ETV Bharat / sitara

হোটেলের ঘরে সঞ্জয়ের সঙ্গে দেখা করলেন কঙ্গনা - Sanjay Dutt in Hyderabad

আজ টুইটারে একটি ছবি পোস্ট করেন কঙ্গনা । সেখানে সঞ্জয়ের পাশে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । ছবির ক্যাপশনে তিনি লেখেন, "যখন আমি জানতে পারি হায়দরাবাদের একই হোটেলে আমরা রয়েছি, তখনই আজ সকালে সঞ্জু স্যারের সঙ্গে দেখা করতে যাই । তাঁর স্বাস্থ্যের খবর নিই । আর তাঁকে আরও সুন্দর ও সুস্থ দেখে খুবই ভালো লাগছে । আমরা সবাই আপনার সুস্বাস্থ্যের কামনা করি ।"

asd
asd
author img

By

Published : Nov 27, 2020, 1:41 PM IST

হায়দরাবাদ : এই মুহূর্তে হায়দরাবাদে 'থালাইভি'-র শুটিং করছেন কঙ্গনা রানাওয়াত । পাশাপাশি হায়দরাবাদেই রয়েছেন সঞ্জয় দত্ত । এমনকী, একই হোটেলে রয়েছেন তাঁরা । আর সেকথা জানার পরই আজ সকালে সঞ্জয়ের সঙ্গে দেখা করতে যান অভিনেত্রী ।

আজ টুইটারে একটি ছবি পোস্ট করেন কঙ্গনা । সেখানে সঞ্জয়ের পাশে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর হাসি মুখে ক্যামেরায় পোজ় দেন তাঁরা । এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "যখন আমি জানতে পারি হায়দরাবাদের একই হোটেলে আমরা রয়েছি, তখনই আজ সকালে সঞ্জু স্যারের সঙ্গে দেখা করতে যাই । তাঁর স্বাস্থ্যের খবর নিই । আর তাঁকে আরও সুন্দর ও সুস্থ দেখে খুবই ভালো লাগছে । আমরা সবাই আপনার সুস্বাস্থ্যের কামনা করি ।"

  • When I got to know we were staying in the same hotel in Hydrabad, I went to see Sanju sir this morning to check on his health and was pleasantly surprised to see him look even more handsome and healthy. We pray for your long life and good health 🥰 pic.twitter.com/VPB5reGThp

    — Kangana Ranaut (@KanganaTeam) November 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন সঞ্জয় দত্ত । মাত্র কয়েকদিন আগেই এই মারণ রোগের সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছেন তিনি । আর সেকথা সোশাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের জানিয়েছিলেন । তাই অভিনেতা একই হোটেলে রয়েছেন একথা জানতে পারার পরই সোজা তাঁর সঙ্গে দেখা করতে চলে গিয়েছিলেন কঙ্গনা । এক মুহূর্তও দেরি করেননি তিনি ।

এই মুহূর্তে হায়দরাবাদে জয়ললিতার বায়োপিক 'থালাইভি'-র শুটিং করছেন কঙ্গনা । এর পাশাপাশি তাঁর পরবর্তী অ্যাকশন ছবি 'ধাকড়'-এর প্রস্তুতিও নিচ্ছেন । অন্যদিকে 'কেজিএফ 2'-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সঞ্জয় । এছাড়া রণবীর কাপুরের সঙ্গে 'শামশেরা' ছবিতেও দেখা যাবে তাঁকে ।

হায়দরাবাদ : এই মুহূর্তে হায়দরাবাদে 'থালাইভি'-র শুটিং করছেন কঙ্গনা রানাওয়াত । পাশাপাশি হায়দরাবাদেই রয়েছেন সঞ্জয় দত্ত । এমনকী, একই হোটেলে রয়েছেন তাঁরা । আর সেকথা জানার পরই আজ সকালে সঞ্জয়ের সঙ্গে দেখা করতে যান অভিনেত্রী ।

আজ টুইটারে একটি ছবি পোস্ট করেন কঙ্গনা । সেখানে সঞ্জয়ের পাশে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর হাসি মুখে ক্যামেরায় পোজ় দেন তাঁরা । এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "যখন আমি জানতে পারি হায়দরাবাদের একই হোটেলে আমরা রয়েছি, তখনই আজ সকালে সঞ্জু স্যারের সঙ্গে দেখা করতে যাই । তাঁর স্বাস্থ্যের খবর নিই । আর তাঁকে আরও সুন্দর ও সুস্থ দেখে খুবই ভালো লাগছে । আমরা সবাই আপনার সুস্বাস্থ্যের কামনা করি ।"

  • When I got to know we were staying in the same hotel in Hydrabad, I went to see Sanju sir this morning to check on his health and was pleasantly surprised to see him look even more handsome and healthy. We pray for your long life and good health 🥰 pic.twitter.com/VPB5reGThp

    — Kangana Ranaut (@KanganaTeam) November 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন সঞ্জয় দত্ত । মাত্র কয়েকদিন আগেই এই মারণ রোগের সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছেন তিনি । আর সেকথা সোশাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের জানিয়েছিলেন । তাই অভিনেতা একই হোটেলে রয়েছেন একথা জানতে পারার পরই সোজা তাঁর সঙ্গে দেখা করতে চলে গিয়েছিলেন কঙ্গনা । এক মুহূর্তও দেরি করেননি তিনি ।

এই মুহূর্তে হায়দরাবাদে জয়ললিতার বায়োপিক 'থালাইভি'-র শুটিং করছেন কঙ্গনা । এর পাশাপাশি তাঁর পরবর্তী অ্যাকশন ছবি 'ধাকড়'-এর প্রস্তুতিও নিচ্ছেন । অন্যদিকে 'কেজিএফ 2'-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সঞ্জয় । এছাড়া রণবীর কাপুরের সঙ্গে 'শামশেরা' ছবিতেও দেখা যাবে তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.