মুম্বই : 'ভারাক্রান্ত মন' নিয়ে আজই মুম্বই ছেড়েছেন । চলে গিয়েছেন মানালির বাড়িতে । কিন্তু, সেখানে গিয়েও চুপ থাকেননি । ফের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরকে আক্রমণ করলেন কঙ্গনা রানাওয়াত ।
বাড়ি যাওয়ার পরই উদ্ধব ঠাকরকে আক্রমণ করে একটি টুইট করেন কঙ্গনা । লেখেন, "মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর আসল সমস্যাটা হল যে আমি মুভি মাফিয়া, সুশান্ত সিং রাজপুতের খুনি ও মাদক চক্রের বিষয়টা সবার সামনে ফাঁস করেছি । আসলে এদের সঙ্গে তাঁর আদরের ছেলে আদিত্য ঠাকরে পার্টি করতেন । এটাই আমার সবথেকে বড় অপরাধ । তাই এখন তারা আমায় শায়েস্তা করতে চাইছে, ঠিক আছে দেখা যাক তাহলে কে কাকে শায়েস্তা করে ।"
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একের পর এক বিষয় নিয়ে সরব হতে দেখা গিয়েছে কঙ্গনাকে । কখনও বলিউডের নেপোটিজ়ম আবার কখনও ইন্ডাস্ট্রির সঙ্গে মাদক যোগের অভিযোগ নিয়ে সরব হয়েছেন তিনি । প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্র পুলিশ ও মহারাষ্ট্র সরকারের ভূমিকা নিয়েও । এরপর মুম্বইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে শিবসেনার ক্ষোভের মুখে পড়েন তিনি ।
এই গোটা বিষয় নিয়ে একাধিকবারই শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কঙ্গনা । চলেছিল আক্রমণ পালটা আক্রমণের পালা ।
এই বাকযুদ্ধের মাঝেই বেআইনি নির্মাণের অভিযোগ তুলে কঙ্গনার পালি হিলসের অফিসে নোটিশ পাঠায় বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC) । তারপর 9 সেপ্টেম্বর বুলডোজ়ার দিয়ে ওই নির্মাণে ভাঙচুর চালায় তারা । এই ঘটনা শিবসেনা বনাম কঙ্গনার লড়াইকে এক নতুন মাত্রা দেয় । সেই সময় উদ্ধব ঠাকরেকে আক্রমণ করে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেছিলেন তিনি । এরই মাঝে মাত্র ছয় দিনের মাথায় 'ভারাক্রান্ত মন' নিয়ে মুম্বই ছাড়লেন অভিনেত্রী ।
এ প্রসঙ্গে টুইটারে লেখেন, "ভারাক্রান্ত মন নিয়ে মুম্বই ছাড়ছি । এই ক’দিন ধরে আমাকে ভয় দেখানো হয়েছে, আক্রমণ এবং গালিগালাজ করা হয়েছে, অফিসের পর আমার বাড়িটাও ভেঙে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, সারাক্ষণ নিরাপত্তারক্ষীরা অস্ত্র হাতে নিয়ে আমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। বলতে বাধ্য হচ্ছি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে আমার তুলনা একদম সঠিক ছিল ।"