এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারের সময় কঙ্গনাকে প্রশ্ন করা হয়, করণ জোহরের চ্য়াট শো থেকে তাঁর বাদ পরার কারণ কী ? তাঁর উত্তরেই তিনি বলেন, "আমি কখনই মনে করিনা আমি বাদ পরেছি। বরং আমি নিজের জন্য় দাঁড়িয়েছি। আর অভিনেত্রীদের কথা বললে আমি বলব আমি নিজে তিনবার জাতীয় পুরস্কারজয়ী একজন অভিনেত্রী। মিস্টার জোহরের তালিকায় যে সব অভিনেত্রীরা আছেন তাঁদের অনেকেরই অভিনয় প্রতিভা প্রশ্নের মুখে।"
করণ ও হৃত্বিকের জায়গায় থাকলে কঙ্গনা কী করতেন ? অভিনেত্রীর সোজাসাপটা উত্তর, "আমার জায়গায় ওরা কখনও আসতেই পারবে না।"একটি অ্য়াওয়ার্ড শোয়ে করণ মজা করে বলেছিলেন, কঙ্গনার কাছে কাজ নেই। করণের থেকে নাকি কাজ চেয়েছিলেন কঙ্গনা। আর এই কথায় বেজায় চটে গেছেন কঙ্গনা। তাঁর মতে, "আমার প্রতিভা দেখ, আর করণের তৈরি ছবিগুলি দেখ ! কোন দিক থেকে আমাকে 'জবলেস' মনে হয় ওর ?"