ETV Bharat / sitara

লকডাউনে ডিপ্রেসড রিচা ? - রিচা চড্ডার খবর

লকডাউনের সময়টা প্রথমে বেশ কষ্টকর মনে হয়েছিল রিচা চড্ডার । চারপাশে বাড়তে থাকা মৃত্যুর খবর শুনতে শুনতে তিনি ডিপ্রেসড হয়ে গেছিলেন । জানালেন IANS-কে ।

Richa chadda depressed
Richa chadda depressed
author img

By

Published : Apr 6, 2020, 8:16 PM IST

মুম্বই : রান্না করা থেকে ঘর পরিষ্কার, এখন সবকিছুই করছে রিচা চড্ডা । তবে লকডাউনের শুরুতে মনটা বেশ খারাপই ছিল অভিনেত্রীর । একটা বাড়ির মধ্যে আটকে থেকে শুধু মৃত্য়ুর খবর শুনতে ভালো লাগছিল না তাঁর, ডিপ্রেসড হয়ে পড়েছিলেন ।

রিচা বলেন, "লকডাউনের প্রথম সপ্তাহে, আমি ডিপ্রেসড হয়ে পড়েছিলাম । চারপাশে বাড়তে থাকা মৃত্যুর সংবাদ আর লকডাউনে মানুষের কষ্ট দেখে আমার খুব কষ্ট হচ্ছিল ।"

Richa chadda depressed
.

লকডাউনের মধ্যে থেকে কিছু মজার ভিডিয়ো তৈরি করছেন রিচা । সেই প্রসঙ্গে তিনি বললেন, "আমি তাই এই পরিস্থিতি থেকে বেরোনোর একটা পন্থা ভাবলাম । আমার ডোনেশন তো যেমন চলার চলছিল, তার মধ্যেই আমি চাইলাম মানুষের মুখে একটু হাসি ফোটানোর ।"

রিচা আরও বললেন, "আমি কখনই এই রোগটাকে নিয়ে মজা করতে চাই না । তবে এই সময়ে দাঁড়িয়েও এমন কিছু খবর শোনা যায়, যেগুলো সাধারণ মানুষকে হাসিয়ে ছাড়ে ।"

দেখে নিন রিচার সেরকমই একটা ভিডিয়ো...

মুম্বই : রান্না করা থেকে ঘর পরিষ্কার, এখন সবকিছুই করছে রিচা চড্ডা । তবে লকডাউনের শুরুতে মনটা বেশ খারাপই ছিল অভিনেত্রীর । একটা বাড়ির মধ্যে আটকে থেকে শুধু মৃত্য়ুর খবর শুনতে ভালো লাগছিল না তাঁর, ডিপ্রেসড হয়ে পড়েছিলেন ।

রিচা বলেন, "লকডাউনের প্রথম সপ্তাহে, আমি ডিপ্রেসড হয়ে পড়েছিলাম । চারপাশে বাড়তে থাকা মৃত্যুর সংবাদ আর লকডাউনে মানুষের কষ্ট দেখে আমার খুব কষ্ট হচ্ছিল ।"

Richa chadda depressed
.

লকডাউনের মধ্যে থেকে কিছু মজার ভিডিয়ো তৈরি করছেন রিচা । সেই প্রসঙ্গে তিনি বললেন, "আমি তাই এই পরিস্থিতি থেকে বেরোনোর একটা পন্থা ভাবলাম । আমার ডোনেশন তো যেমন চলার চলছিল, তার মধ্যেই আমি চাইলাম মানুষের মুখে একটু হাসি ফোটানোর ।"

রিচা আরও বললেন, "আমি কখনই এই রোগটাকে নিয়ে মজা করতে চাই না । তবে এই সময়ে দাঁড়িয়েও এমন কিছু খবর শোনা যায়, যেগুলো সাধারণ মানুষকে হাসিয়ে ছাড়ে ।"

দেখে নিন রিচার সেরকমই একটা ভিডিয়ো...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.