ETV Bharat / sitara

"আমার জায়গায় করণ ও হৃত্বিক কোনওদিন আসতে পারবে না" : কঙ্গনা - karan johar

ঠোঁটকাটা স্বভাবের জন্য বিশেষভাবে পরিচিত কঙ্গনা রানাওয়াত। তিনি মুখ খুললেই বিতর্ক তৈরি হয়ে যায়। হৃত্বিকের সঙ্গে কঙ্গনার তিক্ততার কথা মোটামুটি সবারই জানা। করণ জোহরকেও ছেড়ে কথা বলেননি তিনি। আবারও একবার করণ ও হৃত্বিককে নিয়ে মন্তব্য় করে বসলেন এই অভিনেত্রী।

kangana ranaut
author img

By

Published : Mar 3, 2019, 5:39 PM IST

এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারের সময় কঙ্গনাকে প্রশ্ন করা হয়, করণ জোহরের চ্য়াট শো থেকে তাঁর বাদ পরার কারণ কী ? তাঁর উত্তরেই তিনি বলেন, "আমি কখনই মনে করিনা আমি বাদ পরেছি। বরং আমি নিজের জন্য় দাঁড়িয়েছি। আর অভিনেত্রীদের কথা বললে আমি বলব আমি নিজে তিনবার জাতীয় পুরস্কারজয়ী একজন অভিনেত্রী। মিস্টার জোহরের তালিকায় যে সব অভিনেত্রীরা আছেন তাঁদের অনেকেরই অভিনয় প্রতিভা প্রশ্নের মুখে।"

করণ ও হৃত্বিকের জায়গায় থাকলে কঙ্গনা কী করতেন ? অভিনেত্রীর সোজাসাপটা উত্তর, "আমার জায়গায় ওরা কখনও আসতেই পারবে না।"একটি অ্য়াওয়ার্ড শোয়ে করণ মজা করে বলেছিলেন, কঙ্গনার কাছে কাজ নেই। করণের থেকে নাকি কাজ চেয়েছিলেন কঙ্গনা। আর এই কথায় বেজায় চটে গেছেন কঙ্গনা। তাঁর মতে, "আমার প্রতিভা দেখ, আর করণের তৈরি ছবিগুলি দেখ ! কোন দিক থেকে আমাকে 'জবলেস' মনে হয় ওর ?"

এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারের সময় কঙ্গনাকে প্রশ্ন করা হয়, করণ জোহরের চ্য়াট শো থেকে তাঁর বাদ পরার কারণ কী ? তাঁর উত্তরেই তিনি বলেন, "আমি কখনই মনে করিনা আমি বাদ পরেছি। বরং আমি নিজের জন্য় দাঁড়িয়েছি। আর অভিনেত্রীদের কথা বললে আমি বলব আমি নিজে তিনবার জাতীয় পুরস্কারজয়ী একজন অভিনেত্রী। মিস্টার জোহরের তালিকায় যে সব অভিনেত্রীরা আছেন তাঁদের অনেকেরই অভিনয় প্রতিভা প্রশ্নের মুখে।"

করণ ও হৃত্বিকের জায়গায় থাকলে কঙ্গনা কী করতেন ? অভিনেত্রীর সোজাসাপটা উত্তর, "আমার জায়গায় ওরা কখনও আসতেই পারবে না।"একটি অ্য়াওয়ার্ড শোয়ে করণ মজা করে বলেছিলেন, কঙ্গনার কাছে কাজ নেই। করণের থেকে নাকি কাজ চেয়েছিলেন কঙ্গনা। আর এই কথায় বেজায় চটে গেছেন কঙ্গনা। তাঁর মতে, "আমার প্রতিভা দেখ, আর করণের তৈরি ছবিগুলি দেখ ! কোন দিক থেকে আমাকে 'জবলেস' মনে হয় ওর ?"

Intro:Body:

ঠোঁটকাটা স্বভাবের জন্য বিশেষভাবে পরিচিত কঙ্গনা রানাওয়াত। তিনি মুখ খুললেই বিতর্ক তৈরি হয়ে যায়। হৃত্বিকের সঙ্গে কঙ্গনার তিক্ততার কথা মোটামুটি সবারই জানা। করণ জোহরকেও ছেড়ে কথা বলেননি তিনি। আবারও একবার করণ ও হৃত্বিককে নিয়ে মন্তব্য় করে বসলেন এই অভিনেত্রী।



এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারের সময় কঙ্গনাকে প্রশ্ন করা হয়, করণ জোহরের চ্য়াট শো থেকে তাঁর বাদ পরার কারণ কী ? তাঁর উত্তরেই তিনি বলেন, "আমি কখনই মনে করিনা আমি বাদ পরেছি। বরং আমি নিজের জন্য় দাঁড়িয়েছি। আর অভিনেত্রীদের কথা বললে আমি বলব আমি নিজে তিনবার জাতীয় পুরস্কারজয়ী একজন অভিনেত্রী। মিস্টার জোহরের তালিকায় যে সব অভিনেত্রীরা আছেন তাঁদের অনেকেরই অভিনয় প্রতিভা প্রশ্নের মুখে।"



করণ ও হৃত্বিকের জায়গায় থাকলে কঙ্গনা কী করতেন ? অভিনেত্রীর সোজাসাপটা উত্তর, "আমার জায়গায় ওরা কখনও আসতেই পারবে না।"একটি অ্য়াওয়ার্ড শোয়ে করণ মজা করে বলেছিলেন, কঙ্গনার কাছে কাজ নেই। করণের থেকে নাকি কাজ চেয়েছিলেন কঙ্গনা। আর এই কথায় বেজায় চটে গেছেন কঙ্গনা। তাঁর মতে, "আমার প্রতিভা দেখ, আর করণের তৈরি ছবিগুলি দেখ ! কোন দিক থেকে আমাকে 'জবলেস' মনে হয় ওর ?"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.