ETV Bharat / state

ফের বাংলায় ঢুকেছে ওড়িশার বাঘ ! উদ্ধারে আসতে হবে সে রাজ্যের বনকর্মীদের; কড়া বার্তা মমতার - MAMATA BANERJEE

মুখ্যমন্ত্রীর কথায়, বাঘ পাঠালে চিরকালের জন্য পাঠাক ওড়িশা সরকার ৷ বাংলা রেখে দেবে । এখানে টাইগার রেসকিউ সেন্টার ও গভীর জঙ্গল আছে ৷

CM Mamata Banerjee
বাঘ নিয়ে ওড়িশা সরকারকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2025, 8:01 PM IST

গঙ্গাসাগর, 6 জানুয়ারি: সীমানা পেরিয়ে বাঘ পশ্চিমবঙ্গে এলে উদ্ধারে আসতে হবে সে রাজ্যের বনকর্মীদের ৷ গঙ্গাসাগর থেকে সোমবার পড়শি রাজ্যের প্রতি এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সম্প্রতি ওড়িশার সিমলিপালের জঙ্গল থেকে সীমানা পেরিয়ে জিনাত নামে একটি রয়াল বেঙ্গল টাইগার ঢুকে গিয়েছিল বাংলায় ৷ জিনাতকে উদ্ধার করে এই রাজ্যের বন দফতর ৷ বাঘিনীকে উদ্ধার করে নিয়ে আসা হয় আলিপুর চিড়িয়াখানার হাসপাতালে ৷ কেন জিনাতকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলে চিঠি দিয়েছিল ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বা এনটিসি । তাতেই কি ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী ? ওই চিঠির পেছনে কি ওড়িশার বিজেপি সরকারের কলকাঠি দেখছেন তিনি ? এই নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "সীমান্ত পেরিয়ে যে বাঘ ঢুকে পড়েছে বাংলায়, ওড়িশা সরকারের অফিসারেরাই তাকে এসে উদ্ধার করে নিয়ে যাক ।" ওড়িশা সরকারকে তাঁর এই বার্তা যথেষ্ট তাৎপর্যবহ ৷

প্রসঙ্গত, সোমবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরদ্বীপে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাঘ নিয়ে ওড়িশার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি । এদিন মুখ্যমন্ত্রী বলেন, "একটি বাঘ পাঁচটা জঙ্গল পেরোল । পাঁচটা জেলা আতঙ্কে ছিল । স্কুল বন্ধ ছিল । যেই আমরা উদ্ধার করলাম, আমাদের বন বিভাগের কর্মীরা মিলে উদ্ধার করল, তখনই ফোন আসতে শুরু করল, তাড়াতাড়ি ফিরিয়ে দাও । আমরা ফিরিয়ে দিলাম । আবার একটা বাঘ ঢুকেছে কালকে ।"

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "তোমরা তো দেখাশোনা করবে । যাতে তোমাদের বাঘ আমাদের এই রাজ্যে ঢুকে না পড়ে । আমাদের গ্রামে আতঙ্ক না ছড়ায় । আবার যে বাঘ এসেছে আমি ওড়িশা সরকারকে বলব, বনকর্মীদের মাধ্যমে রেসকিউ অপারেশন করে নিয়ে যেতে । আমাদের কর্মীরা পাঁচ দিন না ঘুমিয়ে পাঁচটা জেলা বন্ধ রেখে, স্কুল বন্ধ রেখে, বাঘ ধরেছিল । এখন আবার একই আতঙ্ক তৈরি হলে তো মুশকিল ।"

মুখ্যমন্ত্রী বলেন, "বাঘের আতঙ্ক আমরা সহ্য করব । যখন সেই বাঘ আমরা ধরব, তখন আরও একটা চলে এল । এটা আবার কী ! বাঘ পাঠালে চিরকালের জন্য পাঠাক ৷ আমরা রেখে দিচ্ছি । তোমাদের জায়গা না থাকলে আমাদের টাইগার রেসকিউ সেন্টার আছে ৷ আমাদের গভীর জঙ্গল আছে ৷ সেখানেই আমরা এদের লালন পালন করব ।"

তাঁর সংযোজন, "আমি ওড়িশা সরকারকে বলছি, দোষারোপ না করে অনুগ্রহ করে আপনাদের বনকর্মীদের পাঠান । আপনাদের বাঘ উদ্ধার করে নিয়ে যান । সব সময় আমাদের দোষারোপ করবেন না । আমাদের পাঁচটা জেলা অনেক হ্যাঁপা সহ্য করেছে । আমি শুধু বলব, আমাদের মানুষকে যেন আর এসব ঝামেলা সহ্য করতে না হয় ।"

মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্যের পর রাজ্যের এক শীর্ষ বন আধিকারিক বলেন, "একটি বাঘ পুরুলিয়া সীমান্ত লাগোয়া দলমার জঙ্গলে ঘোরাঘুরি করছে । আমরা বন দফতরের তরফ থেকে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করেছি । জঙ্গল সীমানায় নিরাপত্তা বাড়ানো হয়েছে । সাধারণ মানুষকেও সতর্ক করা হচ্ছে ।"

গঙ্গাসাগর, 6 জানুয়ারি: সীমানা পেরিয়ে বাঘ পশ্চিমবঙ্গে এলে উদ্ধারে আসতে হবে সে রাজ্যের বনকর্মীদের ৷ গঙ্গাসাগর থেকে সোমবার পড়শি রাজ্যের প্রতি এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সম্প্রতি ওড়িশার সিমলিপালের জঙ্গল থেকে সীমানা পেরিয়ে জিনাত নামে একটি রয়াল বেঙ্গল টাইগার ঢুকে গিয়েছিল বাংলায় ৷ জিনাতকে উদ্ধার করে এই রাজ্যের বন দফতর ৷ বাঘিনীকে উদ্ধার করে নিয়ে আসা হয় আলিপুর চিড়িয়াখানার হাসপাতালে ৷ কেন জিনাতকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলে চিঠি দিয়েছিল ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বা এনটিসি । তাতেই কি ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী ? ওই চিঠির পেছনে কি ওড়িশার বিজেপি সরকারের কলকাঠি দেখছেন তিনি ? এই নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "সীমান্ত পেরিয়ে যে বাঘ ঢুকে পড়েছে বাংলায়, ওড়িশা সরকারের অফিসারেরাই তাকে এসে উদ্ধার করে নিয়ে যাক ।" ওড়িশা সরকারকে তাঁর এই বার্তা যথেষ্ট তাৎপর্যবহ ৷

প্রসঙ্গত, সোমবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরদ্বীপে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাঘ নিয়ে ওড়িশার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি । এদিন মুখ্যমন্ত্রী বলেন, "একটি বাঘ পাঁচটা জঙ্গল পেরোল । পাঁচটা জেলা আতঙ্কে ছিল । স্কুল বন্ধ ছিল । যেই আমরা উদ্ধার করলাম, আমাদের বন বিভাগের কর্মীরা মিলে উদ্ধার করল, তখনই ফোন আসতে শুরু করল, তাড়াতাড়ি ফিরিয়ে দাও । আমরা ফিরিয়ে দিলাম । আবার একটা বাঘ ঢুকেছে কালকে ।"

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "তোমরা তো দেখাশোনা করবে । যাতে তোমাদের বাঘ আমাদের এই রাজ্যে ঢুকে না পড়ে । আমাদের গ্রামে আতঙ্ক না ছড়ায় । আবার যে বাঘ এসেছে আমি ওড়িশা সরকারকে বলব, বনকর্মীদের মাধ্যমে রেসকিউ অপারেশন করে নিয়ে যেতে । আমাদের কর্মীরা পাঁচ দিন না ঘুমিয়ে পাঁচটা জেলা বন্ধ রেখে, স্কুল বন্ধ রেখে, বাঘ ধরেছিল । এখন আবার একই আতঙ্ক তৈরি হলে তো মুশকিল ।"

মুখ্যমন্ত্রী বলেন, "বাঘের আতঙ্ক আমরা সহ্য করব । যখন সেই বাঘ আমরা ধরব, তখন আরও একটা চলে এল । এটা আবার কী ! বাঘ পাঠালে চিরকালের জন্য পাঠাক ৷ আমরা রেখে দিচ্ছি । তোমাদের জায়গা না থাকলে আমাদের টাইগার রেসকিউ সেন্টার আছে ৷ আমাদের গভীর জঙ্গল আছে ৷ সেখানেই আমরা এদের লালন পালন করব ।"

তাঁর সংযোজন, "আমি ওড়িশা সরকারকে বলছি, দোষারোপ না করে অনুগ্রহ করে আপনাদের বনকর্মীদের পাঠান । আপনাদের বাঘ উদ্ধার করে নিয়ে যান । সব সময় আমাদের দোষারোপ করবেন না । আমাদের পাঁচটা জেলা অনেক হ্যাঁপা সহ্য করেছে । আমি শুধু বলব, আমাদের মানুষকে যেন আর এসব ঝামেলা সহ্য করতে না হয় ।"

মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্যের পর রাজ্যের এক শীর্ষ বন আধিকারিক বলেন, "একটি বাঘ পুরুলিয়া সীমান্ত লাগোয়া দলমার জঙ্গলে ঘোরাঘুরি করছে । আমরা বন দফতরের তরফ থেকে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করেছি । জঙ্গল সীমানায় নিরাপত্তা বাড়ানো হয়েছে । সাধারণ মানুষকেও সতর্ক করা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.