মুম্বই : তাঁর গান এখনও হাসায়-কাঁদায় মানুষের। আপাতত নিজের এই গায়ক ইমেজটাই ধরে রাখতে চান সোনু নিগম।
সোনু বলেন, "আমি এই মুহূর্তে রাজনীতির জন্য তৈরি নই। অফার পেয়েছিলাম। তবে আমি শান্তভাবে প্রত্যাখ্যান করেছি সেই অফার।"
মোদির ওয়েব সিরিজ়ে গান গেয়েছেন সোনু। কোনও চাপ ছিল কি তাঁর? এই প্রশ্নে সোনু বললেন, "একেবারেই না। এটা অন্য় আর পাঁচটা সাধারণ গানের মতোই একটা গান। আমি এই গানেও ততটাই গুরুত্ব দিয়েছি যতটা অন্য গানে দিই।" প্রসঙ্গত, মোদির অসামান্য জয়ে সোনু শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।
কয়েকমাস আগে সোনু বলেছিলেন যে, ভারতে শিল্পীদের কদর করা হয় না। এর থেকে পাকিস্তানি হলে ভালো হত, বলেছিলেন এমনও। সেই নিয়ে তুমুল বিতর্ক হয়।