ETV Bharat / sitara

কঙ্গনা-হৃত্বিকের Face-off!

হৃত্বিকের সঙ্গে নাকি সম্পর্ক ছিল কঙ্গনার। সেই অভিযোগ এনেছিলেন অভিনেত্রী নিজেই। এই নিয়ে কম জলঘোলা হয়নি। তারপর থেকে মুখ দেখাদেখি বন্ধ দুই তারকার। তবে ফের একবার মুখোমুখি আসছেন তাঁরা।

ফোটো সৌজন্য ইনস্টাগ্রাম
author img

By

Published : May 8, 2019, 10:24 AM IST

নয়াদিল্লি : ব্যক্তিগতভাবে নয়, এবার কাজের সূত্রেই মুখোমুখি হতে চলেছেন হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাওয়াত। যাকে Face-off বলছেন অনেকেই।

আসলে চলতি বছরের ২৬ জুলাই, এই একই দিনে মুক্তি পাবে হৃত্বিকের 'সুপার থার্টি' ও কঙ্গনার 'মেন্টাল হ্যায় ক্য়ায়া'।

গতকাল 'মেন্টার হ্যায় ক্য়ায়া'-র নির্মাতারা ছবির নতুন তারিখ ঘোষণা করেন। প্রথমে ছবিটি ২১ জুন মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ওই সময় মুক্তি পাচ্ছে সলমান খানের 'ভারত'। তাই বিগ বাজেট এই ছবির সঙ্গে টেক্কা দিতে নারাজ ছবির নির্মাতারা। তাই একমাস মুক্তি পিছিয়ে ২৬ জুলাই করা হয়েছে।

অন্যদিকে আগে থেকেই ঠিক ছিল যে ২৬ জুলাই মুক্তি পাবে হৃত্বিক রোশনের 'সুপার থার্টি'। ফলে একইদিনে দুই তারকার ছবি মুক্তি পাবে। তবে বক্স অফিসে ছবি দুটির মধ্যে বড়সড় টক্কর হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও শোনা যাচ্ছে, সুপার থার্টির মুক্তির তারিখ পিছতে পারে। কারণ, নির্মাতারাও চান না এই দুই তারকার ছবি একই দিনে মুক্তি পাক।

'কৃশ থ্রি'-তে একসঙ্গে কাজ করেছিলেন হৃত্বিক ও কঙ্গনা। ছবি করার সময়েই তাঁরা সম্পর্কে জড়ান বলে জানিয়েছিলেন কঙ্গনা। তবে গোটা বিষয়টি অস্বীকার করেন হৃত্বিক। অনেকেই বলেন, সুজ়েনের সঙ্গে বিচ্ছেদ হয়।

নয়াদিল্লি : ব্যক্তিগতভাবে নয়, এবার কাজের সূত্রেই মুখোমুখি হতে চলেছেন হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাওয়াত। যাকে Face-off বলছেন অনেকেই।

আসলে চলতি বছরের ২৬ জুলাই, এই একই দিনে মুক্তি পাবে হৃত্বিকের 'সুপার থার্টি' ও কঙ্গনার 'মেন্টাল হ্যায় ক্য়ায়া'।

গতকাল 'মেন্টার হ্যায় ক্য়ায়া'-র নির্মাতারা ছবির নতুন তারিখ ঘোষণা করেন। প্রথমে ছবিটি ২১ জুন মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ওই সময় মুক্তি পাচ্ছে সলমান খানের 'ভারত'। তাই বিগ বাজেট এই ছবির সঙ্গে টেক্কা দিতে নারাজ ছবির নির্মাতারা। তাই একমাস মুক্তি পিছিয়ে ২৬ জুলাই করা হয়েছে।

অন্যদিকে আগে থেকেই ঠিক ছিল যে ২৬ জুলাই মুক্তি পাবে হৃত্বিক রোশনের 'সুপার থার্টি'। ফলে একইদিনে দুই তারকার ছবি মুক্তি পাবে। তবে বক্স অফিসে ছবি দুটির মধ্যে বড়সড় টক্কর হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও শোনা যাচ্ছে, সুপার থার্টির মুক্তির তারিখ পিছতে পারে। কারণ, নির্মাতারাও চান না এই দুই তারকার ছবি একই দিনে মুক্তি পাক।

'কৃশ থ্রি'-তে একসঙ্গে কাজ করেছিলেন হৃত্বিক ও কঙ্গনা। ছবি করার সময়েই তাঁরা সম্পর্কে জড়ান বলে জানিয়েছিলেন কঙ্গনা। তবে গোটা বিষয়টি অস্বীকার করেন হৃত্বিক। অনেকেই বলেন, সুজ়েনের সঙ্গে বিচ্ছেদ হয়।

Intro:Body:

কঙ্গনা-হৃত্বিকের Face-off!



হৃত্বিকের সঙ্গে নাকি সম্পর্ক ছিল কঙ্গনার। সেই অভিযোগ এনেছিলেন অভিনেত্রী নিজেই। এই নিয়ে কম জলঘোলা হয়নি। তারপর থেকে মুখ দেখাদেখি বন্ধ দুই তারকার। তবে ফের একবার মুখোমুখি আসছেন তাঁরা।



নয়াদিল্লি : ব্যক্তিগতভাবে নয়, এবার কাজের সূত্রেই মুখোমুখি হতে চলেছেন হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাওয়াত। যাকে Face-off বলছেন অনেকেই।



আসলে চলতি বছরের ২৬ জুলাই, এই একই দিনে মুক্তি পাবে হৃত্বিকের 'সুপার থার্টি' ও কঙ্গনার 'মেন্টাল হ্যায় ক্য়ায়া'।



গতকাল 'মেন্টার হ্যায় ক্য়ায়া'-র নির্মাতারা ছবির নতুন তারিখ ঘোষণা করেন। প্রথমে ছবিটি ২১ জুন মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ওই সময় মুক্তি পাচ্ছে সলমান খানের 'ভারত'। তাই বিগ বাজেট এই ছবির সঙ্গে টেক্কা দিতে নারাজ ছবির নির্মাতারা। তাই একমাস মুক্তি পিছিয়ে ২৬ জুলাই করা হয়েছে।



অন্যদিকে আগে থেকেই ঠিক ছিল যে ২৬ জুলাই মুক্তি পাবে হৃত্বিক রোশনের 'সুপার থার্টি'। ফলে একইদিনে দুই তারকার ছবি মুক্তি পাবে। তবে  বক্স অফিসে ছবি দুটির মধ্যে বড়সড় টক্কর হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও শোনা যাচ্ছে, সুপার থার্টির মুক্তির তারিখ পিছতে পারে। কারণ, নির্মাতারাও চান না এই দুই তারকার ছবি একই দিনে মুক্তি পাক।



'কৃশ থ্রি'-তে একসঙ্গে কাজ করেছিলেন হৃত্বিক ও কঙ্গনা। ছবি করার সময়েই তাঁরা সম্পর্কে জড়ান বলে জানিয়েছিলেন কঙ্গনা। তবে গোটা বিষয়টি অস্বীকার করেন হৃত্বিক। অনেকেই বলেন, সুজ়েনের সঙ্গে বিচ্ছেদ হয়।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.