ETV Bharat / sitara

লকডাউনের মাঝে হিং ফোড়নের গন্ধ, রান্নাটা জমবে তো ?

লকডাউনে শর্টফিল্ম তৈরি করছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজ় প্রোডাকশন, 'লকডাউন শর্টস' । তাদের প্রথম গল্প 'হিং' । অভিনয়ে অপরাজিতা আঢ্য ও মানালি দে ।

hing shortfilm by shibaprasad mukhopadhyay and nandita roy
hing shortfilm by shibaprasad mukhopadhyay and nandita roy
author img

By

Published : Apr 16, 2020, 7:01 PM IST

কলকাতা : লকডাউন আমাদের অনেক কিছু শিখিয়েছে । বাড়িতে থাকা, বাড়ির কাজ করা বা বলা ভালো বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে রাখাটা যে কত কঠিন কাজ, সেটা সবাই বুঝতে পারছে বাড়িতে থাকার পর থেকে । যাঁরা বাড়িতে থাকেন বছরের পর বছর, বাড়ির কাজ করেন, তাঁদের এই শর্টফিল্মের মাধ্যমেই শ্রদ্ধা জানালো উইন্ডোজ় ।

জিনিয়া সেনের গল্পে বাড়ি থেকেই শুট করলেন অপরাজিতা আর মানালি । দিদি আর বোনের চরিত্রে দেখা গেল তাঁদের । আর ছবিটি বাড়িতে বসেই এডিট করলেন মলয় লাহা । প্রবুদ্ধ ব্যানার্জির মিউজ়িকে যেন আরও একটু প্রাণ পেল গল্পটি ।

নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে শর্টফিল্ম 'হিং' শেয়ার করেছে উইন্ডোজ় । এর মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই 4 মিনিটের ছোট্ট ছবি । বেশ প্রশংসাও পাচ্ছে নেটিজেনদের কাছে ।

দেখে নিন...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : লকডাউন আমাদের অনেক কিছু শিখিয়েছে । বাড়িতে থাকা, বাড়ির কাজ করা বা বলা ভালো বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে রাখাটা যে কত কঠিন কাজ, সেটা সবাই বুঝতে পারছে বাড়িতে থাকার পর থেকে । যাঁরা বাড়িতে থাকেন বছরের পর বছর, বাড়ির কাজ করেন, তাঁদের এই শর্টফিল্মের মাধ্যমেই শ্রদ্ধা জানালো উইন্ডোজ় ।

জিনিয়া সেনের গল্পে বাড়ি থেকেই শুট করলেন অপরাজিতা আর মানালি । দিদি আর বোনের চরিত্রে দেখা গেল তাঁদের । আর ছবিটি বাড়িতে বসেই এডিট করলেন মলয় লাহা । প্রবুদ্ধ ব্যানার্জির মিউজ়িকে যেন আরও একটু প্রাণ পেল গল্পটি ।

নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে শর্টফিল্ম 'হিং' শেয়ার করেছে উইন্ডোজ় । এর মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই 4 মিনিটের ছোট্ট ছবি । বেশ প্রশংসাও পাচ্ছে নেটিজেনদের কাছে ।

দেখে নিন...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.