মুম্বই : লকডাউনে বন্ধুদের খোঁজ রাখার এক অভিনব উপায় বের করলেন ভিকি কৌশল । বাইনাকুলারে চোখ রেখে বারান্দায় সময় কাটালেন অভিনেতা ।
ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করে ভিকি লিখেছেন, "যেসব বন্ধুরা 2 কিলোমিটারের বেশি দূরে রয়েছে, তাদের উপর নজর রাখছি । #Mumbai"
'মাসান' ছবিতে ভিকির একটি সংলাপ বেশ জনপ্রিয় হয়েছিল । "শালা এই দুঃখ কেন শেষ হয় না রে ?", দুঃখভরা এই সংলাপ নিয়ে অসংখ্য মজার মিম তৈরি হয়েছে । ভিকি নিজেও এই সংলাপের এক মজাদার প্রয়োদ করলেন ।
লিখলেন, "শালা, এই লকডাউন কেন শেষ হচ্ছে না রে ?" এই লেখার মাধ্যমে ভিকি বুঝিয়ে দিলেন তাঁর মনের অবস্থা । বুঝিয়ে দিলেন যে, তিনি আর নিতে পারছেন না এই লকডাউন পরিস্থিতি ।
দেখে নিন ভিকির পোস্ট...
- View this post on Instagram
Checking out on my peeps beyond 2kms! #mumbai #SaalaYehLockdownKaheKhatamNahiHotaBey
">