ETV Bharat / sitara

শাহরুখের সঙ্গে 'পাঠান'-এর শুট শুরু করলেন দীপিকা ? ইঙ্গিতপূর্ণ পোস্ট - Deepika padukone resumes shooting

কয়েকদিন আগে যশরাজ স্টুডিয়োর সামনে শাহরুখ খানকে 'পাঠান'-এর লুকে দেখা গেছিল । এবার এল আরও এক আপডেট । শোনা যাচ্ছে দীপিকা পাড়ুকোনও শুরু করে দিয়েছেন 'পাঠান'-এর শুটিং । সৌজন্যে দীপিকার ইনস্টাস্টোরি ।

Deepika Padukone with Shahrukh Khan
Deepika Padukone with Shahrukh Khan
author img

By

Published : Nov 23, 2020, 5:26 PM IST

মুম্বই : শাহরুখের সঙ্গে ফের একবার গাঁটছড়া বাঁধছেন দীপিকা পাড়ুকোন । এর আগে যে ক'টা ছবিতে শাহরুখ-দীপিকাকে দেখা গেছে, প্রতিটা ব্লকবাস্টার হিট হয়েছে । তাই এই সুপারহিট জুটিকে 'পাঠান' ছবিতে দেখার জন্য মুখিয়ে দর্শক ।

এসবের মধ্যেই জল্পনা শুরু হয়েছে যে, দীপিকা নাকি 'পাঠান'-এর শুটিং শুরু করে দিয়েছেন । তার জন্য অবশ্য দীপিকারই একটা ইনস্টাস্টোরি দায়ি ।

অভিনেত্রীর ইনস্টাস্টোরিতে হিন্দিতে লেখা একটিমাত্র শব্দ, 'শুভারম্ভ' । অর্থাৎ শুভ সূচনা ।

Deepika Padukone with Shahrukh Khan
দীপিকার ইনস্টাস্টোরি..

আর দীপিকার এই লেখা দেখে সবাই আন্দাজ করছেন যে, তিনি 'পাঠান'-এর শুটিং শুরুর কথাই বলতে চেয়েছেন । কেউ কেউ আবার শুভেচ্ছাও জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে ।

কয়েকদিন আগে শাহরুখকে 'পাঠান'-এর লুকে দেখা গেছিল যশরাজ স্টুডিয়োর সামনে । আলোর গতিতে সেই ছবি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । শাহরুখ আর দীপিকার সঙ্গে এই ছবিতে নাকি জন আব্রাহামও থাকবেন ।

তবে এখনও অবধি কোনও অফিশিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়নি ।

মুম্বই : শাহরুখের সঙ্গে ফের একবার গাঁটছড়া বাঁধছেন দীপিকা পাড়ুকোন । এর আগে যে ক'টা ছবিতে শাহরুখ-দীপিকাকে দেখা গেছে, প্রতিটা ব্লকবাস্টার হিট হয়েছে । তাই এই সুপারহিট জুটিকে 'পাঠান' ছবিতে দেখার জন্য মুখিয়ে দর্শক ।

এসবের মধ্যেই জল্পনা শুরু হয়েছে যে, দীপিকা নাকি 'পাঠান'-এর শুটিং শুরু করে দিয়েছেন । তার জন্য অবশ্য দীপিকারই একটা ইনস্টাস্টোরি দায়ি ।

অভিনেত্রীর ইনস্টাস্টোরিতে হিন্দিতে লেখা একটিমাত্র শব্দ, 'শুভারম্ভ' । অর্থাৎ শুভ সূচনা ।

Deepika Padukone with Shahrukh Khan
দীপিকার ইনস্টাস্টোরি..

আর দীপিকার এই লেখা দেখে সবাই আন্দাজ করছেন যে, তিনি 'পাঠান'-এর শুটিং শুরুর কথাই বলতে চেয়েছেন । কেউ কেউ আবার শুভেচ্ছাও জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে ।

কয়েকদিন আগে শাহরুখকে 'পাঠান'-এর লুকে দেখা গেছিল যশরাজ স্টুডিয়োর সামনে । আলোর গতিতে সেই ছবি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । শাহরুখ আর দীপিকার সঙ্গে এই ছবিতে নাকি জন আব্রাহামও থাকবেন ।

তবে এখনও অবধি কোনও অফিশিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.