মুম্বই : কঙ্গনাকে জুতো ছুড়ে মেরেছিলেন মহেশ ভাট। এমনই বিস্ফোরক অভিযোগ এনেছিলেন কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি চান্দেল। সেই অভিযোগের প্রসঙ্গেই এবার মুখ খুললেন পরিচালক-প্রযোজক মহেশ ভাট।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে মহেশ বলেন, "ও কত জুনিয়র। যখন শুরু করেছিল তখন বাচ্চা ছিল। ওর আত্মীয় শুধুমাত্র আমাকে আক্রমণ করেছে বলে আমি কোনও কমেন্ট করতে চাই না।"
মহেশ আরও বলেন, "আমাদের বড় হয়ে ওঠা বা সংস্কৃতি আমাদের শেখায় যে নিজের সন্তানের উপর কখনও আঙুল তুলতে নেই। তাই সন্তানের বিরুদ্ধে কিছু বলা অসম্ভব। আমার শিক্ষা আমাকে এটা করতে আটকাছে।"
সম্প্রতি রঙ্গোলি অভিযোগ তোলেন, মহেশ ভাট কঙ্গনার দিকে জুতো ছুঁড়ে মেরেছিলেন। তিনি লিখেছিলেন, "প্রিয় সোনিজি, মহেশ ভাট নয় ওকে ব্রেক দিয়েছিল অনুরাগ বসু। মহেশ ভাটজি ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন ওই ছবির।" এখানেই থামেননি রঙ্গোলি। তিনি আরও লিখেছিলেন, "মনে রাখবেন উনি (মহেশ ভাট) ওই প্রোডাকশন হাউজ়টি কিনে নেননি। ও লমহের পর উনি কঙ্গনাকে নিয়ে ধোকা নাম একটি ছবি বানাতে চেয়েছিলেন, কিন্তু কঙ্গনা রাজি হয়নি। তাই ও শুধু কঙ্গনার উপর চিৎকারই করেনি, ও লমহের প্রিভিউতে হলের মধ্যে চটি ছুড়ে মেরেছিল। এমনকী ওকে সেখানে আসার অনুমতি পর্যন্ত দেয়নি। ও তখন মাত্র ১৯ বছরের ছিল।"