ETV Bharat / sitara

সিনেমার প্রোমোশন করতে ক্যান্সারের ভুয়ো খবর ছড়ান সঞ্জয় ? - কঙ্গনা রানাওয়াতের খবর

সম্প্রতি সঞ্জয় দত্তের সঙ্গে দেখা করেছেন কঙ্গনা রানাওয়াত । তবে নেটিজেনরা ভালোভাবে নিচ্ছেন না এই মিটিং । তাদের মতে কঙ্গনা আসলে হিপোক্রিট । যে ব্যক্তি সিনেমার প্রোমোশন করতে ক্যান্সারের ভুয়ো খবর ছড়ান, তার কাছে কেন যাবেন কঙ্গনা ? প্রশ্ন তুলেছেন সোশাল মিডিয়া ইউজ়ারদের একাংশ ।

Sanjay dutt with Kangana Ranaut
Sanjay dutt with Kangana Ranaut
author img

By

Published : Nov 27, 2020, 5:42 PM IST

মুম্বই : হায়দরাবাদে একই হোটেলে ছিলেন কঙ্গনা রানাওয়াত আর সঞ্জয় দত্ত । এই কথা জানতে পেরেই সঞ্জয়ের হোটেল রুমে ছুটে যান কঙ্গনা । অভিনেতার শরীর-স্বাস্থ্য কেমন আছে জানতে চান । তবে নেটিজেনরা ভালো চোখে দেখছেন না কঙ্গনার এই 'হিপোক্রিসি' ।

কয়েকমাস আগে জানা গেছিল যে, ক্যান্সার আক্রান্ত সঞ্জয় দত্ত । চিকিৎসা করে সম্প্রতি ক্যান্সার মুক্ত হয়েছেন অভিনেতা । তবে এত তাড়াতাড়ি ফোর্থ স্টেজ ক্যান্সার কীভাবে সারতে পারে ? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা । অনেকেই ধরে নিয়েছেন যে, 'সড়ক 2'-এর প্রোমোশন করার জন্য এই অসুস্থতার ভুয়ো খবর ছড়ানো হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ।

এহেন সঞ্জয় দত্তের সঙ্গে দেখা করা ক্ষোভের মুখে কঙ্গনাও । একদিকে তিনি বলিউডের মাদকচক্র ফাঁস করছেন, অন্য়দিকে তিনি আবার এক মাদকাসক্তের সঙ্গে দেখা করছেন...এটা মেনে নিতে পারছেন না অনেকে । যদিও সঞ্জয় এখন আর মাদক নেন না বলেই জানিয়েছেন ।

সঞ্জয়ের ক্যান্সারের খবর ভুয়ো ধরে নিয়েই নেটিজেনরা আক্রমণ করা শুরু করেছেন কঙ্গনাকে । যিনি সত্যের ধ্বজাধারী, তিনি কীভাবে এমন এক "প্রতারক"-এর সঙ্গে দেখা করেন ? প্রশ্ন তুলেছেন তারা ।

দেখে নেওয়া যাক কয়েকটি মন্তব্য..

Sanjay dutt with Kangana Ranaut
সৌজন্যে টুইটার
Sanjay dutt with Kangana Ranaut
সৌজন্যে টুইটার
Sanjay dutt with Kangana Ranaut
সৌজন্যে টুইটার

মুম্বই : হায়দরাবাদে একই হোটেলে ছিলেন কঙ্গনা রানাওয়াত আর সঞ্জয় দত্ত । এই কথা জানতে পেরেই সঞ্জয়ের হোটেল রুমে ছুটে যান কঙ্গনা । অভিনেতার শরীর-স্বাস্থ্য কেমন আছে জানতে চান । তবে নেটিজেনরা ভালো চোখে দেখছেন না কঙ্গনার এই 'হিপোক্রিসি' ।

কয়েকমাস আগে জানা গেছিল যে, ক্যান্সার আক্রান্ত সঞ্জয় দত্ত । চিকিৎসা করে সম্প্রতি ক্যান্সার মুক্ত হয়েছেন অভিনেতা । তবে এত তাড়াতাড়ি ফোর্থ স্টেজ ক্যান্সার কীভাবে সারতে পারে ? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা । অনেকেই ধরে নিয়েছেন যে, 'সড়ক 2'-এর প্রোমোশন করার জন্য এই অসুস্থতার ভুয়ো খবর ছড়ানো হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ।

এহেন সঞ্জয় দত্তের সঙ্গে দেখা করা ক্ষোভের মুখে কঙ্গনাও । একদিকে তিনি বলিউডের মাদকচক্র ফাঁস করছেন, অন্য়দিকে তিনি আবার এক মাদকাসক্তের সঙ্গে দেখা করছেন...এটা মেনে নিতে পারছেন না অনেকে । যদিও সঞ্জয় এখন আর মাদক নেন না বলেই জানিয়েছেন ।

সঞ্জয়ের ক্যান্সারের খবর ভুয়ো ধরে নিয়েই নেটিজেনরা আক্রমণ করা শুরু করেছেন কঙ্গনাকে । যিনি সত্যের ধ্বজাধারী, তিনি কীভাবে এমন এক "প্রতারক"-এর সঙ্গে দেখা করেন ? প্রশ্ন তুলেছেন তারা ।

দেখে নেওয়া যাক কয়েকটি মন্তব্য..

Sanjay dutt with Kangana Ranaut
সৌজন্যে টুইটার
Sanjay dutt with Kangana Ranaut
সৌজন্যে টুইটার
Sanjay dutt with Kangana Ranaut
সৌজন্যে টুইটার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.