মুম্বই : জাহ্নবী কাপুরের দ্বিতীয় ছবি 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' । প্রথম ছবি 'ধড়ক'-এর থেকে অনেকটাই আলাদা ছিল এই ছবির চরিত্র । প্রেম-ভালোবাসা নয়, একেবারে ভারতীয় বিমানবাহিনীর প্রথম মহিলা অফিসার গুঞ্জনের চরিত্রে জাহ্নবী । কতটা আলাদা ছিল সেই অভিজ্ঞতা ?
IANS-কে অভিনেত্রী বললেন, "এই ছবিটা করে আমি অভিনেত্রী হিসেবে নিজেকে চিনতে শিখেছি । আমায় একটা আলাদা আত্মবিশ্বাস দিয়েছে 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' । হয়তো সেটা গুঞ্জন ম্যামের গল্পটার জন্যই । আর নিজের এই উন্নতিটা আমি উপভোগ করছি ।"
ছবিতে জাহ্নবীর অভিনয় প্রশংসিত হয়েছে । তবে তাঁর থেকেও বেশি নজর কেড়েছেন পঙ্কজ ত্রিপাঠী । পঙ্কজ এখানে জাহ্নবীর বাবার চরিত্রে অভিনয় করেছেন ।
সিনেমার মাধ্যমে মানুষের জীবনকে প্রভাবিত করতে চান জাহ্নবী । আর তিনি সেটা করতে পারবেন বলেই বিশ্বাস অভিনেত্রীর । যদিও নেপোটিজ়ম বিতর্কে অনেকেই জাহ্নবীকে কোণঠাসা করেছেন, তবে সেসবকে পাত্তা না দিয়েই এগিয়ে যেতে চান শ্রীদেবী-কন্যা ।