ETV Bharat / sitara

শীঘ্রই ক্যানসারকে জয় করে ফিরবেন বলে আশাবাদী সঞ্জয়

ক্যানসার চিকিৎসার জন্য এখন মুম্বইতে রয়েছেন সঞ্জয় দত্ত । সম্প্রতি হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিমের সেলুনে যান তিনি । সেখানে একটি ভিডিয়ো শুট করেন । খুব শীঘ্রই ক্যানসারকে জয় করে ফিরবেন বলে আশাবাদী তিনি ।

asd
asd
author img

By

Published : Oct 15, 2020, 3:50 PM IST

মুম্বই : ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত । চিকিৎসাও শুরু করে দিয়েছেন তিনি । খুব শীঘ্রই এই মারণ রোগকে জয় করে ফিরে আসবেন বলে আশাবাদী অভিনেতা ।

কয়েকদিন আগে সন্তানদের সঙ্গে দেখা করতে স্ত্রী মান্যতার সঙ্গে দুবাইতে পাড়ি দিয়েছেন সঞ্জয় । সেখানে বেশ কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটান তিনি । এখন অবশ্য চিকিৎসার জন্য মুম্বইতে ফিরে এসেছেন । সম্প্রতি হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিমের সেলুনে গিয়েছিলেন তিনি । চুল কাটার পর একটি ভিডিয়ো শুট করেন । আর সেই ভিডিয়োতে প্রথমবার ক্যানসার আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করেন তিনি ।

আলিম হাকিমের ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে । ভিডিয়োতে একটি দাগকে দেখিয়ে সঞ্জয় বলেন, "এটা আমার জীবনের নতুন দাগ । তবে আমি এটাকে জয় করবই । আমি খুব শীঘ্রই ক্যানসার থেকে সেরে উঠব ।" এরপর আলিমের সঙ্গে তাঁর পরিচয় কীভাবে হয়েছিল সেকথা ভিডিয়োতে উল্লেখ করেন তিনি ।

পাশাপাশি আপকামিং ছবি 'কেজিএফ : চ্যাপ্টার 2' নিয়েও কথা বলেছেন এই ভিডিয়োতে । 'কেজিএফ'-এর লুকের জন্য এখন দাড়ি কাটছেন না বলে জানিয়েছেন সঞ্জয় । সেই লুকে তাঁকে দাড়ি রাখতে দেখা যাবে । এ প্রসঙ্গে তিনি বলেন, "নভেম্বর থেকে এই ছবির শুটিং শুরু হবে । এতদিন পর সেটে ফিরতে পারব এটা ভেবেই খুব ভালো লাগছে । 'সামসেরা'-র ডাবিংও শুরু করব ।"

অগাস্টের মাঝামাঝি সময় জানা যায় ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঞ্জয় । চিকিৎসা শুরু হওয়ার ফলে তাঁর ওজন অনেকটা কমে গিয়েছে । তাঁর সাম্প্রতিক কয়েকটি ছবি প্রকাশ্যে আসার পর তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন অনুরাগীরা । এই ভিডিয়োতে ওজন কমে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি । বলেন, "মাসেল আবার ফিরে আসবে । আসতে আসতে আসছে । আমি এটা থেকে ঠিক বেরিয়ে আসব ।"

মুম্বই : ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত । চিকিৎসাও শুরু করে দিয়েছেন তিনি । খুব শীঘ্রই এই মারণ রোগকে জয় করে ফিরে আসবেন বলে আশাবাদী অভিনেতা ।

কয়েকদিন আগে সন্তানদের সঙ্গে দেখা করতে স্ত্রী মান্যতার সঙ্গে দুবাইতে পাড়ি দিয়েছেন সঞ্জয় । সেখানে বেশ কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটান তিনি । এখন অবশ্য চিকিৎসার জন্য মুম্বইতে ফিরে এসেছেন । সম্প্রতি হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিমের সেলুনে গিয়েছিলেন তিনি । চুল কাটার পর একটি ভিডিয়ো শুট করেন । আর সেই ভিডিয়োতে প্রথমবার ক্যানসার আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করেন তিনি ।

আলিম হাকিমের ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে । ভিডিয়োতে একটি দাগকে দেখিয়ে সঞ্জয় বলেন, "এটা আমার জীবনের নতুন দাগ । তবে আমি এটাকে জয় করবই । আমি খুব শীঘ্রই ক্যানসার থেকে সেরে উঠব ।" এরপর আলিমের সঙ্গে তাঁর পরিচয় কীভাবে হয়েছিল সেকথা ভিডিয়োতে উল্লেখ করেন তিনি ।

পাশাপাশি আপকামিং ছবি 'কেজিএফ : চ্যাপ্টার 2' নিয়েও কথা বলেছেন এই ভিডিয়োতে । 'কেজিএফ'-এর লুকের জন্য এখন দাড়ি কাটছেন না বলে জানিয়েছেন সঞ্জয় । সেই লুকে তাঁকে দাড়ি রাখতে দেখা যাবে । এ প্রসঙ্গে তিনি বলেন, "নভেম্বর থেকে এই ছবির শুটিং শুরু হবে । এতদিন পর সেটে ফিরতে পারব এটা ভেবেই খুব ভালো লাগছে । 'সামসেরা'-র ডাবিংও শুরু করব ।"

অগাস্টের মাঝামাঝি সময় জানা যায় ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঞ্জয় । চিকিৎসা শুরু হওয়ার ফলে তাঁর ওজন অনেকটা কমে গিয়েছে । তাঁর সাম্প্রতিক কয়েকটি ছবি প্রকাশ্যে আসার পর তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন অনুরাগীরা । এই ভিডিয়োতে ওজন কমে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি । বলেন, "মাসেল আবার ফিরে আসবে । আসতে আসতে আসছে । আমি এটা থেকে ঠিক বেরিয়ে আসব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.