মুম্বই : এই বছরই 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা' ছবিতে জুহিকে দেখা গেছে। তাও কোথাও গিয়ে অভিনেত্রীর মনে হয় যে, তিনি সন্তোষজনক চরিত্র পাচ্ছেন না।
জুহি বলেন, "অনেক ছবিরই অফার পাচ্ছি। তবে সেগুলো যে মনের মতো হবে তার কোনও মানে নেই। তাছাড়া এমন সব ছবির অফারও আসে যেগুলো একেবারে বিবেচনা করারও যোগ্য নয়।"
- View this post on Instagram
Someone once said,”When you photograph people in Black and white, you photograph their souls” 🖤
">
২০১৬ সালে 'চক অ্যান্ড ডাস্টার' ছবিতে শাবানা আজ়মির সঙ্গে দেখা গেছিল জুহিকে। ছবির স্ক্রিপ্ট পড়ে জুহির এত ভালো লেগে যায় যে, তিনি নিজেই শাবানা আজ়মিকে ফোন করে ছবিটি করার কথা জানান।
তবে সাধারণত এই ধরনের প্র্য়াক্টিসে একেবারেই স্বচ্ছন্দ নন জুহি। তিনি বললেন, ফোন তুলে কাউকে কাজের কথা বলতে আমার ভালো লাগে না।