরদ পাওয়ার । জানিয়েছেন যে, অভিনেত্রীর বক্তব্যের কোনও ভিত্তি নেই ।