ETV Bharat / sitara

কলঙ্কের গানে মাধুরীর কথক, মুগ্ধ দর্শক

শুধু গান এই ছবির USP নয়, এই ছবির অন্যতম USP তার সেট। দেশভাগের প্রেক্ষাপটে তৈরি ছবিটির সেটও দেখার মতো সঞ্জয় লীলা বনশালির পর অভিষেক বর্মন দেখিয়েছেন। গল্পের স্থান লাহৌর।

কলঙ্কের গানে মাধুরী
author img

By

Published : Apr 9, 2019, 7:58 PM IST

Updated : Apr 10, 2019, 11:44 AM IST

মুম্বই : 'দেবদাস'-এ মাধুরী দীক্ষিতের কথক দেখেছিলেন দর্শক। তারপর প্রায় দেড় দশক কেটেছে। ফের একবার মাধুরীর নাচের দক্ষতায় মুগ্ধ হলেন দর্শক। আজ সামনে এসেছে কলঙ্কের চতুর্থ গান 'তবহা হো গ্যায়ে'। তাতেই মাধুরী ধরা দিয়েছেন তাঁর পুরোনো অবতারে।

প্রথম থেকেই মাধুরী বলে এসেছেন নাচ তাঁর কাছে সব। আর সেই নাচের সঙ্গে যদি তাঁর মেন্টর সরোজ খান জড়িয়ে থাকেন। তাহলে তো সেটা মাস্টারপিস হবে, তাতে কোনও সন্দেহ নেই। 'তবহা হো গ্যায়ে'-র কোরিওগ্রাফি করেছেন সরোজ খান। তাঁকে সাহায্য করেছেন কোরিওগ্রাফার রেমো ডি'সুজ়া।

তবে শুধু নাটকে ক্রেডিট দিলে চলবে না। শ্রেয়া ঘোষালের গলায় এই গান যেন মনে করাবে পুরোনো ক্লাসিকাল মাস্টারপিসের কথা। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। সুর প্রীতমের। তবলা, ঢোলক, পাখওয়াজ় সহ একাধিক বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে গানটিকে সাজিয়ে তুলতে।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

শুধু গান এই ছবির USP নয়, এই ছবির অন্যতম USP তার সেট। দেশভাগের প্রেক্ষাপটে তৈরি ছবিটির সেটও দেখার মতো সঞ্জয় লীলা বনশালির পর অভিষেক বর্মন দেখিয়েছেন। গল্পের স্থান লাহৌর। ফলে সেই সময়ের লাহৌরকে ফুটিয়ে তুলতে ২ বছরের বেশি সময় লেগেছে সেট তৈরি হতে। এরপর তো ছবির স্টার কাস্ট আছেই। এই নিয়ে আলিয়া-বরুণ চারটে ছবি করে ফেললেন। এদিকে প্রায় ১৯ বছর পর একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন মাধুরী ও সঞ্জয়। অন্যদিকে আদিত্য রয় কাপুর ও সোনাক্ষী সিনহারও তুলনা নেই। এককথা আগামী ১৭ এপ্রিল ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শক।

মুম্বই : 'দেবদাস'-এ মাধুরী দীক্ষিতের কথক দেখেছিলেন দর্শক। তারপর প্রায় দেড় দশক কেটেছে। ফের একবার মাধুরীর নাচের দক্ষতায় মুগ্ধ হলেন দর্শক। আজ সামনে এসেছে কলঙ্কের চতুর্থ গান 'তবহা হো গ্যায়ে'। তাতেই মাধুরী ধরা দিয়েছেন তাঁর পুরোনো অবতারে।

প্রথম থেকেই মাধুরী বলে এসেছেন নাচ তাঁর কাছে সব। আর সেই নাচের সঙ্গে যদি তাঁর মেন্টর সরোজ খান জড়িয়ে থাকেন। তাহলে তো সেটা মাস্টারপিস হবে, তাতে কোনও সন্দেহ নেই। 'তবহা হো গ্যায়ে'-র কোরিওগ্রাফি করেছেন সরোজ খান। তাঁকে সাহায্য করেছেন কোরিওগ্রাফার রেমো ডি'সুজ়া।

তবে শুধু নাটকে ক্রেডিট দিলে চলবে না। শ্রেয়া ঘোষালের গলায় এই গান যেন মনে করাবে পুরোনো ক্লাসিকাল মাস্টারপিসের কথা। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। সুর প্রীতমের। তবলা, ঢোলক, পাখওয়াজ় সহ একাধিক বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে গানটিকে সাজিয়ে তুলতে।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

শুধু গান এই ছবির USP নয়, এই ছবির অন্যতম USP তার সেট। দেশভাগের প্রেক্ষাপটে তৈরি ছবিটির সেটও দেখার মতো সঞ্জয় লীলা বনশালির পর অভিষেক বর্মন দেখিয়েছেন। গল্পের স্থান লাহৌর। ফলে সেই সময়ের লাহৌরকে ফুটিয়ে তুলতে ২ বছরের বেশি সময় লেগেছে সেট তৈরি হতে। এরপর তো ছবির স্টার কাস্ট আছেই। এই নিয়ে আলিয়া-বরুণ চারটে ছবি করে ফেললেন। এদিকে প্রায় ১৯ বছর পর একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন মাধুরী ও সঞ্জয়। অন্যদিকে আদিত্য রয় কাপুর ও সোনাক্ষী সিনহারও তুলনা নেই। এককথা আগামী ১৭ এপ্রিল ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শক।

Intro:Body:Conclusion:
Last Updated : Apr 10, 2019, 11:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.