ETV Bharat / sitara

শকিং ! ইরার ডিপ্রেশনের জন্য আমিরের ডিভোর্সকে দায়ি করলেন কঙ্গনা ? - কঙ্গনা রানাওয়াতের খবর

ব্রোকেন ফ্যামিলি, অর্থাৎ যে পরিবারে স্বামী-স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে, সেই পরিবারের ছেলেমেয়েদের মধ্যে অনেক জটিলতা কাজ করে । আর সেখান থেকেই নাকি আসতে পারে ডিপ্রেশন । আমির খান আর রীনা দত্তের ডিভোর্সকেই ইরা খানের ডিপ্রেশনের কারণ হিসেবে দায়ি করলেন কঙ্গনা রানাওয়াত ।

kangana ranaut on amir khan's daughter ira depresstion
kangana ranaut on amir khan's daughter ira depresstion
author img

By

Published : Oct 12, 2020, 4:58 PM IST

মুম্বই : প্রতিটা ছোটোখাটো ব্যাপারে নিজের মতামত জানিয়ে থাকেন কঙ্গনা রানাওয়াত । বিষয়টি তাঁর সঙ্গে সম্পর্কিত না হলেও, সেখানে নিজের দৃষ্টান্ত তুলে ধরেন তিনি । কত অল্প বয়স থেকে কত স্ট্রাগল করতে হয়েছে তাঁকে, সেই কথাই বলতে থাকেন অভিনেত্রী । ইরা খানের ডিপ্রেশনের কথা শুনেও নিজের সঙ্গে তুলনা টানলেন কঙ্গনা ।

সম্প্রতি ইরা খান একটি ভিডিয়ো শেয়ার করে জানিয়েছেন যে চার বছর ধরে ক্লিনিকাল ডিপ্রেশনে ভুগছেন তিনি । নিয়মিত চিকিৎসা করাচ্ছেন, একটু একটু করে সুস্থতার পথে ইরা । ইরার এই ভিডিয়ো দেখে কঙ্গনা একটি পাল্টা পোস্ট করেছেন ।

kangana ranaut on amir khan's daughter ira depresstion
আমিরের সঙ্গে ইরা

লিখেছেন, "আমার যখন 16 বছর বয়স ছিল, তখন আমার উপর শারীরিক নির্যাতন করা হচ্ছিল । আমার দিদির উপর অ্যাসিড অ্যাটাক করা হয়েছিল, আমি একা হাতে দিদিকে সামলাচ্ছিলাম । ওদিকে মিডিয়া আমার পিছনে পড়ে গেছিল ।"

তাও তো কঙ্গনার ডিপ্রেশন হয়নি । তাহলে ইরার কেন হল ? নিজেই একজন ডাক্তারের মতো ইরার ডিপ্রেশনের কারণটা বাতলেছেন অভিনেত্রী । লিখেছেন, "ব্রোকেন ফ্যামিলির ছেলেমেয়েদের জীবনে অনেক জটিলতা কাজ করে । তাই ট্র্যাডিশনাল ফ্যামিলির খুব প্রয়োজন আজকের দিনে ।"

দেখে নিন কঙ্গনার পোস্ট...

  • At 16 I was facing physical assault, was single handedly taking care of my sister who was burnt with acid and also facing media wrath, there can be many reasons for depression but it’s generally difficult for broken families children, traditional family system is very important. https://t.co/0paMh8gTsv

    — Kangana Ranaut (@KanganaTeam) October 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : প্রতিটা ছোটোখাটো ব্যাপারে নিজের মতামত জানিয়ে থাকেন কঙ্গনা রানাওয়াত । বিষয়টি তাঁর সঙ্গে সম্পর্কিত না হলেও, সেখানে নিজের দৃষ্টান্ত তুলে ধরেন তিনি । কত অল্প বয়স থেকে কত স্ট্রাগল করতে হয়েছে তাঁকে, সেই কথাই বলতে থাকেন অভিনেত্রী । ইরা খানের ডিপ্রেশনের কথা শুনেও নিজের সঙ্গে তুলনা টানলেন কঙ্গনা ।

সম্প্রতি ইরা খান একটি ভিডিয়ো শেয়ার করে জানিয়েছেন যে চার বছর ধরে ক্লিনিকাল ডিপ্রেশনে ভুগছেন তিনি । নিয়মিত চিকিৎসা করাচ্ছেন, একটু একটু করে সুস্থতার পথে ইরা । ইরার এই ভিডিয়ো দেখে কঙ্গনা একটি পাল্টা পোস্ট করেছেন ।

kangana ranaut on amir khan's daughter ira depresstion
আমিরের সঙ্গে ইরা

লিখেছেন, "আমার যখন 16 বছর বয়স ছিল, তখন আমার উপর শারীরিক নির্যাতন করা হচ্ছিল । আমার দিদির উপর অ্যাসিড অ্যাটাক করা হয়েছিল, আমি একা হাতে দিদিকে সামলাচ্ছিলাম । ওদিকে মিডিয়া আমার পিছনে পড়ে গেছিল ।"

তাও তো কঙ্গনার ডিপ্রেশন হয়নি । তাহলে ইরার কেন হল ? নিজেই একজন ডাক্তারের মতো ইরার ডিপ্রেশনের কারণটা বাতলেছেন অভিনেত্রী । লিখেছেন, "ব্রোকেন ফ্যামিলির ছেলেমেয়েদের জীবনে অনেক জটিলতা কাজ করে । তাই ট্র্যাডিশনাল ফ্যামিলির খুব প্রয়োজন আজকের দিনে ।"

দেখে নিন কঙ্গনার পোস্ট...

  • At 16 I was facing physical assault, was single handedly taking care of my sister who was burnt with acid and also facing media wrath, there can be many reasons for depression but it’s generally difficult for broken families children, traditional family system is very important. https://t.co/0paMh8gTsv

    — Kangana Ranaut (@KanganaTeam) October 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.