ETV Bharat / sitara

HD প্রিন্টে লিক 'জাজমেন্টাল হ্যায় কেয়া', আয়ে পড়তে পারে প্রভাব - kangana ranaut

প্রথম দিনই বক্স অফিস কালেক্সন ছিল 7-8 কোটি । কিন্তু কিছুক্ষণের মধ্যে পাইরেটেড ওয়েবসাইটে HD প্রিন্টে লিক হয়ে যায় 'জাজমেন্টাল হ্যায় কেয়া' । আয়ে প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন অনেকে ।

জাজমেন্টাল হ্যায় কেয়া
author img

By

Published : Jul 28, 2019, 12:31 PM IST

মুম্বই : কঙ্গনা আর রাজকুমার রাওয়ের 'জাজমেন্টাল হ্যায় কেয়া' শুক্রবার মুক্তি পেয়েছে । ছবিটি দর্শকের পছন্দ হয়েছে বলাই যায় । কিন্তু ছবির জন্য খারাপ খবর, ছবিটি অনলাইন লিক হয়ে গেছে ।

সূত্রের খবর, 'জাজমেন্টাল হ্যায় কেয়া' মুক্তির কিছুক্ষণের মধ্যেই পাইরেটেড ছবির ওয়েবসাইটগুলিতে ছবিটি লিক করে দেওয়া হয়েছে । সবথেকে চিন্তার বিষয়, 'জাজমেন্টাল হ্যায় কেয়া' HD প্রিন্টে লিক হয়েছে ।

রিপোর্ট অনুযায়ী, ছবির বক্স অফিস কালেক্সন মুক্তির দিনই ছিল 7-8 কোটি । যা যথেষ্ট ভালো উপার্জন বলেই মনে করা হয় ।

ছবির পরিচালনা করেছেন প্রকাশ কোভেলামুদি । একতা কাপুর, শোভা কাপুর ও শৈলেশ আর সিং ছবিটির প্রযোজনা করেছেন ।

কঙ্গনার এই ছবিটি অনেকদিন ধরেই চর্চার বিষয় হয়ে রয়েছে । ছবির নাম নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছিল । প্রথমে ছবির নাম 'মেন্টাল হ্যায় কেয়া' রাখা হয়েছিল । পরে তা পালটে 'জাজমেন্টাল হ্যায় কেয়া' রাখা হয় ।

মুম্বই : কঙ্গনা আর রাজকুমার রাওয়ের 'জাজমেন্টাল হ্যায় কেয়া' শুক্রবার মুক্তি পেয়েছে । ছবিটি দর্শকের পছন্দ হয়েছে বলাই যায় । কিন্তু ছবির জন্য খারাপ খবর, ছবিটি অনলাইন লিক হয়ে গেছে ।

সূত্রের খবর, 'জাজমেন্টাল হ্যায় কেয়া' মুক্তির কিছুক্ষণের মধ্যেই পাইরেটেড ছবির ওয়েবসাইটগুলিতে ছবিটি লিক করে দেওয়া হয়েছে । সবথেকে চিন্তার বিষয়, 'জাজমেন্টাল হ্যায় কেয়া' HD প্রিন্টে লিক হয়েছে ।

রিপোর্ট অনুযায়ী, ছবির বক্স অফিস কালেক্সন মুক্তির দিনই ছিল 7-8 কোটি । যা যথেষ্ট ভালো উপার্জন বলেই মনে করা হয় ।

ছবির পরিচালনা করেছেন প্রকাশ কোভেলামুদি । একতা কাপুর, শোভা কাপুর ও শৈলেশ আর সিং ছবিটির প্রযোজনা করেছেন ।

কঙ্গনার এই ছবিটি অনেকদিন ধরেই চর্চার বিষয় হয়ে রয়েছে । ছবির নাম নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছিল । প্রথমে ছবির নাম 'মেন্টাল হ্যায় কেয়া' রাখা হয়েছিল । পরে তা পালটে 'জাজমেন্টাল হ্যায় কেয়া' রাখা হয় ।

Intro:Body:

judjemental hai kya


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.