ETV Bharat / state

বিয়ের সময় পৌঁছয়নি হেলিকপ্টার, 7 লাখ জরিমানা বেসরকারি বিমান সংস্থার - HELICOPTER FOR WEDDING

এক কৃষক তাঁর বিয়ের জন্য একটি বেসরকারি বিমান সংস্থা থেকে হেলিকপ্টার ভাড়া করেছিলেন। কিন্তু, হেলিকপ্টার সময় মতো বিয়েতে পৌঁছয়নি ৷

HELICOPTER FOR WEDDING
বিয়ের সময় পৌঁছয়নি হেলিকপ্টার (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2025, 8:06 PM IST

ভোপাল, 4 জানুয়ারি: মানুষ তাদের বিয়েকে স্মরণীয় করে রাখতে নানা রকমের চেষ্টা করে থাকেন। এই কথা মাথায় রেখে মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলার এক কৃষক তার বিয়েকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে করে বিয়ে করতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই মতো একটি বেসরকারি বিমান সংস্থার সঙ্গে চুক্তিও করেছিলেন তিনি। সেই কোম্পানিকে অগ্রিম টাকাও দেওয়া হয়েছিল। কিন্তু, সময় মতো বিয়ের দিন পৌঁছল না হেলিকপ্টার ৷ এর জেরে নিজের এলাকাতে তো বটেই, মেয়ের বাড়ির কাছেও তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তাঁকে অপমানিত হতে হয়েছে বলে অভিযোগ করেছেন ওই কৃষক।

জানা গিয়েছে, নর্মদাপুরমের কৃষক গিরওয়ার সিং প্যাটেল 2019 সালে বিয়ে করেন। তিনি 2 মে 2019 থেকে 3 মে 2019-এর জন্য হেলিকপ্টার ভাড়া করেছিলেন। এর জন্য 9 লক্ষ টাকাও খরচ করেছিলেন তিনি। এতে কোম্পানিকে কিছু টাকা অগ্রিমও দেওয়া হয়। অনুমতিপত্র ইত্যাদি পেতে প্রায় এক লক্ষ টাকা খরচ হয়েছিল। কিন্তু, ওই অ্যাভিয়েশন কোম্পানির হেলিকপ্টার সময়মতো বিয়ের দিন পৌঁছয়নি বলে অভিযোগ ৷ সময় মতো হেলিকপ্টার না আসায় বরকে শেষ পর্যন্ত গাড়িতে করেই বিয়ে করতে যেতে হয়। এই ঘটনায় তাঁর আত্মীয়স্বজন ও মেয়ে পক্ষের সামনেও তাঁর ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগ করেন গিরওয়ার সিং প্যাটেল। এই পরিস্থিতিতে উপভোক্তা দফতরের দ্বারস্থ হন তিনি।

এদিকে সময় মতো হেলিকপ্টার পাঠাতে না পারার কারণ হিসেবে খারাপ আবহাওয়ার কথা উল্লেখ করেছিল সংস্থাটি। কিন্তু, এই ঘটনা সমাজে বরের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে বলে সম্মত হয়েছে কনজিউমার ফোরাম। অভিযোগকারী হেলিকপ্টারের জন্য সমস্ত অনুমতি নিয়েছিলেন এবং বিমান সংস্থাকে অগ্রিম অর্থও দিয়েছিলেন। কিন্তু, সময়মতো পরিষেবা দিতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। উপভোক্তা দফতর অভিযোগকারীকে তাঁর খরচ-সহ সাত লাখ টাকা ক্ষতিপূরণ দিতে ওই বিমান সংস্থাকে নির্দেশ দিয়েছে।

