ETV Bharat / sitara

অজয়ের সঙ্গে সেলফি তুলতে চেয়ে হতাশ কাজল ! - কাজল

বিবাহবার্ষিকীর দিন অজয়ের সঙ্গে একটা সেলফি তোলার আবদার করেছিলেন কাজল । যদিও সেই আবদার রাখেননি অজয় । ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সেকথা জানিয়েছেন কাজল ।

author img

By

Published : Feb 25, 2020, 5:21 PM IST

মুম্বই : বিবাহবার্ষিকীর দিন স্বামী-স্ত্রী একে অপরের কাছে বিভিন্ন ধরনের আবদার করে থাকেন । সেভাবেই অজয় দেবগনের কাছে ছোট্ট একটা আবদার করেছিলেন কাজল । যদিও তা রাখতে পারেননি অজয় । অবশ্য মন খারাপ না করে হাসিমুখেই তা মেনে নেন কাজল ।

বিষয়টা একটু খোলসা করা যাক । আসলে গতকাল ছিল অজয়-কাজলের বিবাহবার্ষিকী । 21 বছর পূরণ করলেন তাঁরা । সেই উপলক্ষ্যে গতকাল অজয়ের সঙ্গে একটা সেলফি তুলতে চান কাজল । তখন অজয় তাঁকে বলেন, "যাও ওখানে গিয়ে বসো । আমি ছবি তুলে দিচ্ছি..." এর উত্তরে কাজল বলেন, "সেলফি মানে একসঙ্গে ছবি তোলা..." তবে কাজলের কথায় খুব একটা গুরুত্ব দেননি অজয় । আঙুল দেখিয়ে তাঁকে সিঁড়ির উপর গিয়ে বসতে বলেন । বাধ্য মেয়ের মতো তাই করেন কাজল । অজয়ের তোলা ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন তিনি । আর এই ছবির পিছনে থাকা বিষয়গুলি ক্যাপশনে জানান কাজল ।

বাড়ির সিঁড়িতে বসে হাসিমুখে বসে থাকতে দেখা গেছে কাজলকে । এই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও শেয়ার করেন অজয় । পালটা উত্তর হিসেবে তিনি লেখেন, "আমার কাছে সেলফি মানে আমি ক্যামেরার পিছনে থাকব ।"

খুব বেশি ছবি তোলা পছন্দ করেন না অজয় । কাজল ও অজয়ের বেশিরভাগ ছবি তোলে ছেলে যুগ । সোশাল মিডিয়ায় তাঁদের বেশিরভাগ ছবিতেই যুগকে ক্রেডিট দেওয়া হয় । আর অজয় যে রোম্যান্টিক নন সেকথা নিজেই বলেছেন কাজল । ভ্যালেন্টাইন'স ডে-তে কখনও নাকি কাজলকে একটা ফুলও উপহার দেননি তিনি । তা নিয়ে অবশ্য কাজলের কোনও আক্ষেপ নেই । কারণ তিনি ভালোভাবেই জানেন জীবনের যে কোনও সমস্যায় অজয়কে পাশে পাবেন তিনি । ফলত অজয় দেবগন তাঁর সঙ্গে সেলফি তুললেন কি না তা নিয়ে বিন্দুমাত্রও যায় আসে না কাজলের...

মুম্বই : বিবাহবার্ষিকীর দিন স্বামী-স্ত্রী একে অপরের কাছে বিভিন্ন ধরনের আবদার করে থাকেন । সেভাবেই অজয় দেবগনের কাছে ছোট্ট একটা আবদার করেছিলেন কাজল । যদিও তা রাখতে পারেননি অজয় । অবশ্য মন খারাপ না করে হাসিমুখেই তা মেনে নেন কাজল ।

বিষয়টা একটু খোলসা করা যাক । আসলে গতকাল ছিল অজয়-কাজলের বিবাহবার্ষিকী । 21 বছর পূরণ করলেন তাঁরা । সেই উপলক্ষ্যে গতকাল অজয়ের সঙ্গে একটা সেলফি তুলতে চান কাজল । তখন অজয় তাঁকে বলেন, "যাও ওখানে গিয়ে বসো । আমি ছবি তুলে দিচ্ছি..." এর উত্তরে কাজল বলেন, "সেলফি মানে একসঙ্গে ছবি তোলা..." তবে কাজলের কথায় খুব একটা গুরুত্ব দেননি অজয় । আঙুল দেখিয়ে তাঁকে সিঁড়ির উপর গিয়ে বসতে বলেন । বাধ্য মেয়ের মতো তাই করেন কাজল । অজয়ের তোলা ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন তিনি । আর এই ছবির পিছনে থাকা বিষয়গুলি ক্যাপশনে জানান কাজল ।

বাড়ির সিঁড়িতে বসে হাসিমুখে বসে থাকতে দেখা গেছে কাজলকে । এই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও শেয়ার করেন অজয় । পালটা উত্তর হিসেবে তিনি লেখেন, "আমার কাছে সেলফি মানে আমি ক্যামেরার পিছনে থাকব ।"

খুব বেশি ছবি তোলা পছন্দ করেন না অজয় । কাজল ও অজয়ের বেশিরভাগ ছবি তোলে ছেলে যুগ । সোশাল মিডিয়ায় তাঁদের বেশিরভাগ ছবিতেই যুগকে ক্রেডিট দেওয়া হয় । আর অজয় যে রোম্যান্টিক নন সেকথা নিজেই বলেছেন কাজল । ভ্যালেন্টাইন'স ডে-তে কখনও নাকি কাজলকে একটা ফুলও উপহার দেননি তিনি । তা নিয়ে অবশ্য কাজলের কোনও আক্ষেপ নেই । কারণ তিনি ভালোভাবেই জানেন জীবনের যে কোনও সমস্যায় অজয়কে পাশে পাবেন তিনি । ফলত অজয় দেবগন তাঁর সঙ্গে সেলফি তুললেন কি না তা নিয়ে বিন্দুমাত্রও যায় আসে না কাজলের...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.