ETV Bharat / sitara

বৃষ্টিতে নষ্ট হতে পারে 'থালাইভি'-র সেট, আশঙ্কায় নির্মাতারা

'থালাইভি' ছবির জন্য হায়দরাবাদ ও চেন্নাইতে দুটি সেট তৈরি করা হয় । কিন্তু, শুটিং বন্ধ থাকায় ছয় সপ্তাহ ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে সেগুলি । এদিকে সামেনই বর্ষাকাল । তাই লকডাউন যদি জুন মাস পর্যন্ত চলে তাহলে সেটগুলি বৃষ্টিতে সম্পূর্ণ খারাপ হয়ে যাবে বলে আশঙ্কা নির্মাতাদের ।

sdf
sg
author img

By

Published : Apr 27, 2020, 11:50 AM IST

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । তার মধ্যে অনেকদিন আগেই বন্ধ করে দেওয়া হয় একাধিক সিনেমার শুটিং । এদিকে শুটিং বন্ধ হওয়ার ফলে সমস্যায় পড়েছেন 'থালাইভি' ছবির নির্মাতারা । এই সিনেমার আউটডোর সেটগুলি নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে তাঁদের কপালে । বৃষ্টিতে যে কোনও সময় নষ্ট হয়ে যেতে পারে সেগুলি ।

'থালাইভি' ছবির জন্য হায়দরাবাদ ও চেন্নাইতে দুটি সেট তৈরি করা হয় । কিন্তু, শুটিং বন্ধ থাকায় ছয় সপ্তাহ ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে সেগুলি । এদিকে সামেনই বর্ষাকাল । তাই লকডাউন যদি জুন মাস পর্যন্ত চলে তাহলে সেটগুলি বৃষ্টিতে সম্পূর্ণ খারাপ হয়ে যাবে বলে আশঙ্কা নির্মাতাদের ।

এ প্রসঙ্গে প্রযোজক শৈলেশ আর সিং বলেন, "বৃষ্টি শুরু হওয়ার আগেই আমরা শুটিং শেষ করতে চেয়েছিলাম । কারণ আউটডোরে সেটগুলি বানানো হয়েছিল । তাই বৃষ্টির ফলে সেগুলি পুরোপুরি খারাপ হয়ে যেতে পারে । এরপর পুনোরায় সেগুলি তৈরি করতে গেলে অনেক খরচ হয়ে যাবে ।"

ছবিতে তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে । হায়দরাবাদের রামকৃষ্ণ সিনে স্টুডিয়োতে সংসদ ভবনের সেট তৈরি করা হয়েছিল । 10 মার্চ থেকে সেখানে শুটিং শুরু হওয়ার কথা ছিল । চলত এপ্রিলের তৃতীয় সপ্তাহ পর্যন্ত । এরপর পরবর্তী শুটিংয়ের জন্য চেন্নাইতে রওনা দিত গোটা টিম । সেখানে এভিএম স্টুডিয়োতে সেট তৈরি করা হয়েছিল । এ প্রসঙ্গে প্রযোজক বিষ্ণু বর্ধন ইন্দুরি বলেন, "সেট তৈরির কাজ অনেকদিন আগেই শেষ হয়েছে । হায়দরাবাদের শুটিংয়ের পরই চেন্নাইতে শুটিংয়ের জন্য যাওয়ার কথা ছিল । কিন্তু, কোরোনার জন্য তার মধ্যেই বন্ধ করে দেওয়া হয় শুটিং । ফলে পুরোপুরি শেষ হয়নি হায়দরাবাদের শুটিংও ।"

সূত্রের খবর, স্টুডিয়োর ভাড়া ও সেট তৈরির জন্য খরচ হয়েছে 5 কোটি টাকা । শৈলেশ আর সিং বলেন, "মার্চ মাস পর্যন্ত হায়দরাবাদের স্টুডিয়ো ভাড়া নেওয়া হয়েছিল । কিন্তু, কোরোনা সংক্রমণের জেরে একদিনও শুটিং হয়নি । লকডাউন কবে উঠবে তা বলা যাচ্ছে না । যদি 10 দিন সময় পাওয়া যায় তাহলে তার মধ্যেই আমরা বাইরের দিকের শুটিংগুলি করে নিতে পারি ।"

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । তার মধ্যে অনেকদিন আগেই বন্ধ করে দেওয়া হয় একাধিক সিনেমার শুটিং । এদিকে শুটিং বন্ধ হওয়ার ফলে সমস্যায় পড়েছেন 'থালাইভি' ছবির নির্মাতারা । এই সিনেমার আউটডোর সেটগুলি নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে তাঁদের কপালে । বৃষ্টিতে যে কোনও সময় নষ্ট হয়ে যেতে পারে সেগুলি ।

'থালাইভি' ছবির জন্য হায়দরাবাদ ও চেন্নাইতে দুটি সেট তৈরি করা হয় । কিন্তু, শুটিং বন্ধ থাকায় ছয় সপ্তাহ ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে সেগুলি । এদিকে সামেনই বর্ষাকাল । তাই লকডাউন যদি জুন মাস পর্যন্ত চলে তাহলে সেটগুলি বৃষ্টিতে সম্পূর্ণ খারাপ হয়ে যাবে বলে আশঙ্কা নির্মাতাদের ।

এ প্রসঙ্গে প্রযোজক শৈলেশ আর সিং বলেন, "বৃষ্টি শুরু হওয়ার আগেই আমরা শুটিং শেষ করতে চেয়েছিলাম । কারণ আউটডোরে সেটগুলি বানানো হয়েছিল । তাই বৃষ্টির ফলে সেগুলি পুরোপুরি খারাপ হয়ে যেতে পারে । এরপর পুনোরায় সেগুলি তৈরি করতে গেলে অনেক খরচ হয়ে যাবে ।"

ছবিতে তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে । হায়দরাবাদের রামকৃষ্ণ সিনে স্টুডিয়োতে সংসদ ভবনের সেট তৈরি করা হয়েছিল । 10 মার্চ থেকে সেখানে শুটিং শুরু হওয়ার কথা ছিল । চলত এপ্রিলের তৃতীয় সপ্তাহ পর্যন্ত । এরপর পরবর্তী শুটিংয়ের জন্য চেন্নাইতে রওনা দিত গোটা টিম । সেখানে এভিএম স্টুডিয়োতে সেট তৈরি করা হয়েছিল । এ প্রসঙ্গে প্রযোজক বিষ্ণু বর্ধন ইন্দুরি বলেন, "সেট তৈরির কাজ অনেকদিন আগেই শেষ হয়েছে । হায়দরাবাদের শুটিংয়ের পরই চেন্নাইতে শুটিংয়ের জন্য যাওয়ার কথা ছিল । কিন্তু, কোরোনার জন্য তার মধ্যেই বন্ধ করে দেওয়া হয় শুটিং । ফলে পুরোপুরি শেষ হয়নি হায়দরাবাদের শুটিংও ।"

সূত্রের খবর, স্টুডিয়োর ভাড়া ও সেট তৈরির জন্য খরচ হয়েছে 5 কোটি টাকা । শৈলেশ আর সিং বলেন, "মার্চ মাস পর্যন্ত হায়দরাবাদের স্টুডিয়ো ভাড়া নেওয়া হয়েছিল । কিন্তু, কোরোনা সংক্রমণের জেরে একদিনও শুটিং হয়নি । লকডাউন কবে উঠবে তা বলা যাচ্ছে না । যদি 10 দিন সময় পাওয়া যায় তাহলে তার মধ্যেই আমরা বাইরের দিকের শুটিংগুলি করে নিতে পারি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.