লস অ্যাঞ্জেলস : মাত্র চারমাস আগে রাজকীয় কায়দায় সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। কিন্তু, সেই বিয়ে এবার ভাঙতে চলেছে। এমনই এক দাবি জানিয়েছে একটি আন্তর্জাতিক ম্যাগাজ়িন।
ওই আন্তর্জাতিক ম্যাগাজ়িনের দাবি যে ইতিমধ্যেই প্রিয়াঙ্কা ও নিক নাকি ডিভোর্স ফাইল করেছেন! তাঁদের দাবি এই যে বিয়ের পর একে অপরকে চিনতে শুরু করেছেন প্রিয়াঙ্কা-নিক। তাই নিত্যদিন চলছে তাঁদের ঝগড়া।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এখানে থামেনি ওই ম্যাগাজ়িন। তাঁরা দাবি করেছে যে একটি সূত্র তাঁদের জানিয়ছে, কাজ-পার্টি থেকে শুরু করে বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া চলছে প্রিয়াঙ্কা ও নিকের মধ্য়ে। সেই সূত্রই জানাচ্ছে যে প্রিয়াঙ্কা অল্পতেই রেগে যান। যা নিক আগে থেকে জানতেন না। ফলে এখন বিয়ের পর এই সব বিষয়ের জেরেই সরে আসতে চাইছেন নিক।
IANS-এ প্রকাশিত খবর অনুযায়ী, ওই ম্যাগাজ়িনে আরও বলা হয়ে যে টাকা পয়সা নিয়েও সমস্যা চলছে নিক ও প্রিয়াঙ্কার মধ্যে। এই বিষয় প্রিয়াঙ্কা বা নিক, কেউই কোনও প্রতিক্রিয়া দেননি।
এমনকী আজ প্রিয়াঙ্কা নিকের ভাইয়ের গ্যাজুয়েশন সেরেমনিতে উপস্থিত ছিলেন। তা থেকেই অনেকে ধরে নিচ্ছে ম্যাগাজ়িনে প্রকাশিত খবর গুজব। সম্প্রতি সপরিবারে ছুটি কাটাতেও দেখা গেছে প্রিয়াঙ্কাকে।