গিরওয়ার সিং প্যাটেল এর আগে নরসিংহপুর জেলা গ্রাহক ফোরামে অভিযোগ করেছিলেন। যেখানে ফোরাম অভিযোগকারীর পক্ষে রায় দেওয়ার সময় বিমান সংস্থাকে 4 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু, অভিযোগকারী ক্ষতিপূরণের এই পরিমাণে সন্তুষ্ট ছিলেন না। তাই রাজ্য উপভোক্তা ফোরামের কাছে আবেদন জানান তিনি। যেখান থেকে এখন কৃষককে 7 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোপাল, 4 জানুয়ারি: মানুষ তাদের বিয়েকে স্মরণীয় করে রাখতে নানা রকমের চেষ্টা করে থাকেন। এই কথা মাথায় রেখে মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলার এক কৃষক তার বিয়েকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে করে বিয়ে করতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই মতো একটি বেসরকারি বিমান সংস্থার সঙ্গে চুক্তিও করেছিলেন তিনি। সেই কোম্পানিকে অগ্রিম টাকাও দেওয়া হয়েছিল। কিন্তু, সময় মতো বিয়ের দিন পৌঁছল না হেলিকপ্টার ৷ এর জেরে নিজের এলাকাতে তো বটেই, মেয়ের বাড়ির কাছেও তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তাঁকে অপমানিত হতে হয়েছে বলে অভিযোগ করেছেন ওই কৃষক।

জানা গিয়েছে, নর্মদাপুরমের কৃষক গিরওয়ার সিং প্যাটেল 2019 সালে বিয়ে করেন। তিনি 2 মে 2019 থেকে 3 মে 2019-এর জন্য হেলিকপ্টার ভাড়া করেছিলেন। এর জন্য 9 লক্ষ টাকাও খরচ করেছিলেন তিনি। এতে কোম্পানিকে কিছু টাকা অগ্রিমও দেওয়া হয়। অনুমতিপত্র ইত্যাদি পেতে প্রায় এক লক্ষ টাকা খরচ হয়েছিল। কিন্তু, ওই অ্যাভিয়েশন কোম্পানির হেলিকপ্টার সময়মতো বিয়ের দিন পৌঁছয়নি বলে অভিযোগ ৷ সময় মতো হেলিকপ্টার না আসায় বরকে শেষ পর্যন্ত গাড়িতে করেই বিয়ে করতে যেতে হয়। এই ঘটনায় তাঁর আত্মীয়স্বজন ও মেয়ে পক্ষের সামনেও তাঁর ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগ করেন গিরওয়ার সিং প্যাটেল। এই পরিস্থিতিতে উপভোক্তা দফতরের দ্বারস্থ হন তিনি।

এদিকে সময় মতো হেলিকপ্টার পাঠাতে না পারার কারণ হিসেবে খারাপ আবহাওয়ার কথা উল্লেখ করেছিল সংস্থাটি। কিন্তু, এই ঘটনা সমাজে বরের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে বলে সম্মত হয়েছে কনজিউমার ফোরাম। অভিযোগকারী হেলিকপ্টারের জন্য সমস্ত অনুমতি নিয়েছিলেন এবং বিমান সংস্থাকে অগ্রিম অর্থও দিয়েছিলেন। কিন্তু, সময়মতো পরিষেবা দিতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। উপভোক্তা দফতর অভিযোগকারীকে তাঁর খরচ-সহ সাত লাখ টাকা ক্ষতিপূরণ দিতে ওই বিমান সংস্থাকে নির্দেশ দিয়েছে।

গিরওয়ার সিং প্যাটেল এর আগে নরসিংহপুর জেলা গ্রাহক ফোরামে অভিযোগ করেছিলেন। যেখানে ফোরাম অভিযোগকারীর পক্ষে রায় দেওয়ার সময় বিমান সংস্থাকে 4 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু, অভিযোগকারী ক্ষতিপূরণের এই পরিমাণে সন্তুষ্ট ছিলেন না। তাই রাজ্য উপভোক্তা ফোরামের কাছে আবেদন জানান তিনি। যেখান থেকে এখন কৃষককে 7 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.